"কয়েকটি ফুলের ফটোগ্রাফি"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম একটি ভিন্নধর্মী ফটোগ্রাফী ব্লগ নিয়ে আপনাদের মাঝে।সব ফুলগুলির সৌন্দর্য্য আমার কাছে যেন নতুন রূপে ধরা দেয় বারবার।আমি এই ফুলের ফটোগ্রাফিগুলি সংগ্রহ করেছি আমাদের কলেজের ঠিক পাশেই বর্ধমান ইউনিভার্সিটির একটি শাখা থেকে।আসলে সেখানের পরিবেশটি খুবই সুন্দর তাই মাঝে মাঝেই ঘুরতে যাওয়া হয় সেখানে।প্রত্যেকটি ফুল বেশ আকর্ষণীয় দেখতে।যাইহোক তো চলুন দেখে নেওয়া যাক----

কয়েকটি ফুলের ফটোগ্রাফি:

প্যান্সি ফুল

IMG_20230314_210253.jpg
লোকেশন

◆এই ফুলটির নাম প্যান্সি ফুল।এই ফুলকে কেউ কেউ আবার পেন্সি,প্যানজি ফুলও বলে থাকেন।এই ফুলের বিশেষত্ব হল- ফুলের মধ্যে এমন রঙের বাহারে অঙ্কিত থাকে যে মনে হয় এক একটি সুন্দর প্রজাপতি পাখা মেলে বসে আছে।তবে ফুলগুলি দেখতে এতটাই আকর্ষণীয় যে মন ছুঁয়ে যায়।আর বিভিন্ন রঙের সমন্বয়ে গঠিত হয় এক একটি ফুল।যেমন- নীল ,হলুদ ,সাদা,বেগুনি, লাল,খয়েরী ইত্যাদি রঙের।এই ফুলের পাপড়ি থরে থরে সাজানো থাকে। এই ছবিটি দেখে মনে হচ্ছে অনেক রঙ্গিন প্রজাপতির মেলা বসেছে।

সংকর ডালিয়া ফুল

IMG-20230314-WA0007.jpg
লোকেশন

◆সবার পরিচিত ও প্রিয় একটি ফুল ডালিয়া।এটি কাঁচা হলুদ ও সাদা রঙের একটি সংকর প্রজাতির ডালিয়া ফুল।কাঁচা হলুদ রং আমার খুবই ভালো লাগে।ডালিয়া ফুল বহুবর্ষজীবি।এই ফুল গাছ একবার লাগালে ফুলের কুন্দমূল থেকে প্রতিবছর নতুন ফুল গাছ বের হয়।ফুলের কুন্দমূল দেখতে কিছুটা আলুর মতো হয়।তবে ডালিয়া ফুল সময়ের সঙ্গে সঙ্গে কালার পরিবর্তন হয়। ফুলগুলি সাধারণত চন্দ্রমল্লিকা ফুলের মতো হয় তবে আকারে বেশ বড়ো সাইজের।ফুলগুলি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে সূর্যমুখী ফুলের ন্যায়। ফুলের পাপড়িগুলো খুবই আকর্ষণীয় দেখতে লাগে।

অজানা ফুল

IMG-20230314-WA0006.jpg
লোকেশন

◆আমার কাছে এই ফুলটি অজানা।তবে এই ফুলটি দেখতে অনেকটা সিম ফুলের মতো এবং একটি থোকা জাতীয় ফুল।যেখানে অনেক কয়টি ফুল গুচ্ছাকারে সজ্জিত থাকে।যেটা দেখতে খুবই ভালো লাগে।

কালেন্ডুলা ফুল

IMG-20230314-WA0009.jpg
লোকেশন

◆এগুলো হলো কালেন্ডুলা ফুল।এটি ডেইজি পরিবারের একটি উদ্ভিদ।এই ফুলকে অনেকেই গাঁদা ফুলের সঙ্গে তুলনা করেন ।তবে আমার কাছে এটি মিনি সূর্যমুখী ফুলের মতোই দেখতে লাগে।এটার ও অনেক রং রয়েছে যেটি বাগানকে সৌন্দর্যময় করে তোলে।

পিটুনিয়া ফুল

IMG-20230314-WA0005.jpg
লোকেশন

◆এই ফুলগুলির নাম পিটুনিয়া।একই প্রজাতির বিভিন্ন রঙের ফুল রয়েছে।এখানে সাদা ও বেগুনি রঙের মিশেল ও সাদা ও লাল রঙের মিশেলের কয়েকটি ফুল রয়েছে। এগুলো সংকর প্রজাতির হয়ে থাকে।যেকোনো রঙের সঙ্গে সাদা রঙের কম্বিনেশন লক্ষ্য করা যায় খুববেশী।গাছজুড়ে অনেক ফুল ফুটতে দেখা যায় বসন্তের এই সময়ে।দেখে চোখ জুড়িয়ে যায় ও ফুলগুলি বেশ চমকপ্রদ।

