Diy-"প্লাস্টিক বোতল ও উলের সুতা দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি"💐💐(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার 🙏

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।আজ আমি আপনাদের সামনে আবার ও diy নিয়ে হাজির হলাম।সেটি হলো- "প্লাস্টিক বোতল ও উলের সুতা দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি"।💐💐

CollageMaker_20220402_211439832.jpg

IMG_20220402_203855.jpg

অনেকদিন হলো প্লাস্টিক বোতল দিয়ে কিছুই তৈরি করা হয়না।আমি পূর্বে দুইবার প্লাস্টিক বোতল দিয়ে 2টি আলাদা ধরনের diy তৈরি করেছিলাম।দারুণ একটা অনুভূতি জেগেছিল মনে তখন।তারপর সময় সল্পতার কারনে আর কিছু বানানো হয়ে উঠেনি প্লাস্টিকের বোতল দিয়ে।আজ ভাবলাম কিছু একটা বানাবো প্লাস্টিক বোতল দিয়ে ।

আসলে ভেবে রেখে দিলে যেকোনো কাজ অসম্পূর্ণই থেকে যায় ।তাই সময়ের কাজ সময়ে করাই উত্তম।

যেমন ভাবা তেমন কাজ ।তাই গতকাল রাতে বসে পড়লাম রঙ্গিন উলের সুতা দিয়ে ফুল তৈরি করতে।আর ফুল তৈরি করা খুবই সময়সাপেক্ষ ব্যাপার।বেশ অনেকগুলো ফুল বানিয়ে নিলাম ভিন্ন ভিন্ন রঙের সুতা দিয়ে।ফুলগুলি দেখতে খুবই সুন্দর লাগছিল।আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।তো চলুন শুরু করা যাক----

IMG_20220402_205941.jpg

উপকরণ

ক্রমিক নংউপকরণ
1একটি পুরোনো প্লাস্টিক বোতল
2বিভিন্ন ধরনের রঙিন উলের সুতা
3কেচি
4আঠা
5শক্ত কাগজ
6ব্লেড

■পদ্ধতিসমূহ:

IMG_20220402_203921.jpg

👉🏿এখানে আমি ফুল ও ফুলদানি তৈরির জন্য সকল উপকরণ নিয়ে নিলাম একত্রে।যেমন-উলের সুতা,প্লাস্টিক বোতল ও কেচিসহ ইত্যাদি উপকরণ।

IMG_20220402_203952.jpg

👉🏿প্রথমে আমি বোতলটি একটি ব্লেড দিয়ে মাঝবরাবর কেটে নিলাম সমান করে।আমি এখানে বোতলের মুখের দিকের অংশ ব্যবহার করেছি।এরপর কেচি দিয়ে ফালি ফালি করে কেটে নিয়েছি বোতলটি ।

IMG_20220402_204014.jpg

👉🏿বোতলের ফালি করা অংশগুলো ঠিক আমার ছবির মতই একটি বড়ো ও একটি ছোট ডাল তৈরি করে নিয়েছি।মাথাটি সরু আকৃতির করে।

IMG_20220402_205411.jpg

👉🏿এরপর বোতলের কিছু অংশ নিচের দিকে কিছু অংশ মাঝের দিকে বেকিয়ে দিয়েছি।ঠিক ফুলদানির মতো করে।

IMG_20220402_205433.jpg

👉🏿এবারে বোতলের মাঝে চারটি ফালি পাতার মতো সেপ করে কেটে নিয়েছি কেচি দিয়ে।তো ফুলদানিটি তৈরি করা হয়ে গেল।

IMG_20220402_204103.jpg

👉🏿আমি এখন হলুদ রঙের উলের সুতা একটি শক্ত কাগজের উপর পেঁচিয়ে নেব 15-20 রাউন্ড করে।এরপর সুতা ছাড়িয়ে আরেকটি সুতা দিয়ে বেঁধে নেব কিছুটা দূরত্ব করে।

IMG_20220402_204035.jpg

👉🏿এরপর কেচি দিয়ে কেটে নেব।কেচি দিয়ে কেটে গোল বলের আকার তৈরি করে নেব।

IMG_20220402_205454.jpg

👉🏿এভাবে আমি একটি একটি করে বিভিন্ন রঙ্গের সুতার ফুল তৈরি করে নেব।তো ফুলগুলি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে।

IMG_20220402_204942.jpg

👉🏿আমি সাদা,গোলাপি,লাল,খয়েরী ও হলুদ রঙের ফুল তৈরি করে নিলুম,এবারে আমি প্লাস্টিক আঠা নিয়ে নিলুম।

CollageMaker_20220402_204446060.jpg

👉🏿বোতলের সরু মাথায় হালকা আঠা লাগিয়ে নিলুম।এরপর একটি করে ফুল হাত দিয়ে আটকে নিলাম বোতলের সরু মাথায়।

