Diy-"একটি গ্লাসের মধ্যে পরীর চিত্র অঙ্কন"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন সবাই?
আশা করি ঈশ্বরের কৃপায় সবাই অনেক ভালো ও সুস্থ আছেন।আজ আমি আপনাদের সামনে আমার অঙ্কিত একটি চিত্ৰ নিয়ে হাজির হয়েছি।সেটি হলো-"একটি গ্লাসের মধ্যে পরীর চিত্র অঙ্কন"।

পরী আমাদের সকলের প্রিয় ও পরিচিত একটি নাম।যে নামের সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের শৈশবের নানান গল্প।পরীর আবার ভাগ রয়েছে।তাই আমি আজ এঁকেছি একটি বন্দিপরী।গ্লাসের মধ্যে বন্দি অবস্থায় রয়েছে একটি পরী।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন শুরু করা যাক--

IMG_20220422_213504.jpg

■অঙ্কনের উপকরণ:

◆সাদা কাগজ
◆8b পেন্সিল
◆রবার
◆পেনসিল রং(বাদামি ও নীল)
◆স্কেল
◆কালো রঙের বলপেন

■অঙ্কনের পদ্ধতি:

ধাপঃ 1

●প্রথমে আমি অঙ্কনের উপকরণগুলি নিয়ে নিলুম।স্কেল,পেন্সিল ও কাগজসহ ইত্যাদি উপকরণ।
IMG_20220422_213139.jpg

ধাপঃ 2

●এরপর স্কেল দিয়ে দুইপাশে দুটি লম্বা বাঁকাদাগ কেটে নিলুম নীল পেনসিল দিয়ে।দাগের সঙ্গে লাগোয়া করে আরেকটি দাগ কেটে নেব।
IMG_20220422_213209.jpg

ধাপঃ 3

●এবারে পেনসিল দিয়ে গ্লাসের মুখ ও নিচের অংশ একে নেব।
IMG_20220422_213226.jpg

ধাপঃ 4

●একইভাবে গ্লাসের মুখ ও নিচের অংশ ঢেউয়ের মতো করে ডাবল করে একে নেব।
IMG_20220422_213248.jpg

ধাপঃ 5

●এরপর গ্লাসের মুখ থেকে সামান্য নীচে 8b পেনসিল দিয়ে একে নেব ,মাঝে আবার কিছু কিছু বুদবুদের ছবি ছোট ছোট বল করে একে নেব।যেন মনে হয় গ্লাসের মধ্যে এইটুকু জল।
IMG_20220422_213304.jpg

ধাপঃ 6

●এবারে গ্লাসের মধ্যে পেনসিল দাগের উপর দিয়ে নীল রঙ করে একে দেব।গ্লাসের দুই পাশ বেশি করে নীল রঙের করে একে নেব।
IMG_20220422_213317.jpg

ধাপঃ 7

●এরপর আমার হাতের একটি ছবি তুলে নিলুম।
IMG_20220422_213329.jpg

ধাপঃ 8

●এবারে গ্লাসের নীচে গাড় পেনসিল রং ও নীল রঙের মিশ্রণ করে একে নিলুম ।এছাড়া গ্লাসের নিচের একটুখানি প্রতিবিম্বও একে নিলুম।
IMG_20220422_213346.jpg

ধাপঃ 9

●এবারে আমি একটা পেনসিল দিয়ে একটা পরী একে নিলুম গ্লাসের জলের মধ্যে।
IMG_20220422_213357.jpg

ধাপঃ 10

●পরীর হাত দুটি সামান্য প্রসারিত করা থাকবে এবং মাথার উপর কাপড়ের টুকরো থাকবে এমনভাবে একে নেব।
IMG_20220422_213422.jpg

ধাপঃ 11

●বাদামি রঙের পেনসিল দিয়ে পরীর দুটি পা ও হাত সামান্য একে নেব।মনে হবে জলের মধ্যে পরীটি দাঁড়িয়ে আছে।পরীর গাঁয়ের জামা পেনসিল দিয়ে উড়ন্ত করে দিয়েছি ।
IMG_20220422_213443.jpg

ধাপঃ 12

●সবশেষে অঙ্কনের নিচে আমার নাম লিখে দিলুম বলপেন দিয়ে।তো অঙ্কন করা হয়ে গেল আমার "একটি গ্লাসের মধ্যে পরীর চিত্র"।
IMG_20220422_213521.jpg

আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের চিত্র অঙ্কনটি।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

দিদি পেন্সিল বন্দি পরী আর্ট অসাধারন হয়েছে। আপনি খুব সুন্দর পোস্ট করেছেন। আপনার আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আর্টের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।একটা কথা ঠিক বলেছেন দিদি এই পরীর সাথে আমাদের শৈশবের নানা গল্প জুড়ে আছে। ছোটবেলায় যখন আলিফ-লায়লা দেখতাম সেখানে এমন দৃশ্য দেখানো হতো। আমার কাছে এমন দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আমার কাছে ও পরী বা রূপকথার দৃশ্যগুলি খুবই ভালো লাগতো আপু।সেইজন্য আকলাম,অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার আর্টটি দেখে ছোটোবেলা আলিফ-লায়লার কথা মনে পড়ে গেল ।ছোটবেলায় দেখতাম আলিফ লায়লায় এ ধরনের পরি দেখাতো বোতল কিংবা গ্লাসের ভিতরে বন্দী করে রাখত। আপনার আর্টটি ঠিক সেইরকমই হয়েছে। পেন্সিল দিয়ে অনেক সুন্দর একটি আর্ট করেছেন গ্লাসটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 3 years ago 

