টিনটিন বাবুসোনার জন্য🎁🎂"লাউপাখি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার

বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?আশা করি ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো এবং সুস্থ আছেন।আজ আমি আমাদের বাড়ির গাছে ধরা একটি "লাউ দিয়ে পাখি তৈরি" করবো টিনটিন বাবুসোনার জন্য।

CollageMaker_20210927_171837395.jpg
আমার লোকেশন

গতকাল টিনটিন বাবুসোনার শুভ জন্মদিন🎂🎂 ছিল।ফলে আমি এবং পুরো আমার বাংলা ব্লগবাসী খুবই আনন্দ উপভোগ করেছিলাম সারাটা সময় জুড়ে।কিন্তু আমার মনে হচ্ছে টিনটিন বাবুসোনার জন্মদিনের আনন্দ শুধু কালকেই ফুরিয়ে যায়নি বরং আজকেও সবার মনে গতদিনের মতো একই আনন্দের বন্যা বইছে। যাইহোক টিনটিন বাবুর জন্য ছোট্ট উপহারস্বরূপ🎁 আজ বানিয়ে ফেললাম একটি "লাউপাখি"।আশা করি টিনটিন বাবুসোনার অনেক পছন্দ হবে।এছাড়া টিনটিন বাবুকে জানাই শুভ জন্মদিনের অনেক অনেক ভালোবাসা💝💝 ,অফুরন্ত আদর এবং শুভেচ্ছা💐।ভবিষ্যতের প্রত্যেকটি দিনের প্রত্যেকটি মুহূর্ত টিনটিন বাবুর জন্য শুভ ও সুন্দর হয়ে উঠুক এই প্রার্থনায় করি এবং অনেক অনেক শুভকামনা রইলো টিনটিন বাবুর জন্য।তো চলুন শুরু করা যাক----

CollageMaker_20210927_172153244.jpg
আমার লোকেশন

★উপকরণ:

1.একটি গোটা লাউ
2.চাকু
3.গোলমরিচ- 2 টি
4.পাকা লঙ্কা - 1টি

★পদ্ধতি:

CollageMaker_20210927_170330564.jpg
আমার লোকেশন

◆ এই বছরের প্রথম একটি লাউ ধরেছে গাছে।তাই ভাবলাম একটা কিছু diy তৈরি করে ফেলি।আর সেজন্য লাউটি নিয়ে প্রথমে লাউয়ের ডাটা দুইপাশে কেটে হুল করে ছোট করে নিলাম।

IMG_20210927_165044.jpg

◆লাউটি একটু বাঁকা ছিল ফলে আমি চাকু দিয়ে লাউয়ের মাথার দিকে ঘুরিয়ে কেটে গোল করে পাখির মাথা তৈরি করে নিলাম।

CollageMaker_20210927_170446380.jpg
আমার লোকেশন

◆এরপর লাউটি দুইপাশে চাকু দিয়ে কেটে ত্রিভুজাকার করে নেব এবং পাখির আকার তৈরি করে নেব।এছাড়া নিচের অংশ গোল করে পাখির বসার পায়া তৈরি করে নেব লাউ কেটে।

IMG_20210927_165202.jpg

◆এবার আমি পাখিটির মাথায় অর্থাৎ লাউয়ের খোসা দুই অংশ ছাড়িয়ে নেব এবং এক অংশ খোসা রেখে দেব।

IMG_20210927_165224.jpg
আমার লোকেশন

◆এরপর পাখির গলার খোসা ছাড়িয়ে নেব।

IMG_20210927_165233.jpg

◆এরপর লাউপাখির ডানার মতো তৈরি করে নেব চাকু দিয়ে কেটে ঢেউ এর মতো করে।এক অংশ কেটে ফেলে দেব এবং এক অংশ রেখে দেব ত্রিভুজাকার করে।

IMG_20210927_165311.jpg
আমার লোকেশন

◆এবার লেজের দিকে একটু মোটা করে রেখে দেব লাউপাখির এবং পাখির পিঠের উপর একটি ত্রিভুজাকার অংশ কেটে ফেলে লাউয়ের সাদা অংশ বের করে দেব এবং একটি অংশ লাউয়ের খোসা কেটে একটু উঁচু করে নেব লোমের মতো।

CollageMaker_20210927_170536856.jpg

◆তো এভাবে আমি লাউপাখির পুরো শরীরটি কেটে নেব।

CollageMaker_20210927_170625746.jpg

◆এবার পাখির চোখ ও ঠোটের জন্য দুইটি গোলমরিচ এবং একটি পাকা লঙ্কা নিয়ে নিলাম।

IMG_20210927_165341.jpg
আমার লোকেশন

CollageMaker_20210927_170950579.jpg

◆এরপর পাখিটির মাথার দুইপাশে চাকু দিয়ে একটু গোল করে কেটে গোলমরিচ বসিয়ে দেব এবং লাউয়ের ডাটার উপর পাকা লঙ্কার অর্ধেক অংশ লাগিয়ে দেব।

