"পরিস্থিতি" [আমার অনুভূতির মিশেলে] (10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।যাইহোক আজ আমি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো।মাঝে মাঝেই এলোমেলো অনুভূতিগুলো মনকে বড়ো ভাবিয়ে তোলে আর তাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালোই লাগে।সেটি হলো---"পরিস্থিতি"।

IMG_20220711_114815.jpg
সোর্স

পরিস্থিতি

পরিস্থিতি অর্থাৎ চারিপাশের অবস্থা বা পারিপার্শ্বিকতা।আর এই পারিপার্শ্বিকতাকে মেনে নিয়েই আমাদের সুন্দর জীবন।মানুষের জীবন আবর্তিত হয় এই চতুর্দিকের অবস্থা নিয়ে।যা সর্বদা এর সঙ্গে সম্পৃক্ত ।সবসময় মানুষ কোনো না কোনো পরিস্থিতির সম্মুখীন হয়।সেটা অনুকূল পরিস্থিতি আবার প্রতিকূল পরিস্থিতিও হতে পারে।তবে মানুষ পরিস্থিতির সম্মুখীন হঠাৎ করেই হয় কিন্তু আমার মতে আমরা ভালো পরিস্থিতির থেকে খারাপ অর্থাৎ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন বেশি হই।

●জীবন মানেই সমস্যা:

--
জীবন মানেই সমস্যা।সেটাও আবার একটা নয়,দুটি নয়,হাজার রকমের সমস্যা।এই সমস্যা আবার এক একটি পরিস্থিতির সৃষ্টি করে ।সমস্যাবিহীন জীবন খুঁজে পাওয়া মুশকিল।আর জীবনে যে যত সমস্যার মধ্যে দিয়ে পার করেছে সে ততই অভিজ্ঞতা অর্জন করেছে ও শিক্ষা লাভ করেছে।এই সমস্যা জটিল থেকে জটিলতর পরিস্থিতির সৃষ্টি করে।জীবনে চলার পথ কখনো সহজসাধ্য নয়,তবে পরিস্থিতির সামাল দেওয়ার মাধ্যমে সেটা অনেকখানি সহজ করে উপভোগ করা যায়।

IMG_20220711_115112.jpg
সোর্স

এক্ষেত্রে উদাহরণ হিসেবে আমরা গাছকে ধরতে পারি,যেখানে দেখা যায়---

একটি গাছ প্রাকৃতিকভাবে বৃদ্ধি পায় ,সে কতটা বৃদ্ধি পাবে সেটা সম্পর্কে আমরা অবগত নই।তবে একটা বেড়ে ওঠা গাছ মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে শুণ্যের উপর দাঁড়িয়ে থাকে।আর তার উপর দিয়ে প্রকৃতির ভালো-মন্দ সব আবহাওয়া বইয়ে যায়।তবু সে নুয়ে পড়ে না।প্রখর রোদ, প্রবল ঝড়-বৃষ্টি সব পরিস্থিতি উপেক্ষা করেও গাছেরা আনন্দের সহিত দাঁড়িয়ে থাকে।এক্ষেত্রে আমরা ও সব পরিস্থিতি হাসি মুখে মোকাবিলা করার সিদ্ধান্ত নিতেই পারি।

●পরিস্থিতির সামলানো:

--
আমরা অনেক সময় পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হই বা চিন্তা করে পাই না পরিস্থিতি কিভাবে সামাল দেব! তখন আমাদের মাথায় নানান উদ্ভট চিন্তার সৃষ্টি হয় এবং হতাশা বোধ করি।ফলে এর থেকে পরিস্থিতি সামাল দেওয়া আরো কষ্টকর হয়ে পড়ে।তবে যদি উতরানোর চেষ্টা করি তাহলে সেটি কিছুটা সুফলের পথ নির্দেশ করবে।তবে এখানেই আমাদের সিদ্ধান্ত নিতে ভুল হয়।আমাদের জীবনে যখন বিয়োগাত্মক পরিস্থিতি বা শোকাহত কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তখন সেটা থেকে মুক্তির উপায় খুঁজে থাকি।কিন্তু পরিস্থিতি থেকে কখনো পালানো যায় না, কোনো না কোনোভাবে ভালো খারাপ ভাবে পরিস্থিতির সন্নিকটে আসতে হয়।তাই যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করার বা সামাল দেওয়াই বুদ্ধিমানের কাজ।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা এলোমেলো অনুভূতিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

আসলে জীবনে অনেক সমস্যা রয়েছে। একটি সমস্যার সমাধান হতে না হতে আরেকটি সমস্যার তৈরি হয়ে যায়। জীবনটা মনে হয় সমস্যা ও সমাধান এর মাধ্যমে এগিয়ে যায়। আসলে জীবনে এত সমস্যা আছে বলেই জীবন এত সুখের সংগ্রামের।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

Thank you.💝

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68394.30
ETH 2644.71
USDT 1.00
SBD 2.69