"মাদুর কেনার গল্প"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিন্ন একটি গল্প নিয়ে।সেটি হলো"মাদুর কেনার গল্প"।

IMG_20220408_220709.jpg

পরশুদিনের কথা।

শেষ চৈত্রের তীব্র রোদে দুপুরবেলা তখন ঘরের বাইরে পা রাখা বড্ড কঠিন।যদিও ঝড়ো হাওয়া বইছে, তবুও আমরা তখন ঘরের বারান্দায় বিভিন্ন কাজে ব্যস্ত।ঠিক সেই সময় মাঝবয়সী একব্যক্তি আমাদের বাড়ির সামনে বাইকে করে এসে হেঁকে বললো -মাদুর নেবেন নাকি মাদুর-----
আমাদের ও মাদুরের প্রয়োজন ছিল, তাই দেখার প্রয়াস করলাম।
তারপর লোকটি বললো- মাদুর নিন আর না নিন আমাকে জল খাওয়ান।
তারপর বাড়ি থেকে 1 বোতল ঠান্ডা জল দিলুম লোকটিকে ,লোকটি জল খেয়ে তৃষ্ণা মেটালো।

IMG_20220408_220012.jpg

এরপর শুরু হলো মাদুর দেখাশোনা।
লোকটির বাইকে দুই প্রকারের মাদুর ছিল।কিন্তু এক প্রকার ছোট সাইজের যেগুলো লাল পাড় দিয়ে বাঁধা,আর অন্যগুলো বড়ো সাইজের মাদুর সেগুলো পাড় বাঁধা ছিল না।আমাদের বড়ো সাইজের মাদুরের দরকার ছিল।এই মাদুরগুলি প্লাস্টিকের নয়,পাতি দিয়ে বোনা।খুবই আরামদায়ক হয় এই মাদুরগুলি।যাইহোক লোকটি বড়ো মাদুর বাঁধন খুলে বের করে দেখাতে শুরু করলো।উল্টেপাল্টে দেখালো মাদুরগুলি, আমিও বাবা দেখছিলাম।কারণ বাড়িতে কিছু কেনার অনুভূতি অন্যরকম হয়ে থাকে।আমার ছোট মাদুরগুলি বেশ পছন্দ হলো তবে সেগুলো খুবই ছোট তাই নেওয়া হলো না।এরপর বাবা বড়ো 2 টি মাদুর পছন্দ করলেন।

IMG_20220408_220136.jpg

IMG_20220408_220106.jpg
শুরু হলো দর-কষাকষি।
আসলে যারা অলি-গলি ঘুরে ঘুরে বাড়িতে কোনো জিনিস বিক্রি করতে আসেন তারা একবারে অনেকটা দাম বলেন।একদম আকাশ ছোঁয়া দামের মতো,শেষমেশ ঠিক নিজে থেকেই কম দামে দিয়ে যান।যাইহোক প্রথমে একদম বাজারের মতো দাম বলেন।তাই অনেকেই দর-কষাকষি না করে সেই দাম দিয়ে নিয়ে থাকেন,ফলে তারা ঠকে যান।কিন্তু বাড়িতে কিছু কিনতে হলে অবশ্যই দাম যাচাই করে কেনা উচিত, তা নাহলে এটি ভারত বলে কথা।তাছাড়া বাড়িতে বসে জিনিস কেনার অভিজ্ঞতা আমার আগেও কয়েকটি আছে।সাধারণত আমরা সব জিনিস বাড়ি থেকে কিনি না।তবে এইসব জিনিস সব সময় বাজার -ঘাটে ও পাওয়া যায় না।এককথায় সব জায়গায় এই মাদুরের দেখা মেলে না, তাই বাড়ি থেকে কেনা।আমার তো বাড়িতে বসে জিনিস কিনতে ভালোই লাগে।যাইহোক লোকটি এক জোড়া বড়ো মাদুরের দাম বললেন-950 টাকা।
আর ছোট এক জোড়া মাদুরের দাম বললেন- 290 টাকা।
আমার বাবা ছোট মাদুর নেবেন না তাই বড়ো একজোড়া বড়োমাদুরের দাম 400 টাকা বলে দিলেন।সবশেষে মাঝামাঝি দাম রেখে আমরা 500 টাকায় একজোড়া বড়ো মাদুর কিনে ফেললাম।হয়তো আরো দরকষাকষি করলে আরো কমে হতো,তবুও রোদ গরমে এটাই ঠিক মনে হলো আমাদের।লোকটি খুশি মনে 500 টাকায় আমাদের মাদুর দু'খানা দিয়ে গেলেন।তবে আমার মনে হয় আমরা মাদুর কেনায় লাভ করেছিলাম।

IMG_20220407_140622.jpg

IMG_20220407_140948.jpg

মাদুর ধোওয়ার পালা।
লোকটি আমাদের মাদুর দিয়ে বললো পুকুরে ভিজাতে।মাদুর ভিজালে ভালো থাকে অনেকদিন পর্যন্ত।তাই তার কথা মতো মাদুর পুকুরে ভিজিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকাতে দিলুম।এটাই ছিল আমাদের মাদুর কেনার গল্প।

আশা করি আমার মাদুর কেনার গল্পটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

