Diy-এসো নিজে করি🦜"পেন্সিল স্কেচ দিয়ে কাকাতুয়া পাখির চিত্রাঙ্কন"🦜(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।আজ আমি আবারো আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটি অঙ্কিত চিত্ৰ নিয়ে।সেটি হলো-"কাকাতুয়া পাখির চিত্ৰ অঙ্কন"।🦜🦜

IMG_20220122_191515.jpg

যেকোনো পাখি পছন্দ করেন না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া দুষ্কর।মানুষ ফুল যেমন পছন্দ করেন এবং ফুলের বাগান করতে পছন্দ করেন তেমনি পাখিও অনেকেরই পছন্দ ফলে কেউ কেউ পাখি পুষতে ভালোবাসে।আর সেই পাখি যদি পোষ মেনে মানুষের ভাষা আয়ত্ত করে কথা বলতে শেখে তাহলে তো কথাই নেই।নতুন একটি সঙ্গী পাওয়া যায় পাখিকে।পাখি আমার ও খুবই ভালো লাগে।🦜
পৃথিবী বৈচিত্র্যময় ।তাই এক এক প্রাণী/জীব সৃষ্টি হয়েছে এক এক রকম সৌন্দর্য্য নিয়ে।পাখি পোষা একটি অন্যতম শখ অনেকের।কাকাতুয়া পাখিও অনেকেই পুষে থাকেন এবং এই পাখিও পোষ মেনে কথা বলে।কাকাতুয়া পাখির বিশেষ আকর্ষণ তার ঝুঁটি ও মজার মজার মিষ্টি কথা বলা।🦜যা শুনে মানুষ দারুণ আনন্দ অনুভব করেন।অনেক প্রজাতি ও অনেক রঙের কাকাতুয়া পাখি রয়েছে।তবে সাদা ও হালকা হলুদ রঙের কাকাতুয়া পাখি বেশি মানুষ পোষ মানায়।এই পাখি বাজারে ও পোষার জন্য বিক্রি হয় ।কাকাতুয়া পাখির ঝুঁটি খুবই সুন্দর দেখতে হয়।🦜এইজন্য মনে কাকাতুয়াকে নিয়ে একটি ছড়া গান রয়েছে।যা বড়ো থেকে বাচ্চারা খুব পছন্দ করে।স্বভাবতই আমার গান মনে থাকে না তবে শুনতে ভালো লাগে বেশ।মূল কথা হলো আমিই মনে রাখার চেষ্টা করি না ও গান নিয়ে তেমন চর্চাও করা হয় না।তবে কাকাতুয়া পাখীর ছড়া গান আমার মনে পড়ে যাচ্ছে 2-4 লাইন।তো চলুন গান এবং অঙ্কন শুরু করা যাক-----

🦜লাল ঝুঁটি কাকাতুয়া
ধরেছে যে বায়না
চাই তার লাল ফিতা
চিরুনি আর আয়না🦜

উপকরণ:

◆সাদা কাগজ
◆পেনসিল
◆রবার
◆কালো রঙের বলপেন

অঙ্কনের পদ্ধতি:

ধাপঃ1

IMG_20220122_191205.jpg

প্রথমে আমি অঙ্কনের উপকরণ গুলি নিয়ে নেব ।যেমন-পেনসিল, খাতাসহ ইত্যাদি উপকরণ।

ধাপঃ2

CollageMaker_20220122_190919819.jpg

এবারে পেন্সিলের সাহায্যে কাগজে একটি বড়ো ঢেউ খেলানো দাগ দিয়ে নেব উপর থেকে নিচে।

ধাপঃ3

IMG_20220122_191219.jpg

এরপর পাখির ডানা ও গাছের মোটা ডালের এক অংশ একে নেব।

ধাপঃ4

IMG_20220122_191254.jpg

সম্পূর্ণ গাছের ডালটি পেনসিলের সাহায্যে একে নিয়ে তার নিচে কাকাতুয়ার ঝুলন্ত লেজ একে নেব।

ধাপঃ5

IMG_20220122_191313.jpg

এরপর কাকাতুয়া পাখির মাথায় ঝুঁটি একে নেব।

ধাপঃ6

IMG_20220122_191339.jpg

এরপর কাকাতুয়া পাখির গায়ের বড়ো পালক একে নিয়ে ঠোঁট একে নেব।

ধাপঃ7

IMG_20220122_191356.jpg

এবারে পেনসিলের সাহায্যে ঠোঁটের চারিপাশ ছোট ছোট পালক একে নিয়ে চোখের গঠন একে নেব।

ধাপঃ8

IMG_20220122_191411.jpg

ঠোঁটের পুরো অংশ পেনসিল দিয়ে সেপ দিয়ে নেব এবং চোখ কালো রঙের বলপেন দিয়ে একে নেব।

ধাপঃ9

IMG_20220122_191432.jpg

এরপর কালো রঙের বলপেন দিয়ে পাখির চারিদিকে বর্ডার টেনে নেব এবং ধারালো নখযুক্ত পাখির দুটি পা একইসঙ্গে একে নেব পেনসিল সেপ দিয়ে।

ধাপঃ10

IMG_20220122_191450.jpg

পাখিটির পায়ের পাতায় পেনসিল সেপের উপর দিয়ে কালো রঙের বলপেন দিয়ে বিন্দু বিন্দু দিয়ে দেব এবং বড়ো পালকের নিচের কিছু অংশ পেনসিলের সেপ দিয়ে নেব।

ধাপঃ11

IMG_20220122_191501.jpg

এরপর কাকাতুয়া পাখির ঝুঁটি ও পুরো শরীর জুড়ে পেনসিলের সেপ ও ঘন ঢেউ দিয়ে দেব এবং কোনো কোনো অংশ ফাঁকা রেখে দেব।

