আমার অনুভূতির মিশেলে: "আঘাত"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি ভিন্নধর্মী পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।হঠাৎ করেই একটি বিষয় আমার চিন্তায় আসলো।তাই সম্পূর্ণ আমার অনুভূতিতে লিখে ফেললাম আঘাত সম্পর্কে। আশা করি আমার অনুভূতিতে লেখা বিষয়টি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---

IMG_20221225_071210.jpg
সোর্স

আঘাত:

"আঘাত" যার অর্থ হলো দুঃখ ,ব্যথা।মানব জীবন দুঃখ-কষ্টের যেমন তেমনি সুখের অস্বীকার করার উপায় নেই।তবে আমি বাস্তব জীবনের খুব কাছ থেকে দেখেছি যারা সুখী তারা বরাবরই সুখী,যাদের আছে তাদের আরো চাই,যাদের নাই তাদের কোনো প্রাপ্তি নাই।অবশেষে আসি দুঃখের কথায়,যে দুঃখ ভোগ করে বা কষ্টে থাকে তার জীবনটা যেন সারাজীবন দুঃখে বা কষ্টেই কাটে।অনেকেই এতে দ্বিমত পোষণ করতে পারেন।কিন্তু আমি শুধুমাত্র আমার নিজ ধ্যান-ধারণা থেকে বলছি।

অনেক সময় মানুষ পরিকল্পনা অনুযায়ী কাউকে দুঃখ দেয় আবার কেউ না জেনে অজানায় দুঃখ দিয়ে ফেলে।অজানায় দুঃখ দিয়ে ফেলাটা হঠাৎ করেই হয়ে থাকে।কিন্তু পরিকল্পনা অনুযায়ী দুঃখ দেওয়াটা খুবই আকস্মিক নয়।আমাদের সমাজে দেখা যায় ,যে ব্যক্তি যাকে আঘাত করে একবার নয় বারবার।তবুও সে পরিকল্পনামাফিক আনন্দের সঙ্গে আঘাত করে ফলে সেই আঘাতের পরিমাণটা কখনো সে অনুধাবন করতে পারে না।আবার দেখা যায় ভবিষ্যতেও সে সেটা মনে রাখে না।কিন্তু যে ব্যক্তিকে আঘাত করা হয় সে সেই যন্ত্রনা বা আঘাতকে চিরদিন মনে রাখে।কারণ আঘাতের পরিমান বা মাত্রাটা তাকে বারবার ফেস করতে হয়েছে।সেই কঠিন পরিস্থিতির স্বীকার বা মুখোমুখি সেই ব্যক্তিকে বারবার হতে হয়েছে কিংবা খুব কাছ থেকে সেই কঠিন সময়কে সে দুমড়েমুচড়ে পার করেছে।সুতরাং সেটা মনে দাগ কাটার মতো একটি বিষয় হয়ে থেকেই যায়।

যদি পৃথিবীতে উভয়পক্ষ সমান চিন্তাধারার মানুষ হতো তাহলে আঘাতের পরিমাণটা কিছুটা কমতো এবং পৃথিবীটা অনেক সুন্দর হতো।কিন্তু দুঃখের বিষয় একেক মানুষের চিন্তাধারা একেক রকম এবং বর্তমানে খারাপ বা আঘাত দেওয়া মানুষের সংখ্যাটাই বেশি।তবে আঘাতের পরিমাণ হিসাব করে কেউ যদি কষ্ট দিত তাহলে ও মনে হয় এতটা কুৎসিত পরিস্থিতির সৃষ্টি হতো না।ভালো মানুষের কদর খুবই কম।আবার এটা ও ঠিক,যে ব্যক্তি সৎ পথে আঘাত বা কষ্টটাকে একতরফা সহ্য করে তার মনে এক আত্মিক শান্তি কাজ করে।কারন তার মনে কোনো অপরাধবোধ থাকে না ।কিন্তু যে ব্যক্তি অন্যকে দুঃখ দিয়ে আনন্দ পান সে কখনো মন থেকে সুখী হতে পারে না বলে আমার বিশ্বাস।

