"শপিং করতে রাজলক্ষ্মীতে" (পর্ব-3)

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো ও সুস্থ আছেন।আমি কয়েকদিন থেকে শারীরিকভাবে অসুস্থ।এখন একটু ভালো আছি কিন্তু তার উপরে আবার এক্সামের ব্যস্ততা। 7 দিন পর থেকেই ইন্টারনাল এক্সাম শুরু হবে আমার।সবমিলিয়ে বেশ চাপেই আছি।যাইহোক ব্যস্ততার মাঝেও পোষ্ট করতে চলে আসলাম।আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো রাজলক্ষ্মীতে গিয়ে কি কি শপিং করলাম সেটা নিয়ে।তো চলুন শুরু করা যাক---

শপিং করতে রাজলক্ষ্মীতে:

(পর্ব-3)

IMG-20230613-WA0011.jpg

বন্ধুরা,অনেকেই জানেন আমার কিছু ব্যক্তিগত প্রয়োজন মেটাতে কয়েকদিন আগে আমি চিরচেনা সেই বারাসাত শহরে গিয়েছিলাম।কিন্তু দুঃখের বিষয় সেখানে আমার একটি কাজ মিটলেও আসল কাজটি মেটেনি।যাইহোক আমরা রোদের মধ্যে পৌঁছে গেলাম রাজলক্ষ্মীতে।

11 টা বেজে যাওয়ায় দোকানটি খুলে গিয়েছিল।আসলে এই দোকানে শুধুমাত্র ছেলেদের জামা-প্যান্টসহ যাবতীয় পোশাক পাওয়া যায়।আর একটি সুবিধা হচ্ছে যেকোনো ধরনের মানুষের যেকোনো সাইজের জামা প্যান্ট এখানে খুব সুন্দরভাবে ফিট করে দেওয়া হয়।তো আমরা রাজলক্ষ্মীতে পৌঁছেই নিচের তলায় না গিয়ে সোজা উপরে দ্বিতীয় তলায় গেলাম।উপরে দ্বিতীয় তলায় আমরা সিঁড়ি বেয়ে পায়ে হেঁটেই গেলাম কারন লিফটে অনেক মানুষ ছিল।যাইহোক নিচের তলায় সমস্ত পোশাক উপরের দ্বিতীয় তলা থেকেই পাঠানো হয়।তাই দাদা বললো,দ্বিতীয় তলায় টি-শার্ট ভালো দেখা যাবে।

এমনিতেই রাজলক্ষ্মীতে চারশো টাকা থেকে শুরু করে খুবই ভালো মানের টি-শার্ট পাওয়া যায়।যেহেতু আমরা একজন দাদাকে গিফট দেব তাই আরো ভালো মানের টি-শার্ট দেখলাম।কিন্তু মুশকিল হলো কালার চয়েস করার ক্ষেত্রে।আমাদের ওই দাদার গায়ের রং শ্যামলা।তাই বুঝে উঠতে পারছিলাম না কোন রং তার গায়ে ম্যাচ করবে।তাছাড়া সে সঙ্গেও নেই আমাদের তাই দোকানদারদের পরামর্শ নিলাম কিছুটা।

IMG-20230613-WA0009.jpg

IMG-20230613-WA0010.jpg

প্রথমে আমরা বেশকিছু চেক টি-শার্ট দেখলাম।কিন্তু রং ঠিকভাবে পছন্দ হচ্ছিল না আমাদের।তারপর ভাবলাম এক কালারের টি-শার্ট গিফট করবো।কারন অনেকের বেশি কালার পছন্দ হয় না তাই কয়েকটি হালকা রঙের টি-শার্ট পছন্দ করলাম।শেষমেষ 569 টাকা দিয়ে একটি এক কালারের হালকা নীল রঙের টি-শার্ট নিয়ে নিলাম।আশা করি দাদাটির গায়ে বেশ মানাবে।দাদাটির শরীর যেহেতু ভারী তাই xxl সাইজের টি-শার্ট নিয়ে নিলাম।রং পছন্দ করতে অনেকটা সময় লেগে গিয়েছিল আমাদের।দোকানদাররা টি-শার্টটি নীচে পাঠিয়ে দিলেন। তাই আমরাও নীচে চলে আসলাম।

নীচ তলায় আসতেই দাদা বললো তার একটা জামা নেওয়া প্রয়োজন।তো শুরু হলো জামা দেখা ,কিছুক্ষণ দেখার পর পছন্দসই হচ্ছিল না।তাই দোকানের মালিক বললেন দ্বিতীয় তলায় যেতে।বাধ্য হয়ে আবারো দ্বিতীয় তলায় সিঁড়ি বেয়ে চলে গেলাম।অনেকক্ষণ ধরে নানান জামা দেখছি কালারগুলি আমার ঠিক পছন্দ হচ্ছিল না।কিন্তু যেহেতু দাদা পড়বে তাই আমি চুপ থাকলাম।

