"এলোমেলো কিছু ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগlast year (edited)

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম একটি ভিন্নধর্মী ফটোগ্রাফী ব্লগ নিয়ে আপনাদের মাঝে। অনেকদিন হলো কোনো ফটোগ্রাফি পোষ্ট করা হয়নি।তাই আজ আমি শেয়ার করবো এলোমেলো কিছু ফটোগ্রাফি।এই ফটোগ্রাফির মাধ্যমে বেশ কিছু সম্পূর্ণ ভিন্নধর্মী ছবি উপস্থাপন করা হয়েছে।আর আমার নতুন কিছু চোখে পড়লেই ফটোগ্রাফি করে ফেলি সেটার। এই ধরনের ফটোগ্রাফি করতে আমার নিজেরও অনেক ভালো লাগে।



আমরা প্রত্যেকেই তো সদ্য ফোঁটা তাজা ও সতেজ ফুলের ছবি তুলতে পছন্দ করি।কিন্তু কখনো কি শুকনো ফুলের ছবি তোলার ইচ্ছে প্রকাশ করি!হয়তো শুকনো ফুলের কথা ভাবিই না আমরা কিংবা দেখেও দেখি না।তাই আজ আমি একটু ভিন্ন ধরনের ছবি সংগ্রহ করে পোষ্ট করার চেষ্টা করেছি।তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----

আলোকচিত্র: ০১

IMG_20230712_104841.jpg

এটা একটি শুকনো বেলি ফুলের ফটোগ্রাফি।এই ফুলটি শুকনো অবস্থায় গাছে ছিল এবং দেখতে অনেকটাই সুন্দর লাগছিল।আসলে যখন আমি এই ফুলের ছবি তুলি তখন ভাবলাম যে,ফুল শুকিয়ে গেলেই তার সৌন্দর্য নষ্ট হয়ে যায় না।

আলোকচিত্র: ০২

IMG_20230712_104808.jpg

এটি একটি শুকনো গন্ধরাজ ফুল।এখনো সদ্য ফোটা ফুলের মতোই গাছে রয়েছে।শুধু যেন সুগন্ধ মলিন হয়ে রঙের পরিবর্তন ঘটেছে।একটি শুকনো ফুল কতটা দৃষ্টি আকর্ষণীয় হতে পারে তা হয়তো জীবনের প্রথম এই শুকনো ফুলের ছবিগুলি তুলতে গিয়ে বুঝলাম।

আলোকচিত্র: ০৩

IMG_20230714_225458.jpg

IMG_20230714_225519.jpg

অনেকেই ভাবছেন, এই ফলটি আবার কি ফল!আসলে এটি বেলি ফুলের ফল।আর আমি এই ফলটি প্রথম দেখলাম ও জানলাম।কাঁচা অবস্থায় এই বেলি ফলের গাঁয়ের রং সবুজ এবং পাকা অবস্থায় কালো রঙের হয়ে যায়।তাই ঝটপট ছবি তুলে নিলাম।

আলোকচিত্র: ০৪

IMG_20230712_104925.jpg

এটা রজনীগন্ধা ফুল গাছের ছবি।এই ফুল গাছের মূল রসুনের মতো অংশ থাকে।তাই আলাদা আলাদাভাবে লাগানো যায়।আর একটি গাছের গোড়া থেকে অনেক চারা বের হয়।তাছাড়া গাছগুলো দেখতে ও ভালো লাগে।

আলোকচিত্র: ০৫

IMG_20230714_225258.jpg

IMG_20230714_225100.jpg

এই ছবিতে অনেকগুলো সারস পাখি রয়েছে।এই পাখিগুলো আমাদের এখানে মাঠে খুবই দেখা যায়।মনে হয় এক একটি বড় জাতের ভারী হাঁস।এই পাখিগুলোকে কেউ কেউ বকও বলে।এই সারস পাখিগুলো মাঠ থেকে কাঁকড়া,শামুক জাতীয় খাবার সংগ্রহ করে খায়।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এলোমেলো ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

💐💐ধন্যবাদ সকলকে💐💐

পোস্ট বিবরণ:

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান
Sort:  
 last year 

দিদি আপনার প্রতিটি আলোকচিত্রই অনেক বেশি সুন্দর হয়েছে। আপনার আলোকচিত্র গুলো এলোমেলো হলেও উপস্থাপনা অনেক ভালো লেগেছে আমার কাছে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ দাদা।

 last year 

আপু আপনি একদম ঠিক কথা বলেছেন। আমরা সব সময় সতেজ ও সুন্দর ফুলের ফটোগ্রাফি করি। কিন্তু এরকম শুকনো ফুলের ফটোগ্রাফি চিন্তাও করতে পারে না। তবে আপনার শুকনো ফুলের ফটোগ্রাফি গুলো কিন্তু সত্যিই অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।♥♥

 last year 

আপনার উৎসাহমূলক মন্তব্য পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ আপু।💝

 last year 

দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দিদি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে সারস ফুলের ফটোগ্রাফি এবং শুকনো বেলি ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 last year 

ভাইয়া ,আপনার একটু মিসটেক হয়েছে।মনে হয় আপনি সারস পাখি লিখতে চেয়েছিলেন।ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু আপনি এলোমেলো কিছু ফটোগ্রাফি করেছেন আপনার ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লেগেছে। আপনার তোলা ফটোগ্রাফির মধ্যে প্রত্যেকটা ফটোগ্রাফি ভালো লেগেছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সারস পাখির ফটোগ্রাফিটি। এই পাখি মাঠে-ঘাটে অনেক দেখা যায়। সাধারণত পাখির থেকেও এ পাখিটি অনেক বড়। সবকিছু মিলে চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

একেবারেই ঠিক বলেছেন ভাইয়া, এই পাখিগুলো অনেকটা বড় হয়।এমনকি একটি বড় জাতের হাঁসের সঙ্গে তুলনা করা যেতে পারে, ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার ফটোগ্রাফির বিষয়গুলো একটু সবসময় ব্যতিক্রম হয়ে থাকে। আর আজকের ফটোগ্রাফি গুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে বেলী ফুলের ফল এবং জমিতে সারস পাখি সহ সবুজের সমরহ।এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি।

 last year 

চেষ্টা করি আপু,সবসময় ব্যতিক্রম কিছু করার জন্য।ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আপু আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। আসলে আপু ফুল তো ফুলই সত্যি শুকনো ফুলের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। বেলি ফলের ফটোগ্রাফি দেখতে অনেক ভালো লেগেছে আপু।আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ঠিক বলেছেন আপু,যে ফুলই হোক না কেন তার সঙ্গে কিছু তুলনা করা যায় না।ধন্যবাদ আপু।

 last year 

এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে সত্যি মুগ্ধ হলাম। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

এলোমেলো কিছু ফটোগ্রাফি দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার কাছে শুকনো বেলি ফুলের ফটোগ্রাফিটি খুবই ভালো। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার কাছে আমার ফটোগ্রাফিগুলি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু আপনি ঠিকই বলেছেন, আমরা সব সময় সতেজ ও তরতাজা ফুলের ফটোগ্রাফি করার চেষ্টা করি। তবে কখনো শুকনো ফুলের ফটোগ্রাফি করার কথা চিন্তাও করি না। কিন্তু এই শুকনো ফুল একটা সময় সতেজ ও তরতাজা ছিল এবং তার সৌন্দর্য সর্বদাই ছড়িয়েছিল। আর এখন সেই ফুল বয়সের ভারে শুকিয়ে মলিন হয়ে গেছে তাই হয়তো আমরা কখনোই সেই শুকনো ফুলের দিকে ঘুরেও তাকাই না। এটি সত্যিই খুব কষ্টদায়ক, সতেজ ও তরজা ফুলের মূল্যায়ন করি অথচ শুকনো ফুলের নয়। এমনটা কিন্তু মানুষের ক্ষেত্রেও হয়ে থাকে, যেমন যুবক বয়সে মানুষ কে সবাই মূল্যায়ন করে, বুড়ো হয়ে গেলে আর তেমনটা মূল্যায়ন করা হয় না ঠিক সেরকম আরকি। ধন্যবাদ আপু, আপনার সুন্দর ফটোগ্রাফির জন্য।

 last year 

অনেক গুরুত্বপূর্ণ ও গঠনমূলক মতামত তুলে ধরেছেন ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58097.21
ETH 2581.79
USDT 1.00
SBD 2.41