"নদী ও ফুলের আলোকচিত্র"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম একটি ভিন্নধর্মী ফটোগ্রাফী ব্লগ নিয়ে আপনাদের মাঝে। অনেকদিন হলো কোনো ফটোগ্রাফি পোষ্ট করা হয়নি।তাই আজ আমি শেয়ার করবো নদী ও ফুলের কিছু ফটোগ্রাফি।আর নদী ও ফুলের ফটোগ্রাফি আমরা সকলেই পছন্দ করি।এই ধরনের ফটোগ্রাফি করতে আমার নিজেরও অনেক ভালো লাগে।যাইহোক তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----

আলোকচিত্র: ০১

IMG-20230613-WA0015.jpg

এটা হচ্ছে মনিরামপুর ফেরিঘাট।এই ঘাটটি হুগলির শেওড়াফুলি ঘাটের ঠিক অপর প্রান্তে অবস্থিত।অর্থাৎ শেওরাফুলি ঘাটের মানুষ খেয়া পার হয়ে মনিরামপুর ঘাটে এসে নামে।আর মনিরামপুর ঘাটের মানুষ খেয়া পার হয়ে শেওরাফুলি ঘাটে।এভাবেই নদী যাতায়াত করে মানুষ।তবে মনিরামপুরের এই ঘাটের সিঁড়িটা নতুন তৈরি করা হয়েছে।যেখানে এখনো সচরাচর চলাচল করা শুরু হয়নি।আমরা পুরোনো ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে ছবিটি তুলে নিয়েছি।

আলোকচিত্র: ০২

IMG-20230613-WA0016.jpg

রোদ্রের মধ্যে বোট থেকে মানুষ উঠানামা করছে।শেওরাফুলির ফেরিঘাট থেকে বোটটি মনিরামপুর ঘাটে এসে ভিড়েছে।আসলে একটি বোটে অনেক মানুষের ভিড় হয় ,তার উপরে আবার বাইকের জায়গা করাও থাকে।সেখানে অবশ্য ছাউনি থাকে না।

আলোকচিত্র: ০৩

IMG-20230613-WA0004.jpg

এটা গঙ্গা নদী বয়ে যাচ্ছে।যেহেতু এটি হুগলি জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তাই এই গঙ্গা নদীকে হুগলি নদী নামেও ডাকা হয়।নদীর ওপারে হুগলি জেলার বিভিন্ন স্থান দেখা যাচ্ছে।জলের উপর একটি খাম্বার ভাঙা মাথা দেখা যাচ্ছে।

আলোকচিত্র: ০৪

IMG-20230613-WA0006.jpg

গঙ্গা নদীতে তেমন কিনারা নেই আর চর ও দেখা যায় না।তার মধ্যে ও এক ব্যক্তি খাপ জাল বাইছে।দেখলাম গোল করে জাল খাপ দিয়েছে লোকটি।জাল তুলতেই একটি মাছ জালে ঠিকভাবে না আটকে আবার জলে পড়ে গেল।সম্ভবত পার্শে মাছ ছিল সেটা।কিন্তু মজার ব্যাপার হলো অনেক পলিথিনের প্যাকেটে জাল ঘিরে পড়েছিল।

আলোকচিত্র: ০৫

IMG_20230621_132247.jpg

এটা হলো কাগজ ফুল।এই ফুল দেখতে খুবই সুন্দর হলে ও এর কোনো সুগন্ধ নেই।এর অপর নাম বাগান বিলাস।বাগান সাজাতে অপরিহার্য ভূমিকা পালন করে কাগজ ফুল।এই ফুল অনেক রং ও প্রজাতির হয়ে থাকে।এই সাদা কাগজ ফুলের ছবিটিও আমাদের কলেজ থেকে সংগৃহীত।

আলোকচিত্র: ০৬

IMG_20230621_132301.jpg

এটি একটি কচু পাতাবাহারের ছবি।সবুজ রঙের পাতার মাঝে লাল ও গোলাপি রঙের সমন্বয় রয়েছে।এই রঙিন পাতাবাহারগুলি দেখতে অনেক সুন্দর লাগে।আজ যখন কলেজ গিয়েছিলাম তখন রানিং অবস্থায় তুলেছিলাম।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের নদী ও ফুলের ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

💐💐ধন্যবাদ সকলকে💐💐

পোস্ট বিবরণ:

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসredmi note 10 pro max,poco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনহুগলি,বর্ধমান
Sort:  
 last year 

অসাধারণ আলোচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন প্রত্যেকটা আলোচিত্র খুবই ভালো লাগলো। আমিও সময় পেলেই ভালো সময় অতিবাহিত করার জন্য নদীর পাড়ে চলে যাই।
মাঝে মাঝে ফ্রেমবন্দি করে আপনাদের সাথে উপস্থাপনা করি।

 last year 

হ্যাঁ,আপনার তোলা নদীর ফটোগ্রাফিও সুন্দর হয় ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

Thank you so much💝.

 last year 

বাহ! দেখে তো বেশ ভালো লেগেছে আপনি নদীর অনেক সুন্দর সুন্দর দৃশ্য ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করেছেন। আমার কাছে নদী অনেক ভালো লাগে তাছাড়া প্রাকৃতিক দৃশ্য অনেক ভালো লাগে। বেশ সুন্দর ঘাটের উঠা নামার দৃশ্য দেখিয়েছেন আপনি। ফুলের ফটোগ্রাফি গুলোও অসাধারণ ছিল। সব মিলিয়ে আপনি দুর্দান্ত ফটোগ্রাফি শেয়ার করলেন।

 last year 

আপু ,আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পড়ে অনুপ্রাণিত হই।ধন্যবাদ আপনাকে।

 last year 

বেশ সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে প্রাকৃতিক দৃশ্য দেখতে কার ভালো লাগে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে আমরা সবাই মুগ্ধ। সেই রকম মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ দিদি আপনাকে।

 last year 

ঠিক বলেছেন আপু, প্রকৃতিকে সবাই কমবেশি ভালোবাসে।ধন্যবাদ সুন্দর মতামত জানানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56159.14
ETH 2370.54
USDT 1.00
SBD 2.30