শেষ বিকেলের ছায়া

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পড়ন্ত বিকেল সম্পর্কে আমার কিছু লেখা বাক্য।

IMG-20210621-WA0003.jpg

প্রকৃতি সারা দিনের শেষে পড়ন্ত বিকেলে নতুন চমকপ্রদ দৃশ্যের উদ্মেশ ঘটায়। যা প্রকৃতিকে নতুন রঙে রাঙিয়ে দেয়।প্রকৃতির পড়ন্ত বিকেলের দৃশ্য সারা আকাশ জুড়ে এক রক্তিম লাল আলোর শিখা ছড়ায় ।এই পড়ন্ত বিকেলে পাখিরা আপন নীড়ে ফেরে। গরুরা মাঠ থেকে বাড়ির পানে ছুটে চলে। মাঝিরা পাল তুলে নৌকায় ভাটিয়ালি সুরে গান ধরে এবং সকল কর্ম ব্যস্ততা শেষ করে চাষিরা নিজ গৃহে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই শেষ বিকেলের পড়ন্ত ছায়া সূর্যের রক্তিম আভাকে লুকিয়ে অস্তমিত করে এবং সন্ধ্যাকে প্রতিদিনের মতো করে প্রকৃতির বুকে আমন্ত্রণ করে ।সবমিলিয়ে প্রকৃতিই সকাল- সন্ধ্যায় নতুনের রূপ।

IMG-20210621-WA0004.jpg

প্রকৃতি আপন মহিমায় উজ্জ্বল হয়ে ওঠে এই প্রকৃতির অপরিসীম রূপকে আমাদেরই ভালোবেসে প্রকৃতির পরিবেশকে শস্য-শ্যামলা করে টিকিয়ে রাখার প্রচেষ্টা করতে হবে। প্রকৃতির বুকে সবুজায়ন ঘটিয়ে পরিবেশের শান্তি রক্ষা করতে হবে। তবেই প্রকৃতি তার আপন মহিমাকে সৌন্দর্য্যবর্ধন করবে এক দৃষ্টান্ত হয়ে।

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

Onek sundor post

 3 years ago 

ধন্যবাদ দাদা আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ওকে দিদি

 3 years ago 
প্রকৃতি সারা দিনের শেষে পড়ন্ত বিকেলে নতুন চমকপ্রদ দৃশ্যের উদ্মেশ ঘটায়। যা প্রকৃতিকে নতুন রঙে রাঙিয়ে দেয়।

আসলেই দিদি। এই সময়টায় প্রকৃতিকে দেখলে অনেক শান্তি পাওয়া যায়।

 3 years ago 

ঠিক বলেছেন দাদা। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

যেমন সুন্দর ছবি তেমন লেখনি সব মিলিয়ে সুন্দর ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

প্রকৃতি এবং সজীব পরিবেশ আমার কাছে বেশ ভালো লাগে, আমি যখন গ্রামের বাড়ীতে যাই তখন প্রকৃতির মাঝে সময় কাটানোর চেষ্টা করি।

 3 years ago 

প্রকৃতি আমারও খুব ভালো লাগে ভাইয়া।এইজন্য আমি প্রকৃতি নিয়েই বেশি লেখার চেষ্টা করি।অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে ।

 3 years ago 

দিদির লেখার মাঝে এক ধরনের আট আছে।শব্দের ব্যবহার অনেক ভাল।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।আপনিও অনেক ভালো লেখেন ভাইয়া ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 58000.61
ETH 3105.20
USDT 1.00
SBD 2.42