কসমস ফুল

IMG-20230314-WA0004.jpg
লোকেশন

◆এটি একটি সুন্দর দেখতে কসমস ফুল।যেটাএক রঙের হলেও ভিতরে আরো দুই ধরনের রঙের সমাহার রয়েছে।কসমস ফুল সূর্যালোকে ফুটে থাকে। কসমস গাছের পাতাগুলি কুচি কুচি চিকন আকারের হয়ে থাকে।যদিও ছবিটি একটু ঝলসে গিয়েছে।বিভিন্ন রং ও প্রজাতির কসমস ফুল রয়েছে। ফুটন্ত কসমস ফুলে হালকা সুগন্ধ রয়েছে।যেটি কসমস ফুলের সৌন্দর্যে প্রজাপতি ও কীটপতঙ্গকে সহজেই আকৃষ্ট করে।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: redmi note 10 pro max

অভিবাদন্তে: @green015

Sort:  
 last year 

আপনার এই ফোটোগ্রাফিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আসলে ওই অজানা ফুলটির নাম আমিও জানি না। এর ভিতর ডালিয়া ফুল আমার খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এই সুন্দর সুন্দর ছবিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ডালিয়া আপনার পছন্দের ফুল জেনে খুশি হলাম দাদা,ধন্যবাদ ও স্বাগতম আপনাকে।💐

 last year 

আপনি খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্যান্সি ফুলগুলো দেখতে দারুন লাগছে, কয়েকটি রঙের ফুল একসাথে। সাদা এবং হলুদের মিশ্রণে ডালিয়া ফুল আমি আগে দেখিনি, খুব সুন্দর লাগছে দেখতে। আপনার শেয়ার করা বাকি ফুলগুলোও খুব সুন্দরভাবে ক্যামেরাবন্দী করেছেন। ধন্যবাদ দিদি।

 last year 

সংকর প্রজাতির ডালিয়া ফুল দেখতে অনেক ভালো লাগে, ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামতের জন্য।

 last year 

মনটা একেবারে ভরে গেল আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে। বিভিন্ন ফুলের ফটোগ্রাফি দেখলে ভীষণ ভালোই লাগে।প্রত্যেকটা ফুলের মধ্যে অন্যরকম একটা সৌন্দর্যতা লুকিয়ে থাকে যা ফটোগ্রাফির মাধ্যমে ফুটে উঠে।আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর ভাবে করেছেন এবং বর্ণনা সহকারে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো।

 last year 

আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে খুশি হলাম, ধন্যবাদ আপু।

 last year 

আপনার ফুলের ফটোগ্রাফি গুলা দেখে সকালটাই আমার ফুলে ফুলে ভরে গেল মনে হচ্ছে।। অনেক ভালো লাগলো এমন সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখে বিশেষ করে প্রথম ফুলের ফটোগ্রাফিটি অসাধারণ ছিল এই ফুলগুলোকে আমরা প্রজাপতি ফুল নামে জানি।।
সব মিলিয়ে সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 last year 

পেন্সি ফুলগুলো প্রজাপতির মতোই দেখতে, ধন্যবাদ ভাইয়া।

 last year 

সুন্দর সুন্দর কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ডালিয়া ফুল গুলো আমার কাছে সব সময়ই ভালো লাগে। দিদি আপনি তো চমৎকার ফটোগ্রাফি করেন। ধন্যবাদ আপনাকে

 last year 

ধন্যবাদ আপনাকে ও।

 last year 

আপনি তো দুর্দান্ত কিছু ফুলের ফটোগ্রাফি করলেন। একটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগলো। বিশেষ করে এরকম সুন্দর ফুলের ফটোগ্রাফি আমার নিজের কাছেও বেশি ভালো লাগে। আমি নিজেও চেষ্টা করি মাঝেমধ্যে ফুলের ফটোগ্রাফি করার জন্য। আজকে আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক। এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো, যদিও অসম্পূর্ণ ছিল।ধন্যবাদ আপু।

 last year 

দিদি আপনার কলেজের পাশে বর্তমান ইউনিভার্সিটির একটি শাখা থেকে খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন ।ইউনিভার্সিটিসহ স্কুল-কলেজের কোন জায়গায় যদি এমন সুন্দর ফুলের বাগান থাকে তাহলে তার পরিবেশ অন্যরকম হয়ে যায়। আমার কাছে প্রথম ফুল সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই ফুল এর আগে দেখা হয়নি। আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেয়ে খুব ইউনিক লেগেছে ।এছাড়া বাকি ফুলগুলোর ফটোগ্রাফিও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ দিদি কিছু সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন আপু,ফুলের জন্য সেখানকার পরিবেশ অনেকখানি পরিবর্তন হয়ে যায়।ধন্যবাদ আপনাকে।

 last year 

সবগুলো ফুলে আমার অপরিচিত মনে হচ্ছে। ডালিয়া ফুলটিও ভিন্নধর্মী বা ভিন্ন বর্ণের। আর হলুদ রঙের কসমস ফুল দেখেছি বেগুনি রংয়েরটা দেখিনি। আর অজানা ফুলটির নাম হচ্ছে ক্লোভেনলিপ টোডফ্ল্যাক্স। গুগল থেকে পেয়েছি।

 last year 

এটা পিঙ্ক রংয়ের কসমস ফুল ।অজানা ফুলটির নাম জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 last year 

খুবি সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমার অনেক ভালো লেগেছে, শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.30
TRX 0.12
JST 0.032
BTC 57592.54
ETH 2911.85
USDT 1.00
SBD 3.67