অনুভূতির মিশেলে: "শীতের আভাস"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম একটি ভিন্নধর্মী অনুভূতি নিয়ে আপনাদের মাঝে।আমার খুবই ভালো লাগে যেকোনো বিষয় নিয়ে লিখতে।সেই ভালো লাগা থেকেই আমার অনুভূতি নিয়ে লেখার চেষ্টা করলাম।আমি সবসময় প্রকৃতি ও বাস্তবতা নিয়ে লিখতে ভালোবাসি।যাইহোক আজ অনুভূতি দিয়ে শুরু করছি, প্রকৃতিকে সঙ্গে নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন শুরু করা যাক----

IMG_20221201_195959.jpg
সোর্স

শীতের আভাস:

শীতকাল আমার খুবই প্রিয়।যদিও শীতকাল শুরু হয়নি তবুও শীতের আভাস বেশ পাওয়া যাচ্ছে গ্রামাঞ্চলে।শহরে ইট-বালির চৌকুঠুরির মধ্যে শীত ভালোভাবে অনুধাবন করা না গেলেও গ্রামে জমিয়ে শীত পড়েছে।হালকা কুয়াশায় ঢাকা প্রকৃতিতে, শিশির ভেজা সতেজ ঘাস যেন স্মরণ করিয়ে দেয় পছন্দের শীতের আমেজকে।ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গাছীদের খেজুর গাছ কাটার ধুম।মৃদু রোদে উঠানে বসে খেজুর রস খাওয়ার মজাটাই আলাদা।আবার চলছে কৃষকের সোনালী ফসল ঘরে তোলার শুভক্ষণ।শিশিরের বিন্দু প্রথম সূর্যের আলোতে চিকমিক করে ওঠে।যতই সময় যায় ততই রোদের কড়া উত্তাপ দেখা যায়।আর ভোর ও রাতে ঠান্ডা ঝড়ো হাওয়ায় প্রকৃতিতে শীত নামে।তারপর কম্বল মুরি দিয়ে লম্বা ঘুম দেওয়ার মজা কিংবা রাত জেগে ব্যাডমিন্টন বা ভলিবল খেলার গল্প।

শীতের আভাস শুরু হতে না হতেই বাজারে হরেক রকম শীতকালীন সবজি ওঠা শুরু করে দিয়েছে।যেগুলো বেশ সতেজ,সুস্বাদু ও পুষ্টিকর সবজি।শীতকালের রাতেই উঠানের কোণে জড়ো হয়ে বসে আগুন জ্বেলে শরীর গরম করার ধুম,আবার পিকনিক করার আনন্দ।শীতকাল আমার এই কারনে পছন্দ যে,ভ্রমন করে যেমন আনন্দ তেমনি ভুরিভোজ করে।হরেক রকম পিঠার মিষ্টি গন্ধে ম-ম করে গ্রামের বাড়িগুলি ও নবান্ন উৎসবের মেলাগুলি।

শীতকালে এত আনন্দময় মুহূর্তের মধ্যে কিছু খারাপ ও মর্মস্পর্শী দিকও রয়েছে।যা আমাদের ভাবাতে সাহায্য করে।ফুটপাতের মানুষের দিকে তাকালে বোঝা যায়,শীতকাল তাদের জন্য কতটা ভয়াবহ ও কষ্টকর।প্রচন্ড ঠান্ডা হাওয়ায় কাঁপতে কাঁপতে অনেকের মৃত্যুও হয় ।তাছাড়া হাড় কাঁপানো শীতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়ে শহুরে জীবনের মাঝে।বাচ্চারা দাঁতে দাঁত চেপে ঠক ঠক করে কেঁপে সাহায্য প্রার্থনা করে বাসস্টপে কিংবা রেল স্টেশনে।তাই এদেরকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে পারি।আর সকলেরই এগিয়ে আসা উচিত সাহায্য করতে আশ্রয়হীন অসহায় মানুষদেরকে।

আশা করি আমার আজকের লেখা অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

সত্যিই আপু শীত অনেক ভালো লাগে, তবে রাস্তার দুপাশের লোকজনের দিকে তাকালে আসলে অনেক খারাপ লাগে।শীতে বাজারে উঠছে হরেক রকমের সবজি।আর শীতে বিশেষ করে খেজুরের রস খাওয়াটা অনেক মজার। সকালে মিষ্টি রোদ পোহানো অসাধারণ। ধন্যবাদ আপু শীতের আভাস দেওয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু,আপনার অনুভূতি শেয়ার করে নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 67441.24
ETH 3492.03
USDT 1.00
SBD 2.81