"জীবনের অন্তিম পর্যায়"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম নতুন একটি ভিন্নধর্মী কবিতা নিয়ে আপনাদের মাঝে।কবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।তো সেই ভালো লাগা থেকেই প্রতি সপ্তাহে আমি একটি করে কবিতা মন থেকে লেখার চেষ্টা করি।আজ একটু ভিন্নভাবে কবিতা লিখেছি কিছুটা মজার ছলেই।আমি প্রত্যেক লাইনে লাইনে ছন্দ মেলানোর চেষ্টা করছিলাম সঙ্গে একটু অর্থপূর্ণ করে তোলারও চেষ্টা ছিল।কারন যেকোনো কবিতায় ভাবনার সঙ্গে সঙ্গে অবশ্যই অর্থপূর্ণের প্রয়োজন হয়।মানুষের জীবন ক্ষণস্থায়ী।তবে সেই সল্প জীবন যেন 'ময়' শব্দ ছাড়া অচল।আলোকিত জীবন কখনো আবেগময়,কখনো ছলনাময় আবার কখনো ভাবুকময় হয়ে ওঠে।সবকিছুর সঙ্গে সবকিছুর যেন কোথাও মিল বা যোগসূত্র রয়েছে।সত্যের থেকে মিথ্যারা বেশি স্থান পায় আধুনিক যুগে।আর এভাবেই কেটে যায় জীবনের অন্তিম সময় পর্যন্ত।যাইহোক সেই ভাবনাতেই লিখে ফেললাম একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন কবিতাটি শুরু করা যাক----

IMG_20230209_183648.jpg

সোর্স

জীবনের অন্তিম পর্যায়

কেউ আসে কেউবা যায়
নতুন পৃথিবীর আলোকসজ্জায়
ক্ষণিকের শুরু থেকে শেষ ঠিকানায়
স্বল্প জীবনের চোরাবালিতে
কেটে যায় বাক্যা-আলাপচারিতায়
আবার অচেনাদের সঙ্গে হঠাৎ পরিচয়
কখনো বা ঘটে যায় প্রেমের পরিনয়।

পৃথিবী তাকিয়ে রয় অবাক ভনিতায়
শুধু একে অপরের ভাবের বিনিময়
সম্মুখে কঠিন পাথরের দেওয়াল
থেমে থাকেনি বিস্ময় বিশ্ব আধুনিকতায়
শুধু মরুর উদ্যানে আমি থেকে গেছি নিঃসঙ্গতায়
কাদম্বরীও জীবন্ত হয়ে ওঠেনি কারো ছোঁয়ায়
সেও চলে গেছে নীল গগনের মাঝে ধ্রুবতারায়।

কোথাও বাঁধ পেরুনো আঁধারের আকাশ
মায়া জাল বুনে চলে অলীক কল্পনায়
শীতের কুয়াশাগুলি উড়ে চলে হাওয়ায়
সময়গুলো অবিরাম দিন গোনার অপেক্ষায়
প্রতীক্ষারা ছুটি নিয়েছে কালো ধোঁয়াশায়
সত্যেরা আজ দাঁড়িয়ে কঠিন সীমানায়
মিথ্যারা বাসা বাঁধছে চরম অবলীলায়।

আমার লেখার ভাষাগুলো
স্থান পেয়েছে কোনো পরিত্যক্ত খাতায়
কখনো মিষ্টতা আবার কখনো উদাসীনতায়
কখনো অফুরন্ত শুন্যতায় আবার কঠিনতায়
আবার কখনো ভেসে গেছে সাগরের ভেলায়
এটাই শুন্য জীবনের অন্তিম পর্যায়।

আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 last year 

আপু জীবনের অন্তিম পর্যায় নিয়ে দারুণ কবিতা লিখেছেন। ঠিক বলেছেন আপু কবিতা সাথে অর্থের মিল অবশ্যই থাকতে হয়। নতুন পৃথিবীর আলোকসজ্জায় কেউ আসে আবার কেউ চলে যায়। ছন্দে ছন্দে চমৎকার কবিতা লিখেছেন, ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আসলে জীবন নিয়ে আমাদের অনুভূতি হয়তো ভিন্ন ভিন্ন। তাই জীবনের একটু অনুভূতি থেকে হাজার কবিতার সৃষ্টি হয়। অসাধারণ লিখেছেন আপু। আপনার লেখা কবিতা এর আগেও পড়েছি। আপনি কিন্তু দারুণ কবিতা লিখেন। কবিতার লাইন গুলো যেন কথা বলে।

 last year 

অনুপ্রাণিত হলাম আপু।তবে আপনিও কিন্তু বেশ লেখেন,ভালো লাগে আপনার গল্পগুলো আমার কাছে।ধন্যবাদ আপনাকে।

 last year 

দিদি কি বলবো সত্যি অসম্ভব সুন্দর একটি কবিতা লিখেছেন ৷ জীবন এমনি কখনো ভাবোনাময়,কখনো ছলনাময়, সবকিছুর সাথে তাল মিলিয়ে চলতে হয়৷
জীবনের অন্তিম পর্যায় কবিতার প্রতিটি লাইন ছিল অনেক অনেক গভীর ৷ যার ভিতরে লুকিয়ে আছে হাজারো অজনা কথা ৷

আবার অচেনাদের সঙ্গে হঠাৎ পরিচয়
কখনো বা ঘটে যায় প্রেমের পরিনয়।

হুম দিদি এ জীবনে হঠাৎ করেই অচেনাদের সাথে পরিচয় ঘটে যায় প্রেমের পরিনয় ৷
জীবনটা বহুরপি দিদি ৷

 last year 

সত্যিই জীবন বহুরূপী।আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65927.86
ETH 3481.42
USDT 1.00
SBD 2.66