IMG_20210927_165633.jpg

CollageMaker_20210927_171238740.jpg
আমার লোকেশন

◆তো লাউপাখির চোখ ও ঠোঁট তৈরি হয়ে গেল।

IMG_20210927_165817.jpg

CollageMaker_20210927_171509932.jpg
আমার লোকেশন

◆লাউটি একটু বাঁকা থাকায় লাউপাখিটির স্টাইল একপাশ দিয়ে বাঁকা হয়েছে।

IMG_20210927_165834.jpg
আমার লোকেশন

তো টিনটিন বাবুর জন্য তৈরি করে ফেললাম একটি "লাউপাখি"।আশা করি টিনটিন বাবুর কাছে ভালো লাগবে।
Cc:
@rme
@tanuja

এছাড়া দাদা এবং দাদার পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।টিনটিন বাবুর দীর্ঘায়ু কামনা করে আজ শেষ করছি এখানে।
ধন্যবাদ সবাইকে।

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

কি ট্যালেন্ট হতে পারে আমি তো সত্যিই অবাক একটি লাউ দিয়ে এত সুন্দর পাখি তাও আবার টিনটিন বাবাইয়ের জন্মদিনের উপহার দিয়ে দিলেন বাহ অসাধারণ আপু। এইভাবেই আমরা একে অপরের পাশে থেকে অনেকটা দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ।

 3 years ago 

অবশ্যই ভাইয়া, আমরা সবাই একই পরিবারের সদস্য এবং একইসঙ্গে এগিয়ে যাবো।ভাইয়া আপনি যতটা ভাবছেন অতটা ট্যালেন্ট ও নেই আমার ।আমি ভালোবেসে ও মজা করে করি এইসব।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

ওয়্যাও কি দারুন। আপনার কারুকার্যে আমি মুগ্ধ দিদি। লাউ পাখি যেই দেখবে সেই খুব খুশি হবে। অনবদ্য একটি কাজ। এত কিছু পারেন কি করে ! 🤗🥰 ভালবাসা রইলো।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্য শুনে আমি খুবই খুশি দিদি।আমি তো সব মজা করে ভালোবেসে করি।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার প্রতি ও ভালোবাসা অবিরাম দিদি।💝

ওয়াও অসাধারন ভাবে আপনি এই কাজটি করেছেন। আমি আশা করছি টিনটিন বাবুসোনা আপনার এটা দেখে অনেক আনন্দ পাবে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

সত্যিই আমি আপনার মুগ্ধতা দেখে অবাক হলাম আপনি নিজের দক্ষতা খাটিয়ে একদম ইউনিক কিছু আমাদের মাঝে উপস্থাপন করলেন যা দেখার মত ছিল। অসাধারণ একটি লাউ দিয়ে আপনি একটি গিফট তৈরি করলেন লাউপাখি এবং সত্যি অনেক ভালো লাগলো আপনার পরিবেশনাটি আপনার জন্য শুভকামনা রইল আপু

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্য শুনে খুশি হলাম।ভালো থাকবেন।

 3 years ago 

বাহ সুন্দর হয়েছে লাউ দিয়ে পাখিটি।লাউ দিয়ে আবার পাখিও বানানো যায় তা কখনো চিন্তায় করি নাই।আসলেই চেষ্টা করলে অনেক কিছুই বানানো যায়।খুব সুন্দর হয়েছে লাউ পাখিটি।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু,চেষ্টাই সবকিছু।লাউপাখিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি অনুপ্রেরণা ও উৎসাহ পেলাম।অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনার ধৈর্য শক্তির দাম দিতে হবে।
এই কাজটির জন্য অনেক ধৈর্য্য এর দরকার এটা বুঝাই যাচ্ছে।
আর খুব বেশি সুন্দর হয়েছে।

 3 years ago 

এমন কিছুই না আপু !আপনার পছন্দ হয়েছে এতেই আমি আমার ধৈর্য্যের দাম পেয়ে গেছি এবং আমি অনেক খুশি হয়েছি আপু।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দেখে যতটা সহজ মনে হচ্ছে কাজটা এতোটাও সহজ নয়। আপনার হাতের কাজ গুলা খুব দারুন হয়। মনে হয় খুবই সহজ।
অনেক সুন্দর হয়েছে লাউপাখি।
আমার দেখা সম্পুর্ন নতুন পাখি।

 3 years ago 

আমি নতুন নাম দিয়েছি আপু।আপনার পছন্দ হয়েছে এটি জেনে আমি আনন্দিত।অনেক ধন্যবাদ আপনাকে।ভালো থাকবেন।

আপু খুব মনোযোগ সহকারে লাউ দিয়ে পাখি তৈরি করেছেন। আশাকরি টিনটিন বাবু অনেক পছন্দ করবে। এর আগে কখনো এরকম পোস্ট চোখে পড়েনি। কথায় বলে সাধের লাউ, আর সেই লাউ দিয়ে পাখি তৈরি। শুভেচ্ছা রইল আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

লাউ দিয়ে পাখিটি সত্যি ই খুবই ভালো হয়েছে। শুভেচ্ছা রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ আমার দাদা।উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

উফ্ ! দুর্দান্ত হয়েছে ♥️
আশাকরি টিনটিন সোনা এটি পছন্দ করবে।
খুব ভালো একটা সৃজনশীল কাজ দেখলাম।
ধন্যবাদ @green015 💚

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া😊।আপনার সুন্দর মন্তব্যে আমি উৎসাহ ও অনুপ্রেরণা পেলাম।ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 82195.61
ETH 3201.57
USDT 1.00
SBD 2.81