Diy-এসো নিজে করি|"শিউলি ফুলের লাল অংশ দিয়ে কিউট শিয়াল অঙ্কন ও তৈরি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?
আশা করি ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো ও সুস্থ আছেন।
আজ আমি আমাদের সবার প্রিয় ও শ্রদ্ধেয় @rme দাদা আয়োজিত সপ্তাহব্যাপী diy প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।সেটি হলো -" শিউলি ফুলের লাল অংশ দিয়ে কিউট শিয়াল অঙ্কন ও তৈরি"।

CollageMaker_20211115_093013087.jpg

আসলে তিন সপ্তাহ প্রতীক্ষা করার পর এই উত্তেজনাময় সপ্তাহটি আসে।আর সকলের মাধ্যমে আমরা সুন্দর সুন্দর কিছু শিখতে পারি ,জানতে পারি ও দেখতে পারি।এমনিতেই আমরা সবসময় diy পোস্ট করতে পারি ।কিন্তু এখন এই diy প্রতিযোগিতার সপ্তাহটি বেশি আনন্দমুখর থাকে।যা আমাদের নতুন কিছু করার প্রতি আগ্রহ জাগায়।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক---

CollageMaker_20211115_093533305.jpg

উপকরণ:

1.সাদা রঙের কাগজ
2.পেন্সিল
3.রবার
4.কালো রঙের ডড পেন
5.আঠা
6.শিউলি ফুলের লাল অংশ

পদ্ধতি:

ধাপঃ 1

CollageMaker_20211115_092422852.jpg

●প্রথমে আমি আমার গাছ থেকে কিছু শিউলি ফুল তুলে নিলাম।

ধাপঃ 2

IMG_20211115_091637.jpg

●তো ফুলগুলো জড়ো করলাম একটি জায়গায়।

ধাপঃ 3

IMG_20211115_091823.jpg

●এরপর একটি করে শিউলি ফুল নিয়ে সাদা অংশ ছিড়ে আলাদা করে নেব।

ধাপঃ 4

CollageMaker_20211115_093043163.jpg

●তো সাদা ও লাল অংশ ফুল থেকে আলাদা করে নিলাম।

ধাপঃ 5

CollageMaker_20211115_092605410.jpg

●এরপর আমি কিউট শিয়াল অঙ্কনের জন্য সব উপকরণগুলি নিয়ে নেব।

ধাপঃ 6

IMG_20211115_091708.jpg

●তারপর পেনসিল দিয়ে একে নেব কিউট শিয়ালটি।

ধাপঃ 7

CollageMaker_20211115_093220691.jpg

●এবার শিয়ালের লেজ একে নেব।

ধাপঃ 8

IMG_20211115_091743.jpg

●তো কিউট শিয়ালটি অঙ্কন করা হয়ে গেল।

ধাপঃ 9

CollageMaker_20211115_093820588.jpg

●অঙ্কনের মধ্যে আঠা লাগিয়ে নেব হালকা করে।

ধাপঃ 10

IMG_20211115_092008.jpg

IMG_20211115_092020.jpg

●এরপর শিউলি ফুলের লাল অংশটি একে একে সাজিয়ে দেব অঙ্কনের মধ্যে।

ধাপঃ 11

IMG_20211115_092036.jpg

IMG_20211115_092059.jpg

●এবার কালো রঙের ডড পেন দিয়ে শিয়ালের চোখ , পা ও লেজের চারিপাশে একে নেব।

ধাপঃ 12

IMG_20211115_092118.jpg

CollageMaker_20211115_093348698.jpg

●এরপর সম্পন্ন জায়গায় শিউলি ফুলের লাল রঙের অংশগুলি একে একে সাজিয়ে নেওয়া হয়ে গেল।

ধাপঃ 13

IMG_20211115_092218.jpg

●তো তৈরি করে ফেললাম "শিউলি ফুলের লাল অংশ দিয়ে একটি কিউট শিয়াল"।

আশা করি, আপনাদের কাছে আমার diy টি ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।
সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

অসাধারণ চিন্তা ভাবনা 💌
ফুল দিয়ে যে শিয়াল 🦊 আঁকা যায় ভাবতে পারিনি। খুব দারুন হয়েছে ছবিটি।
শুভ কামনা অবিরাম 💚

