আমার অরিজিনাল কবিতা: জোঁক

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?
এখন বর্ষাকাল।তাই চারিদিকে মাঠে -ঘাটে জোঁকের প্রভাব ও বেশি আর পৃথিবীর মানুষগুলো ও কেমন স্বার্থপর হয়ে উঠেছে।চারিদিকে রাজনৈতিক অরাজকতা বিরাজ করছে।তাই আজ আমি হাজির হয়েছি জোঁকের একটি কবিতা নিয়ে।

             জোঁক
         @green015

IMG_20210702_164211.jpg

আমি ভয় পাই না জোঁককে
আমি ভয় পাই নীচু মানসিকতা,
হীনমন্যতা সম্পন্ন মানুষগুলিকে

জোঁক তো একটি ক্ষুদ্র রক্তচোষক প্রাণী
সমাজে এমন কিছু মানুষ বাস করে
যারা জোঁকের থেকে ও বেশি ভয়ংকরী।

আমি ভয় পাই না জোঁককে
আমি ভয় পাই জোঁকের মতো
সমাজের রক্তশোষক মানুষগুলোকে

যারা গরীবের পরিশ্রমের মূল্য না দেয়
সমাজের দরিদ্র- অসহায়,
তাঁদেরই টাকা দিন দুপুরে লুট করে রক্তশুষে খায়।

IMG_20210702_164000.jpg

আমি ভয় পাই না জোঁককে
আমি ভয় পাই হীন মানুষের কর্মকাণ্ডে,
তাদের মুখে বলা হাজারো মিথ্যে জড়ানো কথাগুলিকে

তাই সমাজের এইসব মানুষ হতে সাবধান
তবেই মিলবে আসল পরিত্রাণ।।

ক্যামেরা: poco m2
অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

খুবই চমৎকার বলেছেন, সত্যি তো প্রকৃতি ও তার চারপাশে অবস্থিত কীনপতঙ্গ আমাদের আর কতটুকু ক্ষতিইবা করতে পারে, আসল ক্ষতি করে মানুষ নামের মুখোসে থাকা মনুষ্যত্বহীন মানুষগুলো।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া।আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভালো লিখেছেন কবিতাটি ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

এই প্রানিগুলো শুধুমাত্র কিছুটা রক্তই খেয়ে নিতে পারে। কিন্তু সমাজের রক্ত চোষাগুলো মানুষের জীবনটাই দুর্বিষহ করে দেয়।

১০০% ইউনিক পোস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ।

1625219575627.png

 3 years ago 

ঠিক বলেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আশা করছি এইভাবেই পাশে থাকবেন।

 3 years ago 

💝💝💝

 3 years ago 

কবিতায় কবিতায় অনেক বাস্তবতা তুলে ধরেছেন আপু। আমি সব সময় নীচু মানসিকতার মানুষের থেকে দূরে থাকার চেস্টা করি।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভালো লিখেছেন কবিতাটি ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

আপনাকে ও ধন্যবাদ।

 3 years ago 

ওকে দিদি

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 60745.98
ETH 2342.23
USDT 1.00
SBD 2.52