পরিটি খুবই দুস্টু ,তাই এটিকে বন্দি করে রেখেছি।ধন্যবাদ আপু।

 3 years ago 

যে নামের সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের শৈশবের নানান গল্প।

আসলেই দিদি আগে এই পরী নিয়ে অনেক গল্প শুনতাম বিশেষ করে। আমার আমার খালামনি আমাকে ছোট থাকতে গল্প শুনাইতো৷ আপনার ড্রয়িং খুব সুন্দর হয়েছে। গ্লাসের ভেতর পরী এটা অনেক ক্রিয়েটিভ আইডিয়া। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পরির বা রূপকথার গল্প শুনেই মনে হয় সকলের শৈশব কেটে যায়, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

দিদি গ্লাসের উপর টা তো খোলা বন্দি পরীটা সেদিক দিয়ে যদি পালিয়ে যায় হিহিহি।
সত্যি খুবই ইউনিক চিন্তাভাবনা আপনার। দারুণভাবে গ্লাসের ভেতরে পরী অঙ্কন করেছেন। আপনার হাতের কাজের তারিফ করতেই হয়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি অঙ্কন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

ভাইয়া গ্লাসের উপর খোলা থাকলে কী হবে ,গ্লাসের ভিতরে জলের মধ্যে পরি বন্দি।তাই জল থেকে পালাবার উপায় নেই পরিটার😊।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ছোটবেলায় বড়দের কাছ থেকে জিন ও পরীর গল্প শুনতাম। জলপরীর গল্প টা আমার কাছে অনেক ভালো লেগেছিল। আপনার গ্লাসে বন্দি করা পরীর চিত্রটি দেখে জলপরীর কথা মনে পড়ে গেল। চিত্রটা অনেক সুন্দর ভাবে অঙ্কন করেছেন এবং অংকন করার পদ্ধতি গুলো তুলে ধরেছেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া, এটি দুস্টু জলপরী।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ছোটবেলায় নানির কাছে অনেক পরীর গল্প শুনেছি আপু। আজ আপনার অঙ্কিত একটি গ্লাসের মধ্যে পরীর চিত্র অংকন সেই ছোটবেলার নানীর কাছে গল্প শোনার শৈশবে ফিরিয়ে নিয়ে গেছে। ছোটবেলায় পরীর গল্প শুনতে আমার খুবই ভাল লাগত। আর সেই ভালো লাগার পরীকে আপনি গ্লাসের মধ্যে বন্দি করে রেখেছেন। সময়-সুযোগ করে বন্দী পরীকে মুক্ত করে দিয়েন আপু। একটি গ্লাসের মধ্যে পরীর চিত্র অংকন সত্যি অসাধারণ সুন্দর হয়েছে। আপনি খুব নিখুঁতভাবে আপনার অংকন টি শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে আমাদের মাঝে দেখিয়ে দিয়েছেন। এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমাদের সকলের ছোটবেলার সঙ্গে এই পরীর গল্প কোনো না কোনোভাবে জড়িয়েই আছে।অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি বেশ দক্ষতার সহিত একটি গ্লাসের মধ্যে পরীর চিত্র অঙ্কন করেছেন। আপনি যদি একটু কালার কমিউনিকেশন করতেন আরো দারুন ভাবে ফুটে উঠত। প্রতিটি ধাপ খুব সুন্দর ছিল আপু। আপনার কাজ গুলি বরাবর বেশি ভালো লাগে। ইউনিক কিছু নিয়ে বরাবর হন। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আপনার কাছে চিত্রটি ভালো লেগেছে জেনে আমি আনন্দিত ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার চিন্তা ধারা পরিকল্পনা দেখে আমি সত্যিই অবাক হয়ে গেলাম। আপনি খুবই সুন্দর ভাবে একটি গ্লাসের ভিতরে পরীর চিত্র অংকন করেছেন। সত্যিই এই পরিকল্পনাটি আমার খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার অংকন করা চিত্র টি আমার কাছে একটু ভিন্নধর্মী লেগেছে। একটি গ্লাসের ভিতর একটি পরীর চিত্র অঙ্কন করেছেন আপনি।যা ছিল অনেক ইউনিক। আর খুব সুন্দর করে আপনি করেছেন আমাদের মাঝে।সেইসাথে প্রতিটি ধাপের বর্ণনা শেয়ার করেছেন।ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া, একটু ভিন্ন কিছু অঙ্কনের চেষ্টা করলাম মাত্র।অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.032
BTC 80502.73
ETH 3190.86
USDT 1.00
SBD 2.77