আমার স্বরচিত কবিতা: "জলাঞ্জলি"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও বেশ ভালো আছি গরমের সঙ্গে সংগ্রাম করে।হি হি☺️☺️আসলে আবহাওয়া সবসময় পরিবর্তনশীল।কবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।তাই প্রত্যেক সপ্তাহে নিজের অনুভূতি দ্বারা একটি করে কবিতা লিখে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি।



আজ আমার সকালটা শুরু হলো হাফিজ ভাইয়ের অনুকরণে লেখা অনুকবিতা দিয়ে।আমি চেষ্টা করি সব অনুকবিতাগুলি লেখাতে অংশগ্রহণ করার।আজ একটি ভালোবাসার বিরহ নিয়ে কবিতা লিখেছি।কারন আজ এবিবি ফ্যানে হাফিজ ভাইয়ের লেখা অসাধারণ কবিতার সঙ্গে সঙ্গতি রেখে এই কবিতার কিছু অংশ লিখেছিলাম।সেটাই এখন সম্পূর্ণ রূপ দেওয়ার চেষ্টা করলাম মাত্র।আসলেই ভালোবাসা আমাদের মনে এক অন্যরকম আবেগ-অনুভূতির সৃষ্টি করে।ভালোবাসাগুলো মনকে যন্ত্রনা ও চঞ্চলতায় ভরিয়ে দেয়।আবার কখনো হাজারো কল্পনায় ভাসায়।কিন্তু এত ভাবের উদয় যার জন্য ,যার জন্য এত গুচ্ছাকারে সাজানো শব্দ সেই না বুঝে যন্ত্রণা দেয় থেকে থেকেই।তো এই ভাবনায় লিখে ফেললাম কয়েক লাইন।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

pexels-photo-887349.jpeg
সোর্স

জলাঞ্জলি

মনের মাঝে অব্যক্ত ভাষায়
কিছু শব্দ সাজানো গুচ্ছাকারে
সব দুঃখ ডুবসাগরে অচেতন
যত রাগ ,ক্ষোভ-অভিমানে।

তুমি কি শুনতে পাও এই আর্তনাদ
বুকফাটা কান্নার ধ্বনি?
তুমি কি চোখ মেলে দেখ অনুভূতিরা
আজ কেন তোমাতে শিকলে বন্দী?

সকল যন্ত্রণারা চায় নির্বাসন
ভালোবাসারা চায় চিরমুক্তি
তোমার কঠিন হৃদয়ে নেই
নিষ্পাপ ফুলের কোনো অত্যুক্তি।

তুমি কি বুঝ মনের ব্যথা
অন্ধকূপে থাকা বার্তা?
তুমি কি বুঝ এই ঠুনকো
হৃদয় তোমাতেই বাঁধা সত্ত্বা?

ভালোবাসার নির্মম পরিহাসে
দুঃখেরা পাড়ি দিয়েছে সমুদ্রে
আকাশের সঙ্গে আড়ি করে
তোমাতে বারেবারে যাই হেরে।

তুমি কি অনুভব করো এই হৃদয়ে
থাকা সকল বাক্যগুলি?
তুমি কি অনুভব করো মনের বাসনাগুলো
তোমাতে আজ সবই জলাঞ্জলি?

আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি কবিতা লিখে শেয়ার করেছেন। কবিতার প্রতিটি লাইন বেশ দারুন সুন্দর ভাবে লেখা ছিল। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 last year 

ঠিকই বলেছেন আপনি ভালোবাসা আমাদের মনে এক অন্যরকম আবেগ এবং অনুভূতি সৃষ্টি করে। আপনি খুবই সুন্দরভাবে অসাধারণ একটা টপিক নিয়ে জলাঞ্জলি কবিতাটি লিখেছেন। কবিতার প্রত্যেকটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল দিদি। সম্পূর্ণ কবিতাটি পড়তে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বলতে গেলে জাস্ট অসাধারণ ছিল।

 last year 

এবিবি ফ্যানে হাফিজ ভাইয়ের লেখা কবিতার সঙ্গে সঙ্গতি রেখে কবিতার কিছু অংশ লিখেছিলেন।সেই কবিতার বাকি লাইন লিখে সম্পূর্ণ রূপ দিয়েছেন দেখে ভালো লাগলো। ভালোবাসার বিরহ নিয়ে লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লেগেছে। দিদি ঠিক বলেছেন ভালোবাসাগুলো মনকে যন্ত্রনা ও চঞ্চলতায় ভরিয়ে দেয় আবার কখনো হাজারো কল্পনায় ভাসায়।যাই হোক খুব সুন্দর লিখেছেন পড়ে ভালো লাগলো।ধন্যবাদ।

 last year 

সত্যি দিদি ভালবাসা অনেক সময় যন্ত্রণাময়। কিন্তু আপনি কার ভালবাসার যন্ত্রণায় এত সুন্দর করে কবিতা লেখে ফৈললেন। বেশ সুন্দর আপনার শব্দ চয়ন। বিশেষ করে নীচের শব্দগুলো তো অন্যরকম-

সকল যন্ত্রণারা চায় নির্বাসন
ভালোবাসারা চায় চিরমুক্তি
তোমার কঠিন হৃদয়ে নেই
নিষ্পাপ ফুলের কোনো অত্যুক্তি।

 last year 

খুবি সুন্দর কবিতা লিখেছেন, কবিতা পড়ে অনেক ভালো লেগেছে আমার। বিশেষ করে এই লাইন গুলো অসাধারণ ছিলো।

ভালোবাসার নির্মম পরিহাসে
দুঃখেরা পাড়ি দিয়েছে সমুদ্রে
আকাশের সঙ্গে আড়ি করে
তোমাতে বারেবারে যাই হেরে।

 last year 

বাহ! বাহ! বাহ! কি দারুন শব্দ চয়নে বিরহের কবিতা পড়ে তো একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আসলে মানুষ চেষ্টা করলে কি না পারে আমার বাংলা ব্লগ আমাদের অনেককে বিভিন্ন জায়গায় অনেক পারদর্শী করে তুলেছেন তার প্রমাণস্বরূপ আমি আপনাকেই দেখাতে চাই, কত চমৎকার ভাবে আপনি ভালোবাসা নিয়ে বিরহের একটি কবিতা লিখে ফেললেন সত্যি অসাধারণ। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

দিদি আপনি বরাবর খুব সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেন। আপনার আজকের কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম জাস্ট।কবিতার লাইনগুলো চমৎকার ছিল।একদম কবিতার নামের সাথে মিলে গিয়েছে লাইন গুলো।আপনার মনের ভাবনাগুলো কবিতার মাঝে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।ধন্যবাদ আপু সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62149.46
ETH 2438.84
USDT 1.00
SBD 2.68