IMG_20220402_205514.jpg

IMG_20220402_205246.jpg

👉🏿এভাবে বোতলের সবগুলো সরু মাথায় ফুল আটকে নিলুম ,শুধুমাত্র চারটি পাতার সেপ দেওয়া অংশ ছাড়া।

IMG_20220402_205556.jpg

👉🏿তো আমার সবগুলো ফুল আটকে নেওয়া হয়ে গেল ফুলদানির গায়ে।

IMG_20220402_205859.jpg

IMG_20220402_205921.jpg

👉🏿সবশেষে আমি ফুলদানির পাতার সেপ দেওয়া অংশের মাঝবরাবর আঠা লাগিয়ে নিলুম।তারপর সবুজ রঙের উলের সুতা দুই টুকরা কেটে আঠার উপর বসিয়ে দিলুম।তো চারটি পাতায় তৈরি করা হয়ে গেল আমার।

IMG_20220402_211548.jpg

👉🏿এরপর আমি কিছু ছবি তুললাম ফুলসহ ফুলদানির।আমি যতই ছবি তুলছিলাম ততই তুলতে ইচ্ছে করছিল।দারুণ অনুভূতির উদয় হয়েছিল মনে।

IMG_20220402_211840.jpg

IMG_20220402_211737.jpg

👉🏿তো তৈরি করা হয়ে গেল "প্লাস্টিক বোতল ও উলের সুতা দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি"।💐💐এটি দেখতে খুবই আকর্ষণীয় লাগছিল।

আশা করি ভালো লাগবে আপনাদের কাছেও আমার তৈরি diy টি।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

আপনার প্রতিটা পোস্ট আমার কাছে খুবই ভালো লাগে। আপনার পোস্টগুলোর একটি বিশেষত্ব হচ্ছে বৈচিত্র। বিভিন্ন বিষয়ে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেন আপনি। আজকের বোতল আর সুতা দিয়ে তৈরি শোপিস টাও দারুন হয়েছে। ধন্যবাদ

 3 years ago 

অনেক অনুপ্রেরণা পেলাম।অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

বাহ চমৎকার লাগল আপনার ডাই পোস্ট টি।খুবই সুন্দর ভাবে বর্ণনার মাধ্যমে উপস্থাপন করেছেন আপু। বোতল দিয়ে খুবই সুন্দর ভাবে ফুল গুলো সাজিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু। 💞💞

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বাহ্ খুব সুন্দর করে প্লাস্টিক বোতল ও উলের সুতা দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি করেছেন। দেখতে খুব ভালো লাগছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু প্লাস্টিকের বোতল আর উল সুতা দিয়ে খুবই চমৎকার একটি ফুলসহ ফুলদানি তৈরি করেছেন। ফুলদানি দেখতে অনেক কিউট লাগছে। তাছাড়া আপনি ফুল এবং ফুলদানি তৈরির ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আজকে চমক দিয়েছেন আমার চোখে দিদি।আপনি বোতল আর উলের সুতা দিয়ে অনেক সুন্দর একটি ফুলসহ ফুলদানি তৈরি করেছেন।ফুল গুলো দেখতে অনেক সুন্দর । আপনার প্রতিধাপে ছবিগুলো ফুটে উঠেছে। শুভকামনা

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু আপনার করা ক্রাফটটা অনেক সুন্দর হয়েছে।প্লাস্টিক বোতল ও উলের সুতা দিয়ে বানানো ফুল এবং ফুলদানিটা আমার অনেক ভালো লেগেছে।এটি তৈরি করার পদ্ধতি গুলো ধাপে ধাপে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু আপনি অনেক সুন্দর একটি প্লাস্টিকের বোতল দিয়ে এবং উল সুতা দিয়ে অনেক সুন্দর ফুল এবং ফুলদানি তৈরি করেছেন। এই ফুল এবং ফুলদানি তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে দেখে মনে হচ্ছে। ধাপে ধাপে অনেক সুন্দরভাবে আপনি এটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ফুলসহ ফুলদানি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

হ্যাঁ আপু,সময় একটু লেগেছিল।অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

খুব সুন্দর দক্ষতার পরিচয় দিয়েছেন, যে দক্ষতা মানুষের মধ্যে খুবই কম দেখা যায়। আপনার এই পোস্টটি দেখে আমি খুবই আনন্দিত এর জন্য যে,নতুন একটি কিছু শিখতে পেরেছি।

 3 years ago 

অনেক অনুপ্রেরণা পেলাম।অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

প্লাস্টিক বোতল ও উলের সুতা দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি অনেক সুন্দর হয়েছে আপু । এই সব কারুকাজ আমার খুবই পছন্দের । অনেকগুলো ধাপে সুন্দর বর্ণনা করেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.17
JST 0.031
BTC 88609.56
ETH 3320.95
USDT 1.00
SBD 3.04