"এসো নিজে করি"বিশেষ ক্রিসমাস সপ্তাহ -💐💐প্লাস্টিক বোতল ও রঙ্গিন কাগজ দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি"।💐💐

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার 🙏

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।
আজ আমি আপনাদের সামনে আবার ও diy নিয়ে হাজির হলাম।সেটি হলো- "প্লাস্টিক বোতল ও রঙ্গিন কাগজ দিয়ে ফুলসহ ফুলদানি তৈরি"।💐💐যাইহোক মেরি ক্রিসমাস উপলক্ষে diy প্রতিযোগিতায় এটি আমার ষষ্ঠতম অংশগ্রহণ।এছাড়া মেরি ক্রিসমাস উপলক্ষে এক সপ্তাহ ব্যাপী যে সুন্দর diy প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে কমিউনিটি কর্তৃক।এইজন্য কমিউনিটির প্রতি রইলো আমার অফুরন্ত ভালোবাসা ও সম্মান।💝💝

CollageMaker_20211230_142755096.jpg

💐ফুল ও ফুলদানি💐


অনেকদিন হলো প্লাস্টিক বোতল দিয়ে কিছুই তৈরি করা হয়না।আমি পূর্বে একবার প্লাস্টিক বোতল দিয়ে একটি নারিকেল গাছের চারা তৈরি করেছিলাম।দারুণ একটা অনুভূতি জেগেছিল মনে তখন।তারপর সময় সল্পতার কারনে আর কিছু বানানো হয়ে উঠেনি প্লাস্টিকের বোতল দিয়ে।আজ ভাবলাম কিছু একটা বানাবো প্লাস্টিক বোতল দিয়ে এই ক্রিসমাস উপলক্ষে।যেমন ভাবা তেমন কাজ ।তাই সকাল সকাল বসে পড়লাম রঙ্গিন কাগজ দিয়ে ফুল তৈরি করতে।আর ফুল তৈরি করা খুবই সময়সাপেক্ষ ব্যাপার।বেশ অনেকগুলো ফুল বানিয়ে নিলাম ভিন্ন ভিন্ন রঙের কাগজ দিয়ে।ফুলগুলি দেখতে খুবই সুন্দর লাগছিল।আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।তো চলুন শুরু করা যাক----

IMG_20211230_141717.jpg

■উপকরণ:


1.পুরোনো প্লাস্টিক বোতল- 1 টি
2.বিভিন্ন ধরনের রঙিন কাগজ
3.কেচি
4.2ধরনের আঠা (কাগজ, প্লাস্টিক)
5.স্কেল
6.পেনসিল

■পদ্ধতিসমূহ:


ধাপঃ 1

IMG_20211230_133456.jpg

প্রথমে আমি ফুল ও ফুলদানি তৈরির জন্য সকল উপকরণ নিয়ে নিলাম একত্রে।

ধাপঃ 2

CollageMaker_20211230_133640477.jpg

আমি প্রত্যেকটি কাগজ স্কেল দিয়ে মেপে 4×4 cm করে কেটে নিলাম কেচি দিয়ে।

ধাপঃ 3

CollageMaker_20211230_133726840.jpg

এরপর কাগজটি এইভাবে সমানকরে ভাঁজ দিয়ে নেব তিন বার।

ধাপঃ 4

CollageMaker_20211230_134114161.jpg

একটি পেনসিল দিয়ে কাগজটি দাগ দিয়ে নেব ঘুরিয়ে।এরপর কেচি দিয়ে কেটে নেব গোল করে।

ধাপঃ 5

CollageMaker_20211230_133839362.jpg

এরপর ভাঁজ খুলে ফুলটির একটি পাপড়ি কেটে বাদ দিয়ে দেব।অন্য আরেকটি পাপড়ির অর্ধেক কেটে বাদ দেব কেচি দিয়ে।

ধাপঃ 6

CollageMaker_20211230_133905090.jpg

এবার অর্ধেক কেটে নেওয়া পাপড়িতে আঠা লাগিয়ে ফুলের অন্য পাশ আটকে দেব।তো তৈরি হয়ে গেল একটি সাদা রঙের ফুল।