IMG_20230623_080118.jpg

IMG_20230623_080221.jpg

আসলে আমার দাদা তার সমস্ত পোশাক রাজলক্ষ্মী থেকেই কেনার চেষ্টা করে।যখন পূর্বে বারাসাত ছিল তখনও এইখান থেকেই কিনতো।আর এখন বিভিন্ন প্রয়োজন মেটাতে বারাসাত আসলে রাজলক্ষ্মী থেকেই কিনে নিয়ে যায় তার দরকারি পোশাক।এখানে নির্দিষ্ট দামে বেশ ভালো মানের পছন্দসই ছেলেদের জামা-প্যান্ট পাওয়া যায়।দাদা একটু পুরু টাইপের জামা পরতে ভালোবাসে।তাই xl সাইজের পুরু জামা দেখছিলাম আমরা।কিন্তু দোকানদার যে রংয়ের জামাগুলি বের করছিল সবই দাদার আগে ব্যবহার করা হয়ে গেছে।যাইহোক দাদা কয়েকটি জামা পছন্দ করলে সেগুলো নীচতলায় পাঠিয়ে দিল।

তারপর আবারো কিছুসময় নীচতলায় কয়েকটি জামা দেখে নিল দাদা।কিন্তু পছন্দ না হওয়াতে উপরের তলার পাঠানো জামাগুলি পড়ে চেক করে দেখলো রুমে গিয়ে।শেষমেষ এই জামাটি দাদার পছন্দ হলো। তারপর 712 টাকা দিয়ে কিনে ফেললো এই জামাটি।

IMG-20230613-WA0012.jpg

রাজলক্ষ্মী যেহেতু ফিক্সড প্রাইজের দোকান তাই দাম কমানোর কোনো সম্ভাবনা নেই ফলে এক দামেই কিনে ফেললাম টি-শার্ট ও জামাটি।এক হাজার টাকার উপর অর্থাৎ 1,281 টাকার কেনাকাটা করার জন্য একটি কাপড়ের ব্যাগ দিলেন আমাদেরকে।আর সেই ব্যাগ হাতে নিয়েই আমি একটি ছবি উঠলাম বাইরে এসে।তো এটাই ছিল আমাদের রাজলক্ষ্মী থেকে শপিং করার গল্প।বারাসাত থেকে কিভাবে বাড়ি ফিরলাম সেটা বলবো পরের পোষ্টে।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের পোষ্টটি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

💐💐ধন্যবাদ সকলকে💐💐

পোস্ট বিবরণ:

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসredmi note 10 pro max
ফটোগ্রাফার@green015
লোকেশনবারাসাত
Sort:  
 last year 

বারাসাতে প্রয়োজনীয় কাজ ছাড়তে এসে শপিং করলেন। শার্টের কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর কালারটা আমার পছন্দের কালার। ফিক্সড প্রাইজ এর দোকানগুলোতে কোন দামাদামির অপশন থাকে না। তবে সেখানকার জিনিসগুলো বেশ ভালো হয়। ধন্যবাদ দিদি রাজলক্ষ্মী শপিং মল থেকে কেনাকাটার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

 last year 

আপু উপরের নীল রঙের ওটা গেঞ্জি ছিল।যাইহোক আপনার কাছে শার্টটি পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে ও।

 last year 

আপনারা রাজলক্ষ্মী থেকে বেশ ভালোই কেনাকাটা করেছেন।আসলে একদরের দোকান গুলো থেকে জিনিস পত্র কিনতে অনেক ভালো লাগে। তবে এটা সত্যি কালার পছন্দ করা কষ্টের।যাইহোক অবশেষে পছন্দ মতো জিনিস কিনতে পেরেছেন জেনে অনেক ভালো লাগল। অপেক্ষায় থাকলাম পরবর্তী পোস্টের জন্য।

 last year 

ঠিকই বলেছেন ,আপু কালার পছন্দ করা কষ্টসাধ্য ব্যাপার।ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন শপিং করতে রাজলক্ষ্মীতে। ঈদ সামনে রেখে আপনি বেশ ভালোই কেনাকাটা করেছেন। একটি টি শার্ট ও একটি শার্ট কিনেছেন জেনে বেশ ভালো লাগলো। টি-শার্ট দাম নিয়েছিল ৫৬৯ টাকা। তারপরে আপনি শার্ট কিনেছিলেন ৭১২ টাকা দিয়ে। আরো কিছু কেনাকাটা করেছেন দেখে বেশ ভালো লাগলো।

 last year 

ভাইয়া, সামনে ঈদ সেটা তো জানতাম না।এমনিই প্রয়োজন ছিল তাই কিনে ফেললাম।ধন্যবাদ আপনাকে।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

Thank you so much💝.

 last year 

রাজলক্ষ্মীতে শপিং করতে গিয়ে সেখানে অনেক সুন্দর কেনাকাটা করেছেন এবং সেখানকার সুন্দর অনুভূতি এবং পরিস্থিতি আমাদের মাঝে খুব দারুণভাবে তুলে ধরেছেন আপনি। যা কিছু কেনাকাটা করেছেন তার ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন পাশাপাশি তার বর্ণনা। খুবই ভালো লাগলো আপনার এই সুন্দর শপিং মুহূর্ত দেখে।

 last year 

আপনার কাছে ভালো লেগেছে পোষ্টটি জেনে আমার ও ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62499.32
ETH 2450.41
USDT 1.00
SBD 2.66