ধাপঃ12

IMG_20220122_191525.jpg

সবশেষে গাছের ডালে পেনসিলের সেপ দিয়ে নেব তারপর আঙুল দিয়ে পেনসিলটি সেট করে নেব এবং নিচে আমার নাম লিখে দেব।

সর্বশেষ ধাপ

IMG_20220122_191539.jpg

তো আমার অঙ্কন করা হয়ে গেল"পেন্সিল স্কেচ দিয়ে কাকাতুয়া পাখির চিত্ৰ"। 🦜🦜 আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আমার অঙ্কনটি।ধন্যবাদ সবাইকে।সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।💐

ক্যামেরা: poco m2

--
অভিবাদন্তে: @green015
--

Sort:  
 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু ফুল এবং পাখি পছন্দ করে না এমন লোক পাওয়া দুষ্কর। কাকাতুয়া পাখি দেখতে যেমন সুন্দর লাগে তেমনি এর কথা শুনতে খুব ভাল লাগে। আপনার আজকের কাকাতুয়া পাখির পেন্সিল স্কেচ খুবই চমৎকার হয়েছে। খুব সুন্দর ভাবে আপনি পাখিটির আর্ট করেছেন যা দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আপনার কাছে চিত্রটি ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু😊, অনেক ধন্যবাদ আপনাকে।আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

দিদি, আপনার আর্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুব সুন্দর ভাবে একটি কাকাতুয়া পাখির চিত্র অঙ্কন করেছেন। প্রতিটি স্টেপ খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। আশা করি ভবিষ্যতে এমন আরো অনেক ইউনিক চিত্র আমাদের উপহার দিবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

💕

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

ভাইয়া, আপনি চিত্ৰটি দেখে মুগ্ধ হয়েছেন এতে আমার অঙ্কনের প্রকৃত সার্থকতা।শুনে খুশি হলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।💐

 2 years ago 

ওয়াও আপু আপনি খুব সুন্দর কাকাতুয়া পাখির স্কেচ তৈরি করেছেন। সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে আমি তো দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম আমার কাছে খুবই ভালো লেগেছে একদম মনে হচ্ছে সত্যি কারের একটি কাকাতুয়া পাখি ডালে বসে আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপু, আপনি চিত্ৰটি দেখে মুগ্ধ হয়েছেন এতে আমার অঙ্কনের প্রকৃত সার্থকতা।শুনে খুশি হলাম।😊অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।

 2 years ago 

আপনি কাকতাড়ুয়া পাখির চিত্রটি অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন। যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে । ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

আপনার কাছে চিত্রটি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে।আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

➡️কাকাতুয়া পাখির চিত্রাঙ্কন দেখে আমি মুগ্ধ হয়েছি। এ ধরনের চিত্র অংকন গুলো দেখতে আমার খুবই ভালো লাগে। পেন্সিল দিয়ে যেকোনো কিছু ফুটিয়ে তোলা টা অনেক কঠিন আমার মনে হয়। আর আপনিতো খুব অসাধারণ ভাবে ফুটে তুলেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত খুব অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
 2 years ago 

ভাইয়া, আপনি চিত্ৰটি দেখে মুগ্ধ হয়েছেন এতে আমার অঙ্কনের প্রকৃত সার্থকতা।শুনে খুশি হলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।💐

 2 years ago 

কাকাতুয়ার ছবিটি খুব সুন্দর হয়েছে দিদি। একদম আসল পাখি এসে যেনো কাগজের উপর বসে পড়েছে। খুব ভালোভাবে ধাপে ধাপে বিষয়টি আমাদের সাথে শেয়ার করেছেন। সব মিলিয়ে কাকাতুয়ার ছবিটি দারুন ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি এত সুন্দর একটি ছবি এঁকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে চিত্রটি ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম দাদা, অনেক ধন্যবাদ আপনাকে।আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

অসাধারণ স্কেচ হয়েছে আপু। কাকাতুয়া পাখি খুবই সুন্দর। খুব সুন্দর ভাবে আপনি সেই সুন্দর পাখিটির স্কেচ করেছেন। দেখতে অনেক সুন্দর লাগছে আমার কাছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনার কাছে চিত্রটি ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু, অনেক ধন্যবাদ আপনাকে।আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি কাকাতুয়া পাখির স্কেচ তৈরি করেছেন তা দেখে মুগ্ধ হয়েছি। দেখে মনে হচ্ছে সত্যি কারের কাকাতুয়া পাখি ডালের উপর বসে আছে। আপনার ট্যালেন্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই।

 2 years ago 

ভাইয়া, আপনি চিত্ৰটি দেখে মুগ্ধ হয়েছেন এতে আমার অঙ্কনের প্রকৃত সার্থকতা।শুনে খুশি হলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।💐

 2 years ago 

কাকাতুয়া পাখির চিত্রাঙ্কন অনেক সুন্দর হয়েছে দিদি। সুন্দর করে পেন্সিল স্কেচ করে কাকাতুয়া পাখির এই চিত্রটি অঙ্কন করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার অঙ্কন চিত্রটি। আপনি আপনার অঙ্কনের প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে অঙ্কন করেছেন। দারুন একটি চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনার কাছে চিত্রটি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে।আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

দিদি আপনার তৈরি পেন্সিল স্কেচ দিয়ে কাকাতুয়া পাখির চিত্রাঙ্কন অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

ভাইয়া, আপনি চিত্ৰটি দেখে মুগ্ধ হয়েছেন এতে আমার অঙ্কনের প্রকৃত সার্থকতা।শুনে খুশি হলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।💐

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66989.78
ETH 3524.32
USDT 1.00
SBD 2.69