ধাপঃ 7

CollageMaker_20211230_140646688.jpg

এইভাবে আমি প্রত্যেকটি রঙ-বেরঙের ফুল তৈরি করে নিলাম।

ধাপঃ 8

CollageMaker_20211230_133939197.jpg

এরপর আমি একটি পুরোনো প্লাস্টিকের বোতল নিয়ে নিলাম বোতলের একপাশ বড়ো ও একপাশ ছোট থাকবে এমনভাবে কেটে নেব কেচি দিয়ে।

ধাপঃ 9

CollageMaker_20211230_135444708.jpg

এরপর বোতলের বড়ো অংশটি কেচি দিয়ে কেটে নেব সরু করে।আমি এখানে 24 টি ডাটি করে কেটে নিয়েছি।

ধাপঃ 10

CollageMaker_20211230_134011227.jpg

ঠিক এমনভাবে কেটে নেব ।এটি ফুলদানি তৈরি হবে।

ধাপঃ 11

IMG_20211230_135833.jpg

এবারে বোতলের সরু করে কেটে নেওয়া অংশটির একটি বাইরে একটি ভিতরে থাকবে এমনভাবে তিন ধাপে সাজিয়ে নেব।তো আমার ফুলদানিটির উপরের অংশটি তৈরি করা হয়ে গেল।এইবার ফুল সাজিয়ে নেব।

ধাপঃ 12

CollageMaker_20211230_135655648.jpg

প্লাস্টিকের আঠা নিয়ে বোতলের একটি সরু অংশ নিচের দিকে একটু ভেঁজে নিয়ে তার গায়ে লাগিয়ে নেব।তারপর একটি করে ফুল নিয়ে তার উপরে আটকে নেব।ঠিক এইভাবে সাজিয়ে নেব।

ধাপঃ 13

IMG_20211230_141523.jpg

তো নিচের ধাপের ফুলগুলি আমার আটকে নেওয়া হয়ে গেছে ফুলদানিতে।

ধাপঃ 14

IMG_20211230_141531.jpg

এরপর আমি উপরের ধাপে একইভাবে ফুল বসিয়ে নেব।এভাবে বোতলের প্রত্যেকটি সরু ডাটিতে ফুল আটকে নেব।

ধাপঃ 15

IMG_20211230_141631.jpg

এইভাবে আমি ফুলদানির তিনটি ধাপেই ফুল আটকে নিলাম আলাদা আলাদা করে।তো তৈরি করা হয়ে গেল ফুলসহ ফুলদানি।

ধাপঃ 16

IMG_20211230_141656.jpg

বেশ অনেক রঙের এবং অনেক কয়টি ফুল সাজিয়ে দারুণ দেখতে লাগছে এবং মনে এক অদ্ভুত আনন্দ অনুভব হচ্ছে এটি তৈরি করে।

ধাপঃ 17

CollageMaker_20211230_141017370.jpg

এরপর বোতলের মুখের দিকে বাকি যে কেটে রাখা ছোট অংশ সেটা নিয়ে বোতলের ঢাকনায় আঠা লাগিয়ে ফুলদানিটি বসিয়ে দেব।

ধাপঃ 18

CollageMaker_20211230_141109997.jpg

আমি এখানে নীল রঙের এক টুকরো লম্বা কাগজ কুচি করে কেচি দিয়ে কেটে নেব।কেটে নেওয়া কাগজটি রোল করে আঠা দিয়ে ফুলদানির নিচের অংশ/বোতলের গায়ে আটকে নেব।

ধাপঃ 19

CollageMaker_20211230_140856744.jpg

এরপর আমি বোতলের ঢাকনাটি খুলে বাদ দিয়েছি এবং বোতলের মুখের চারিপাশ আঠা লাগিয়ে আটকে দিয়েছি ফুলদানির নিচের অংশের সঙ্গে।