আশা করি আজকের ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

দারুন লিখেছেন।বেশ দার্শনিক ছিল পোস্ট টি।আঘাত নিয়ে আপনার "দর্শন" বেশ পরিষ্কার ভাবে তুলে ধরেছেন।তবে কেউ চিরসুখী নয়,নয় কেউ চির দুখী।এই পৃথিবীতে আপনি কাউকে আঘাত দিলে আপনাকেও পেতে হবে এটাই নিয়ম।আপনি যাদের চিরসুখী ভাবছেন তারা শুধু নিজের আঘাত টা কাউকে দেখায় না।ধন্যবাদ দিদি সুন্দর পোস্টটির জন্য।

 2 years ago 

ধন্যবাদ দাদা, আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।

 2 years ago 

আপনি খুবই ভালো লিখেছেন এই বিষয়টি। আপনার প্রত্যেকটি কথাই ঠিক। কথাটি কিন্তু ঠিকই বলেছেন অনেক সময় মানুষ পরিকল্পনা অনুযায়ী কাউকে দুঃখ দেয় আবার কেউ অজানায় দুঃখ দিয়ে যায়। এরকম ছোট ছোট পোস্ট বা গল্পের মাধ্যমে বাস্তবিক অনেক সত্যি কথা বা ঘটনা তুলে ধরা যায়। আপনার প্রত্যেকটি কথাই বাস্তবিক ছিল। যারা সামনে হয়তো অনেক সুখি দেখায় কিন্তু আপনি হয়তো জানেন না তার ভেতরটা পুড়ে চার কার হয়ে যাচ্ছে তার জীবনে অনেক বড় একটা আঘাত হানি হয়েছে। যাইহোক শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ভাইয়া, নিজ জীবনের অভিজ্ঞতা থেকে লিখলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলে আপনি একদম বাস্তব একটি বিষয় আমাদের মাঝে তুলে ধরেছেন। আর হ্যাঁ একটা কথা আপনি ঠিক বলেছেন যারা আঘাত সহ্য করে দেয় তাদের মনে কিন্তু কোন অপরাধবোধ কাজ করেনা। কিন্তু যারা আঘাত দেয় তাদের মনে অনেক সময় অপরাধবোধ কাজ করে। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলেই এক এক ধরনের চিন্তাভাবনা একেক রকম। এখন তো খারাপ বা আঘাত দেওয়া মানুষের সংখ্যাটাই বেশি। ঠিকই বলেছেন আপনি ভালো মানুষের কদর খুবই কম। এরকম বিষয় গুলো পড়তে একটু ভালো লাগে। অনেকেই আছে এরকম আঘাত সহ্য করতে শিখে গিয়েছে। কারণ তাদের প্রিয় মানুষরাই আঘাত করে তাদেরকে। আপনি প্রত্যেকটি লাইন খুবই ভালো লিখেছেন। আমরা কিন্তু এই আঘাত থেকে অনেক কিছুই জানতে এবং শিখতে পারি। কারণ আমাদের শত্রু আমাদেরকে আঘাত দিচ্ছে নাকি প্রিয় মানুষগুলো আঘাত দিচ্ছে তা আমরা জানতে পারি এই আঘাতের কারণেই। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক সুন্দর কথা বলেছেন আপু।আসলেই আঘাত থেকে অনেক শিক্ষা নেওয়া যায়।অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আঘাত শব্দটির সঠিক মর্মার্থ শুধু সেই বুঝবে যে আঘাত পেয়েছে। এই পৃথিবীতে সুখ এবং দুঃখ নিয়েই মানুষ জীবন অতিবাহিত করছে। সুখী মানুষরা আরো বেশি সুখ চাই ।তবে আমি মনে করি পৃথিবীতে চির সুখী কেউ নেই প্রত্যেকের কিছু না কিছু অভাব রয়েছে। তবে এটা ঠিক আছে যে যারা দুঃখে দিনাতিপাত করে তাদের মাঝে আঘাতের পরিমাণ বেশি।

 2 years ago 

আঘাত শব্দটির সঠিক মর্মার্থ শুধু সেই বুঝবে যে আঘাত পেয়েছে।

অনেক সুন্দর মন্তব্য করেছেন আপু,আমিও আপনার সঙ্গে একমত।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62613.64
ETH 2438.01
USDT 1.00
SBD 2.67