"ভাবনাগুলিই ঘটনার বহিঃপ্রকাশ"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম একটি ভিন্নধর্মী ভাবনা নিয়ে আপনাদের মাঝে।আমার খুবই ভালো লাগে যেকোনো বিষয় নিয়ে লিখতে।মাঝে মাঝেই দার্শনিক চিন্তাগুলি আচমকা মাথায় এসে জড়ো হয়।জানি না তা কতটুকু ব্যাখ্যা করতে পারি আপনাদের কাছে।কিন্তু চেষ্টা করি মন থেকে উজাড় করে দেওয়ার ভাবনাগুলোকে।যাইহোক আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন শুরু করা যাক----

IMG_20230110_224440.jpg
সোর্স

ভাবনাগুলিই ঘটনার বহিঃপ্রকাশ:

সকল মানুষের মধ্যে এক আলাদা ভাবনার জগৎ রয়েছে।যেখানে সেই ভাবনাগুলোকে সঙ্গে নিয়েই সে বেঁচে থাকে এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে। সকল কষ্ট ,দুঃখ ,যন্ত্রনা ও ব্যথায় দূর করা সম্ভব নিজ ভাবনাকে যত্নের মাধ্যমে। শুধু প্রয়োজন নিজেই নিজেকে বোঝার ও সময় দেওয়ার।ভাবনাগুলো আমাদের মস্তিষ্ক থেকে অন্তরে এসে বাসা বাঁধে।আর সেই অন্তর ভেদ করে বাস্তবে রূপান্তর করাকেই ঘটনা বলে আমার কাছে মনে হয়।আমরা আমাদের ভাবনাগুলোকে অনেকসময় ভাগ্যের উপর ছেড়ে দিই।এছাড়া এটা গুলিয়ে ফেলি যে,ভাগ্য কর্মের উপর নির্ভর করে নাকি কর্ম ভাগ্যের উপর!

●তুমি যেটা ভাববে তোমার সঙ্গে সেটাই ঘটবে---

যখনই আমরা এই ভাবনাগুলো করি তখনই আমরা আমাদের নিজের উপর থেকে বিশ্বাস হারাতে শুরু করি।পৃথিবীর সকল সফল ব্যক্তিরা তাদের নিজ কর্মের মাধ্যমে তাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করেছেন বা পরিবর্তন করেছেন।নিজের ভবিষ্যতকে আরো উজ্জ্বলতর করে তুলতে সক্ষম হয়েছেন।কিন্তু অসফল ব্যক্তিরা কর্মের উপর নির্ভরশীল না হয়ে নিজের ভাগ্যের উপর নির্ভর করে।তাদের চিন্তাধারা সবসময় বিনা পরিশ্রম বা অলসভাবে সময় কাটানোর মধ্যে নিহিত থাকে।ফলে তাদের ভবিষ্যৎ অন্ধকারে ছেয়ে যায় এবং কোনো কাজে অসফল হলেই ভাগ্য বা বিধাতার লেখনের দোষারোপ দিয়েই অতিবাহিত করেন।সুতরাং তাদের মস্তিষ্ক যেমন ভাবনায় সমাদৃত তেমনি তাদের সঙ্গে ঘটনাগুলো ও প্রবাহিত। অর্থাৎ মানুষ তার কর্ম দিয়ে নিজ ভাগ্যের চাকা যেভাবে ঘুরাবে ভাগ্যও ঠিক তেমনিভাবে ঘুরবে।

(সেজন্য আমাদের সকলের উচিত কর্মের উপর নির্ভরশীল হয়ে ভাগ্যকে বদলানো। শুধু প্রয়োজন নিজের ইচ্ছেগুলোকে বা ভাবনাগুলোকে সযত্নে লালন করা।)

আশা করি আমার আজকের লেখা ভাবনাগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

জি আপু আপনি ঠিক বলেছেন, আমাদের কর্মের উপর নির্ভর করে ভাগ্য বদলানো উচিত।
আর সত্যিই আমরা যা কল্পনা করি আমাদের বাস্তব জীবনে সেটাই ঘটে যায়। তাই আমাদের চিন্তা শক্তিকেও সব সময় ইতিবাচক করে তুলতে হবে। একমাত্র ইতিবাচক চিন্তাভাবনা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। ধন্যবাদ দিদি চমৎকার একটি পোস্ট আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন দিদি ৷ আসলেই কর্মই ভাগ্যে ৷ কর্মের মাধ্যমে নিজের ভাগ্যকে নিয়ন্ত্রণ বা পরিবর্তন করা সম্ভব ৷ যারা কেবল ভাগ্যের দিকে তাকিয়ে থাকে তারাই অসফল ৷ যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু কথা শেযার করার জন্য ৷ পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ৷

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, সময় নিয়ে ব্লগটি পড়ার জন্য।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন সকল মানুষের মধ্যে এক আলাদা ভাবনার জগতে রয়েছে। আসলে অনেক অসফল ব্যক্তি আছেন যারা নিজের কর্মের উপর না তাদের ভাগ্যের উপর নির্ভরশীল করে। তারা সবসময় অসফল ভাবেই সময় কাটাতে চাই। যাইহোক আপনার গল্পটি পড়ে ভীষণ ভালো লাগলো। এরকম গল্প গুলোর মাধ্যমে আমরা অনেক কিছুই শিখতে এবং জানতে পারি। ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য,ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার কাছে কিন্তু সর্বপ্রথম আপনার এই পোস্টের টাইটেল বেশি ভালো লেগেছে। ঠিকই ভাবনাগুলোই ঘটনার বহিঃপ্রকাশ। সত্যি আমরা যখন নিজেদের উপর থেকে বিশ্বাস হারাতে শুরু করি তখনই ভাবনাগুলো ভাবতে শুরু করি। আপনার প্রত্যেকটি কোথাই খুবই গুরুত্বপূর্ণ। বেশ ভালো লিখেছেন। পড়ে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই ভীষণ অনুপ্রেরণা পাই ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59972.21
ETH 2389.55
USDT 1.00
SBD 2.42