যারা বাসাবাড়িতে এরকম জিনিস নিয়ে হাজির হয় এরা দাম চায় আকাশচুম্বী। কিন্তু আবার এদের সাথে দরদাম করলে জিনিস কেনা যায়।
যাক দুইটা মাদুর ৫০০ টাকায় পেয়েছেন দেখে খুশি হলাম।
ভালো থাকুন দিদি।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া👍অসংখ্য ধন্যবাদ আপনাকে💐

 2 years ago 

আপনার গল্পটি পড়ে আমার খুবই ভাল লাগল কারণ এমনিতে আমি গল্প পড়তে ভালোবাসি। তার পরে বিষয়টি যেহেতু আপনার,তাই আরো উৎসাহ লাগলো। যার জন্য পড়ে ফেললাম।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, খুশি হলাম আপনার মন্তব্যে।

 2 years ago 

দারুন তো মাদুর গুলো । এই গরমের দিনে গাছের ছায়ায় মাদুর বিছিয়ে বেশ সময় কাটানো যায়। আমাদের এখানে প্লাস্টিকের তৈরী মাদুর পাওয়া যায়। তবে বেশ দাম। সত্যি বলতে যারা মাদুর বিক্রি করে তারাও রোদে পুরে বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে। ওদের দুটো পয়সা বেশী দিলে ক্ষতি নেই। মাদুর যে জলে ভিজালে ভালো থাকে এটা আজকে নতুন জানলাম । ভাল ছিল বর্ননা । ভাল থাকবেন বোন। শুভেচ্ছা।

 2 years ago 

আমাদের এখানে ও প্লাস্টিকের মাদুর পাওয়া যায়, কিন্তু আমরা পাতি দিয়ে বোনা মাদুরই ব্যবহার করি।অনেক ধন্যবাদ দাদা।আপনি ও ভালো থাকবেন।

 2 years ago 

এই গরমের দিনে মাদুর খুবিই জরুরী কেননা লোডশেডিং হলেই বাসার বাহির যেতে হয়। তাই মাদূর সাথে থাকলে আর কোন টেনশন থাকে না।আপনার মাদুর কেনার অভিজ্ঞতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।শুভ কামনা রইল

 2 years ago 

বাহ, দারুণ বলেছেন তো লোডশেডিং এর কথা।👍অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

মাদুর গুলো দেখতে খুবই সুন্দর। আমারে মাদুর গুলো অনেক ভাল লাগে। আর কিছু কেনার সময় অবশ্যই দাম কষাকষি করে কেনা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে এই মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলেই দিদি, কোনো জিনিস কিনতে হলে অবশ্যই দাম কষাকষি করেই কেনা উচিত। অনেক সময় বোকা লোক পেয়ে দোকানদার ডাবল দামও নিয়ে থাকেন।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া👍, অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই গরমের জন্য পারফেক্ট একটা জিনিস কিনলেন। মাদুর এখন অনেক বেশি প্রয়োজনীয়। আর যে কোন জিনিস কিনলে একটু দাম কষাকষি করে কেনা উচিত। তা না হলে যাওয়ার সম্ভাবনা আছে। মাদুর কিনার গল্প পড়ে ভালো লাগলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু,গরমের দিনে মাদুর খুবই আরামদায়ক।

 2 years ago 

আপনার মাদুর কেনার গল্পটি পড়ে বেশ ভালো লাগছে। আমার কাছে মনে হয় মাদুর দুইটি বেশ সস্তায় কিনেছেন। যদিও মাদুরের দাম সম্পর্কে আমার তেমন কোন আইডিয়া নেই। তবে আরো বেশ কয়েক বছর আগে আমাদের একটি মাদুর কেনা হয়েছিল যেটির দাম আরো অনেক বেশি ছিল।

 2 years ago 

আমার কাছে মনে হয় মাদুর দুইটি বেশ সস্তায় কিনেছেন।

ভাইয়া, সত্যি বলতে বাজারে এগুলো অনেক দাম।তাছাড়া বেশি পাওয়া ও যায় না সবসময়।হঠাৎ পেয়ে গেলাম,এইজন্যই বাড়ি থেকে কিনলুম।অনেক ধন্যবাদ আপনাকে,আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার মাদুর কেনার গল্পটি পড়লাম । গরমের দিনে কোন গাছের নিচে মাদুর গুলো পেতে বসে থাকলে আরাম পাওয়া যাবে । দাম কষাকষি করেই যে কোন জিনিস কেনা উচিত । আপনি গুছিয়ে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ! অনেকদিন পর দেখলাম দিদি বাশের বেতের বোনা মাদুর। ছোট বেলায় মাদুরে বসেই খাওয়া করতাম পরিবারের সবাই একসাথে। ৫০০ টাকা হলে ঠিকি আছে মাদুরের দাম। দর কষাকষি কিনাই ভালো হয়েছে মাদুর দুটি।

 2 years ago 

বাহ! অনেকদিন পর দেখলাম দিদি বাশের বেতের বোনা মাদুর।

ভাইয়া, এটি বাঁশের বেতের বোনা মাদুর নয়,তাহলে তো শক্ত হতো।আমাদের মাদুরগুলি পাতি দিয়ে বোনা, এটি নরম ও আরামদায়ক।অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33