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত ব্যক্ত করার জন্য।😊

 3 years ago 

শিউলি ফুলের লাল অংশ দিয়ে কিউট শিয়াল অঙ্কন অনেক সুন্দর ছিল। সবথেকে ভালো লাগে আপনার কাজগুলো একদম ইউনিক হয়। অনেকেই অনেক চিন্তা ধারা নিয়ে আপনি কাজটি সম্পন্ন করলেন। আমার খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি খুশি হলাম।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনি খুবই সুন্দর ভাবে শিউলি ফুলের লাল অংশটুকু দিয়ে শিয়াল এর প্রতিচ্ছবি তৈরি করেছেন। আপনার দক্ষতার প্রশংসা লিখে প্রকাশ করা যাবেনা। অসাধারণ প্রতিভার প্রকাশ ঘটিয়েছেন আপনি। শিউলি ফুল আমার খুবই পছন্দের ফল। আমরা ছোটবেলায় ভোরবেলা শিউলি ফুল কুড়াতে যেতাম। শিউলি ফুলের সুগন্ধ আমার খুবই ভালো লাগে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার দক্ষতার প্রশংসা লিখে প্রকাশ করা যাবেনা। অসাধারণ প্রতিভার প্রকাশ ঘটিয়েছেন আপনি।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

 3 years ago 

খুব সুন্দর দেখাচ্ছে আপু। শিউলি ফুলের বোটা দিয়ে খুব সুন্দর করে আপনি শিয়ালটি সাজিয়েছেন। অনেক ধন্যবাদ আপু

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ্ দারুণ চিন্তা ভাবনার কাজ তো এটা।সৃজনশীলতার বর্হিপ্রকাশ ঘটিয়ে দিয়েছেন। অনেক সুন্দর হয়েছে আপনার শিউলি ফুলের রেণু দিয়ে লাজুক খ্যাকের রুপ।❤️❤️

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

শিউলি ফুলের লাল অংশ দিয়ে কিউট শিয়াল অঙ্কন ও তৈরি অসাধারণ হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। সত্যি প্রসংশার যোগ্য।
ধাপ গুলো সুন্দর করে উপস্থাপন করেছে।
শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

ওয়াও দিদি!!আপনার সৃজনশীলতা সত‍্যি প্রশংসা যোগ্য। শিয়াল অঙ্কন টাও খুব সুন্দর ছিল সাথে শিউলি ফুলের মিশ্রনটা অসাধারণ ছিল। সুন্দর করে তৈরি করেছেন এবং উপস্থাপনাটাও জোশ ছিল। শুভকামনা রইল দিদি।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

আপু আপনার উপস্থিত বুদ্ধির প্রশংসা না করলেই নয়। এই ধরনের আইডিয়া আমার মধ্যে আসতই না। শিউলি ফুলের লাল অংশগুলো দিয়ে খুব সুন্দর লাজুক শিয়াল বানিয়েছেন। কাজটি বেশ সময় সাপেক্ষ ছিল। আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ, ভাইয়া একটু সময় লেগেছে শিউলি ফুল সাজাতে।আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার পোস্টটি আমাকে অনেক সুন্দর লেগেছে কারণ আপনার বিভিন্ন ধরনের চিন্তা আমাদের মাঝে শেয়ার করেছেন। সচরাচর দেখা যায় না। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অনুপ্রেরণা পেলাম।

 3 years ago 

আপনার চিন্তাভাবনা সবসময়ই ব্যতিক্রমধর্মী হয়ে থাকে আপনার মাথায় এসব চিন্তা ভাবনা কি করে যে আসে আমি ভেবে পাইনা সত্যিই আপনার চিন্তাভাবনা অন্য সবার থেকে আলাদা শিউলি ফুলের অংশ দিয়ে আপনি অনেক সুন্দর একটি লাজুক শেয়াল অঙ্কন করেছেন যা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে প্রতিটা ধাপে সুন্দরভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন সেই সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন এত সুন্দর একটি লাজুক শিয়াল আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 3 years ago 

সবই আপনাদের আশীর্বাদে হয়ে যায় ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে।অনুপ্রাণিত হলাম।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 57383.94
ETH 2450.29
USDT 1.00
SBD 2.40