ধাপঃ 20

IMG_20211230_141717.jpg

CollageMaker_20211230_143116859.jpg

তো সম্পূর্ণভাবে আমার তৈরি করা হয়ে গেল ফুলসহ ফুলদানিটি।দেখুন কত সুন্দর দেখতে লাগছে।

ধাপঃ 21

CollageMaker_20211230_141921260.jpg

IMG_20211230_141751.jpg

সবশেষে আমার তৈরি করা হয়ে গেল "প্লাস্টিক বোতল ও রঙ্গিন কাগজ দিয়ে ফুলসহ ফুলদানি "।💐💐

আশা করি আমার আজকের তৈরি diy টি আপনাদের সকলের কাছে ভালো লাগবে ।সকলেই ভালো ও সুস্থ থাকবেন।ধন্যবাদ সবাইকে।💐💐

(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)🐺🦊


ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

আপু আপনি অনেক সুন্দর ভাবে ফুলসহ ফুলদানি তৈরি করেছেন দেখে অনেক সুন্দর লাগছে। বিশেষ করে আপনি প্রতিটি ধাপ তৈরি করা দেখানোই পোস্টি আরো সুন্দর হয়েছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

 3 years ago 

ফুল এবং ফুলদানি খুব দারুণ ভাবে আপনি প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আপনার ইউনিক বুদ্ধির প্রশংসা করতে হয় কালার কম্বিনেশন টা দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন তৈরির ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

  • দেখতে ও খুব চমৎকার লাগতেছে। আপনার কাজ ফুল টি আমার খুব ভালো লেগেছে। খুব অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। শুভকামনা রইল আপনার জন্য
 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। কারণ প্লাস্টিকের বোতল কেটে এবং রঙিন কাগজের সাথে এত সুন্দর করে একটি ফুল তৈরি করেছেন আপনি। সেটা দেখতে অসাধারণ লাগছে। পোস্টের গুনগত মান ও ভালো। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

প্লাস্টিকের বোতল এবং রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুলদানি তৈরি করেছেন। ফুল গুলো একেবারে কোন ফুলের তোড়া মনে হচ্ছে। সবশেষে আপনার ফটোগ্রাফি খুবই ভালো ছিল। অনেক ভালো লাগলো।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Curated by Blessed-girl

r2cornell_curation_banner.png

Visita nuestro Discord

 3 years ago 

Thank you so much.💝💝

 3 years ago 

আপনি খুব সুন্দরভাবে বোতল দিয়ে ফুল এবং ফুলদানি বানিয়েছেন।দেখতে ভালো লাগছে।ধন্যবাদ আপু সুন্দর একটি হ্যান্ডিক্রাফট করেছেন।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ।স্বাগতম💐

 3 years ago 

অনেক সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করেছেন আপু। ছোট ছোট ফুল গুলো দেখতে অনেক বেশী সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন একটি গাছের মধ্যে বিভিন্ন রঙের ফুল ফুটে আছে। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WSFayCtwhzR8p5ww6cvzC5qt9UM85FqFkUemheHo4oevgjKFfiSW2uSKEFLufMsHGtBtAjeidYyWo5fEh69L.png

আপু সত্যিই আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার কাজ দেখে আপনি এত সুন্দর চিন্তাধারার মানুষ। এত সুন্দর করে আপনি বোতল এবং রঙিন কাগজ দিয়ে ফুলদানি তৈরি করেছেন। খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন আপু। আপনার জন্য শুভকামনা রইল। অসাধারণ ছিল।

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WSFayCtwhzR8p5ww6cvzC5qt9UM85FqFkUemheHo4oevgjKFfiSW2uSKEFLufMsHGtBtAjeidYyWo5fEh69L.png

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগলো ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওয়াও আপু এক সাথে দুইটা ডাই করেছেন অসম্ভব দারুন লাগছে একদিকে ফুলদানি সাথে দারুন ফুলের সমারোহ অনেক দারুন লাগছে আপু খুব গুছিয়ে ধাপ গুলো উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68091.64
ETH 2633.74
USDT 1.00
SBD 2.68