"রঙিন কাগজ দিয়ে ক্যাপসিকাম তৈরি"

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।

রঙিন কাগজ দিয়ে ক্যাপসিকাম তৈরি:

IMG_20230725_162122.jpg
অনেকদিন হলো রঙিন কাগজ দিয়ে কিছু তৈরি করা হয়নি।তাই ভাবলাম রঙিন কাগজ দিয়ে একটা diy তৈরি করবো।আজ বিকেল থেকেই বেশ জোরে বৃষ্টি শুরু হলো।তাই রঙিন কাগজ নিয়ে বসে পড়লাম।তাছাড়া যেকোনো diy তৈরি করতে আমার খুবই ভালো লাগে।যদিও সময়ের অভাবে তৈরি করা হয় না।আজ সেই ভালো লাগা থেকেই কাগজ দিয়ে ইউনিক একটি diy তৈরি করার চেষ্টা করলাম।আসলে ক্যাপসিকাম অনেক রংয়ের হয়ে থাকে,যেমন-(সবুজ,হলুদ, লাল রঙের)।তাই আজ আমি তৈরি করেছি হলুদ রঙের ক্যাপসিকাম।এটা দেখতে বেশ সহজ হলেও বেশ সময় লেগেছে আমার।যদিও রঙিন কাগজ দিয়ে তৈরি ক্যাপসিকামটি দেখতে বেশ আকর্ষণীয় হয়েছে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন diy টি তৈরি করা যাক---

উপকরণ:

◆রঙিন কাগজ(হলুদ ও ব্লু)
◆পেন্সিল
◆কেচি
◆আঠা

IMG_20230725_161128.jpg

প্রস্তুত-প্রণালি:

ধাপঃ 1

IMG_20230725_161147.jpg

প্রথমে হলুদ রঙের কাগজ নিয়ে একই সাইজের কাগজ চারকোনা করে চারটি কেটে নিলাম কেচির সাহায্যে।

ধাপঃ 2

IMG_20230725_161201.jpg

এখন চারকোনা একটি কাগজ নিয়ে নিলাম।

ধাপঃ 3

IMG_20230725_161232.jpg

এরপর একটি কাগজ নিয়ে মাঝবরাবর ভাঁজ করে নেব।

ধাপঃ 4

IMG_20230725_161245.jpg

এরপর একটি পেন্সিল দিয়ে ভাঁজ করা কাগজের উপর বেকিয়ে ক্যাপসিকামের মতো গঠনে একে নেব।

ধাপঃ 5

IMG_20230725_161304.jpg

এখন পেন্সিল দাগের উপর দিয়ে কেচি দিয়ে কেটে নেব।এভাবে বাকিগুলোও কেটে নেব একইভাবে।

ধাপঃ 6

IMG_20230725_161326.jpg

এবারে কাগজের ভাঁজটি খুলে নিলাম।

ধাপঃ 7

GridArt_20230725_161426777.jpg

এরপর আরেকটি চারকোনা কাগজ নিয়ে নিলাম।তারপর আগের কেটে নেওয়া কাগজের একপাশে আঠা লাগিয়ে চারকোনা কাগজের গায়ে আটকে নিলাম।এভাবে অপরপাশেও আটকে নেব আরেকটি কেটে নেওয়া কাগজ।

ধাপঃ 8

GridArt_20230725_161754658.jpg

এখন চারকোনা কাগজটি আটকে নেওয়া কাগজের মাপ করে কেটে নিলাম কেচির সাহায্য নিয়ে।

ধাপঃ 9

IMG_20230725_161848.jpg

এরপর বাকি দুটি কাগজও আটকে নিলাম।এখন হাত দিয়ে প্রত্যেকটি কাগজ আলাদা করে নিলাম।

ধাপঃ 10

IMG_20230725_161902.jpg

ক্যাপসিকামটি তৈরি করা হয়ে গেল, এখন বসিয়ে দিলাম।

ধাপঃ 11

IMG_20230725_162330.jpg

এখন ছোট্ট একটা ব্লু রঙের কাগজ কেটে নিয়ে গুটিয়ে নিলাম।

ধাপঃ 12

IMG_20230725_161923.jpg

তারপর আঠা নিয়ে আটকে নিয়ে কেচির সাহায্যে এক পাশের মাঝবরাবর অল্প কেটে নিলাম।

ধাপঃ 13

IMG_20230725_161939.jpg

এরপর কেটে নেওয়া ব্লু রঙের কাগজের গায়ে আঠা লাগিয়ে ক্যাপসিকামের উপরের দিকে আটকে দিলাম।

ধাপঃ 14

IMG_20230725_162047.jpg

এখন তৈরি করা হয়ে গেল ক্যাপসিকামের বোঁটা।

শেষ ধাপঃ

IMG_20230725_162022.jpg

তো তৈরি করা হয়ে গেল আমার "রঙিন কাগজ দিয়ে ক্যাপসিকাম"

ছবি উপস্থাপনা:

GridArt_20230725_162217920.jpg

IMG_20230725_162312.jpg

আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের ক্যাপসিকামের diy টি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 11 months ago (edited)

