"কিছু মনের ব্যক্ত অনুভূতি"

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম নতুন একটি ভিন্নধর্মী পোষ্ট নিয়ে আপনাদের মাঝে।মাঝে মাঝেই আমার মনের মধ্যে আসা ভাবনাগুলোকে আমি প্রাধান্য দিই।আর সেই ভাবনাগুলিই তুলে ধরলাম আমার লেখার মাধ্যমে।আসলে অনুভূতি গুলি হঠাৎ করেই মনের ভিতরে দোলাচল ফেলে।আর সেই দোলাচলের আলোরনে হৃদয় থেকে যেন ঝরে পড়ে কিছু বাক্য।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক---

IMG_20230422_233409.jpg
সোর্স

কিছু মনের ব্যক্ত অনুভূতি:

'মানুষ' শব্দের তিনটি অক্ষর।মান-সম্মান-হুশ যুক্ত হয়েই মানুষ, এর অর্থ কতটা বিস্তৃত।মানুষের মস্তিষ্ক হলো-গভীর ভাবনার সমুদ্র।সেই ভাবনার সাগরে ডুবে থাকে মানুষের চঞ্চল মন।এই চঞ্চল মনে বাস্তবতাকে মেনে নেওয়া বড্ড কঠিন হয়ে দাঁড়ায় মাঝে মাঝেই।কারন বাস্তব খুবই অদ্ভুত। জীবনে চলার পথে প্রশংসাকারী ও সমালোচনাকারী মানুষ থাকবেই।প্রশংসাকারীরা সবসময় উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে থাকেন তাদের মূল্যবান মতামতের মাধ্যমে।কিন্তু সমালোচনাকারী কথার প্যাচে মানুষকে উঁচু থেকে নীচু স্তরে পৌঁছে দেওয়ার মন্ত্রনায় থাকে।তবে সমাজে সমালোচক মানুষের বিশেষ ভূমিকা থাকে বলে আমি মনে করি।কারন জীবনে নিজেকে এগোতে হলে কিছু প্রতিদ্বন্দ্বীর যেমন প্রয়োজন আছে তেমনি কিছু সমালোচক মানুষের ও প্রয়োজন রয়েছে।দৃষ্টির সম্মুখে না হলেও দৃষ্টির আড়ালে সমালোচক মানুষ তার কথার জালে মানুষের কাজে বিভ্রান্তি সৃষ্টি করে।আর এই বার বার বিভ্রান্তি থেকেই মনে এক ধরনের জেদ তৈরি হয়।সেই জেদের বশবর্তী হয়ে সে তার লক্ষ্যে এগিয়ে যায়।

কিছুদিন আগে আমার দেখা--সুলতান সুলেমান এপিসোডের একটি পর্বে অটোমান সাম্রাজ্যের সুলতান সুলেমান তার সন্তান শাহজাদা মোস্তফাকে সাম্রাজ্য পরিচালনার জন্য যখন মানিসাতে পাঠাচ্ছিলেন তখন একটি কথা বলেন। কথাটি হলো এমন,তুমি সহ্য করার ক্ষমতা রাখো, তুমি যতই দুঃখ-কষ্ট সহ্য করবে ততই তোমার হৃদয় উদার হবে।এই উদারতা তোমাকে সত্যের সমুদ্রে নিয়ে যাবে।তুমি সেই সমুদ্রের একফোঁটা বিন্দুমাত্র।

এই কথাগুলি যেন আমার মনে গেঁথে গেছে।আসলে অন্যের কথায় কান দিয়ে চললে মনটাও সংকুচিত হয়ে পড়বে।তখন মনে হিংসার সৃষ্টি হবে,ধৈর্য্য হারিয়ে যাবে।তাই সবসময় অন্যের পরামর্শ নেওয়া ভালো কিন্তু তা কাজে প্রয়োগ করার পূর্বে নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করতে হবে।

লেখাগুলো নিতান্তই আমার মনের অনুভূতি, সেটাই মন খুলে প্রকাশ করলাম মাত্র।যাইহোক আশা করি আমার আজকের লেখা ভাবনাগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸ধন্যবাদ সকলকে🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

দিদি ভাই আপনার ভাবনা গুলো সত্যি অসাধারণ ৷ আমি প্রায় সময়ে আপনার মনের অনুভবে অনুভুতি গুলো পড়ে থাকি ৷ ভালো লাগে আর খুব চমৎকার লিখনে ৷ অসংখ্য ধন্যবাদ দিদি

 2 years ago 

পোস্টটি কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

Thank you so much.💝

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.033
BTC 89216.15
ETH 3099.59
USDT 1.00
SBD 2.80