DIY- এসো নিজে করি : আমার অরিজিনাল অঙ্কন: " কার্টুন (কুকুর) চিত্র"

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার বন্ধুরা,আশা করি সবাই ভালো আছেন।
এই বর্ষণমুখর দিনে অনেক কিছুই করতে ইচ্ছে করে।যেমন-সুন্দর সুন্দর রেসিপি তৈরি করতে, ছবি আঁকতে,কবিতা লিখতে, বিভিন্ন হাতের কাজ করতে ।কিন্তু আবহাওয়ার অবস্থা খুবই খারাপ।চারিদিকে অন্ধকার হয়ে আসছে প্রতিদিন বিকেল হলেই আর সাথে সাথে টিপটিপ বৃষ্টি ।ফলে রেসিপি রান্না করলে ঠিকভাবে ফোনে ছবি তোলা সম্ভব নয়।আবার অন্ধকার আবহাওয়াই হাতের কাজ করাও সম্ভব নয়।আজ আর কবিতাও নয় চলুন একটু আঁকার জগত থেকে ঘুরে আসি।তবে অন্য কোনো আঁকা নই বরং মনের মাধুরী দিয়ে কার্টুন ছবি অঙ্কন করি।

@rme দাদা কে অসংখ্য ধন্যবাদ ।নিজের অঙ্কিত চিত্র সহ বিভিন্ন হাতের কাজ এখানে শেয়ার করতে পারবো। আমি বিভিন্ন রকমের বিষয় বানিয়ে এক একদিন শেয়ার করার চেষ্টা করবো। আজ পেন্সিল দিয়ে কার্টুন কুকুরের একটা অঙ্কন শেয়ার করছি। কেমন হলো সবাই জানাবেন।

IMG_20210807_214325.jpg

উপকরণ:

1.সাদা কাগজ
2.পেন্সিল
3.রবার

IMG_20210807_214214.jpg

ধাপঃ 1

IMG_20210807_213450.jpg

1.প্রথমে মুখের গঠন তৈরি করলাম পেন্সিল দিয়ে।

IMG_20210807_213512.jpg

2.এরপর চোখ,নাক এবং মুখ আকলাম।

IMG_20210807_213530.jpg

ধাপঃ2

3.কুকুরের কান এবং মুখের দুই পাশে লোম আকলাম।

IMG_20210807_213543.jpg

4.এবার সামনের দিকে প্রসারিত হওয়া দুটি পা অঙ্কন করলাম।

IMG_20210807_213601.jpg

ধাপঃ3

5.এবার লেজসহ পুরো বডি এবং একটি পা অঙ্কন করে নিলাম।

IMG_20210807_213639.jpg

IMG_20210807_214108.jpg

IMG_20210807_213813.jpg

6.এরপরই পেন্সিলের গারো দাগ দিয়ে বর্ডার দিয়ে নেব কুকুরের গায়ে।

IMG_20210807_213841.jpg

7.এই কুকুরের চিত্ৰটি দেখলে মনে হবে যে, কুকুরটি কোনো জিনিস দেখে হতবাক হয়ে তাকিয়ে আছে।যেমনটি সাধারণত কুকুরেরা কোনো উড়ন্ত প্রজাপতি কিংবা কোনো খেলনা দেখে করে থাকে।

IMG_20210807_214048.jpg

IMG_20210807_214306.jpg

ধাপঃ 4

8.সবশেষে কুকুরটির পিঠে এবং মুখের এক পাশে হালকা পেন্সিলের সেপ দিয়ে নেব।কুকুরটির পিঠের উপরের দিকে আমার নামটা লিখে দেব।

IMG_20210807_214235.jpg

আমার লোকেশন
তো আমি এভাবে "কুকুরের কার্টুন চিত্ৰ" অঙ্কন করলাম।আশা করি সকলের কাছে ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।

ক্যামেরা: poco m2
অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

চমৎকার। আপনার অংকুর এর প্রেক্ষাপট। এটি আসলে একটি একটি টমের মতো লাগছে। বিশেষ করে টম এন্ড জেরির কার্টুন এর মধ্যে

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, এটি টম কার্টুন এর আঁকার প্রয়াস করলাম মাত্র।এমনিতেই ছোটবেলা থেকেই আমি একটু নিজে নিজে যেকোনো কিছু দেখে আঁকার চেষ্টা করতাম।কারো কাছে না শিখে।এটাই আমার অঙ্কনের যৎসামান্য প্রেক্ষাপট।
আপনাকে অশেষ ধন্যবাদ।সুন্দর এবং সুচিন্তিত মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুবই সুন্দর হয়েছে ছবি টা।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।ছবিটি দেখার জন্য।

 3 years ago 

বাহ! দিদি অনেক সুন্দর ছবি আঁকে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

সুন্দর এঁকেছেন দিদি । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

আপনাকে ও ধন্যবাদ দাদা।সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য।

 3 years ago 

বাহ অনেক সুন্দর ড্র করেছে তো দেখছি ,তোমার তো অনেক গুণ! ধন্যবাদ আপু তোমাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে।সবই ঈশ্বর এবং আপনাদের আশীর্বাদ।এভাবেই আমার পাশে থেকে আমাকে আশীর্বাদ করবেন আপু।

 3 years ago 

অনেক কিউট হয়েছে, আমি এমন প্রতিভাকে সাধুবাদ জানাই 💖

 3 years ago 

ধন্যবাদ আমার মিষ্টি আপু☺️☺️।আপনার সুন্দর মন্তব্য আমাকে আকার প্রতি অনেক উৎসাহ জাগাবে।

 3 years ago 

অনেক দোয়া আর শুভকামনা রইল বুনু 💖

আপনার রান্নার সাথে সাথে ছবি আকার দক্ষতাটাও কিন্তু অনেক সুন্দর। কুকুরটা দেখতে খুবই সুন্দর হয়েছে।
আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা।আপনার সুন্দর মন্তব্য আমার আঁকার প্রতি আরও উৎসাহ জাগাবে।আশীর্বাদ করবেন।

🥰🙏

 3 years ago 

খুব সুন্দর এঁকেছো। এক কথায় অসাধারণ

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আমার দাদা।

 3 years ago 

অসম্ভব সুন্দর ভাবে এই ছবিটি এঁকেছেন। আমিও একসময় অনেক ভালো ড্রইং করতে পারতাম কিন্তু ব্যস্ততার কারণে সেটি বন্ধ করতে হয়েছে। আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে আমি ভাবছি আবার কাজ শুরু করব।

 3 years ago 

অবশ্যই সময় করে দেখবেন ভাইয়া।তাহলে নতুন নতুন অঙ্কন দেখতে পারব।আসলে আমি নিজে নিজে শখের বশে যেটুকু আঁকার চেষ্টা করি তাই তুলে ধরলাম আপনাদের মাঝে।
অনেক ধন্যবাদ ভাইয়া।আপনার মতামত জানানোর জন্য।

 3 years ago 

জি খুব তারাতারি চেস্টা করবো।

 3 years ago 

অনেক সুন্দর হয়েছে দিদি আর্টটি।ধন্যবাদ দিদি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ দাদা।আমার আর্টটি দেখার জন্য।

 3 years ago 

স্বাগতম দিদি

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67282.50
ETH 2627.94
USDT 1.00
SBD 2.68