বাহ্ দিদি আপনি বেশ সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন। কাগজ দিয়ে তৈরি ক্যাপসিকাম দেখতে অসাধারণ লাগছে। ক্যাপসিকাম তৈরি পদ্ধতি এবং উপস্থাপন বেশ দুর্দান্ত হয়েছে দিদি।

 11 months ago 

ধন্যবাদ আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য দাদা।

 11 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিদি আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য।

 11 months ago 

😊

 11 months ago 

ওয়াও অনেক সুন্দর করে দেখছি রঙিন কাগজ ব্যবহার করে আপনি একটা ক্যাপসিকাম তৈরি করেছেন দিদি। আপনার তৈরি করা ক্যাপসিকাম দেখে আমি তো খুবই মুগ্ধ হয়েছি। অনেক বেশি সুন্দর হয়েছে আপনার তৈরি করা এই ক্যাপসিকাম। যদি সবুজ অথবা লাল কালারের রঙিন কাগজ দিয়ে এই ক্যাপসিকাম তৈরি করা হত তাহলে আরও বেশি ভালো লাগতো দেখতে। তবে এমনিতেই অনেক বেশি আকর্ষণীয় লাগছে।

 11 months ago 

আমার কাছে সবুজ ও লাল রঙের কাগজ ছিল না ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

আপনার আইডিয়া দারুন ছিল। কাগজ দিয়ে খুব সুন্দর একটি ক্যাপসিকাম তৈরি করেছেন। ক্যাপসিকাম টি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। এত সুন্দর একটি ক্যাপসিকাম তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 11 months ago 

আপনার কাছে ভালো লেগেছে diy টি জেনে ভালো লাগলো আপু।ধন্যবাদ আপনাকে।

 11 months ago 

বিশেষ করে সবুজ ক্যাপসিকামটাই বেশি দেখা যায়। কিন্তু লালা ও হলুদ রঙের ক্যাপসিকামগুলো দেখতে বেশি সুন্দর লাগে কারন ওইগুলো কম দেখা যায়। যাইহোক কাজটা সহজভাবেই তৈরি করা সম্ভব হবে কারন খুব সুন্দর ভাবে দেখিয়েছেন

 11 months ago 

কাজটা দেখতে সহজ হলেও বেশ সময়সাপেক্ষ আপু।ঠিকই বলেছেন সবুজ রঙের ক্যাপসিকাম বেশি দেখা যায়।

 11 months ago 

বৃষ্টির দিনে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করা কিংবা আর্ট করা আমার খুবই পছন্দের একটি কাজ। এই সময় গুলোতে কোন কিছু করতে ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে ক্যাপসিকাম তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। হলুদ রঙের ক্যাপসিকাম দেখতে অনেক সুন্দর লাগছে আপু।

 11 months ago 

ঠিক বলেছেন, বর্ষার দিনগুলোতে এগুলো করতে ভালো লাগে।ধন্যবাদ আপু।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 11 months ago 

Thank you so much💝.

 11 months ago 

আরে আপু আপনি তো রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ক্যাপসিকাম তৈরি করেছেন ।আমি প্রথম ভেবেছিলাম এটা সত্যিকারের একটি ক্যাপসিকাম। সত্যি ভিষণ সুন্দর লাগছে কালারটা বেশ সুন্দর ছিল ।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 11 months ago 

আপনার মতামত পড়ে অনুপ্রেরণা পেলাম, অনেক ধন্যবাদ আপু।

 11 months ago 

রঙিন কাগজ দিয়ে ক্যাপসিকাম তৈরি দেখে খুব ভালো লাগলো আপু। খুব চমৎকার হয়েছে আপনার রঙিন কাগজ দিয়ে ক্যাপসিকাম তৈরি।সুন্দর বর্ণনার মাধ্যমে এবং ধাপে ধাপে তুলে ধরাতে আরো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ।

 11 months ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

কাগজ দিয়ে এত সুন্দর করে ক্যাপসিকাম তৈরি করেছেন দেখে ভালো লেগেছে আমার কাছে। আমার তো ইচ্ছে করছে ক্যাপসিকাম টা এখানে নিয়ে এসে কেটে কিছু একটা তৈরি করে খেয়ে নিতে। আর যাই হোক এটা যদি খাওয়া যেত তাহলে আপনি নিজেই খেয়ে নিতেন। অনেক সুন্দর করে রঙিন কাগজ ব্যবহার করে এটা তৈরি করলেন আপনি। সব মিলিয়ে সম্পূর্ণটা জাস্ট অসাধারণ ছিল এটা কিন্তু বলতে হচ্ছে।

 11 months ago 

আমার তো ইচ্ছে করছে ক্যাপসিকাম টা এখানে নিয়ে এসে কেটে কিছু একটা তৈরি করে খেয়ে নিতে। আর যাই হোক এটা যদি খাওয়া যেত তাহলে আপনি নিজেই খেয়ে নিতেন।

আপু ঠিকই বলেছেন, আমি নিজেই কখন খেয়ে ফেলতাম।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66001.12
ETH 3485.03
USDT 1.00
SBD 3.15