"জীবনটা ধোঁয়াশাময়"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি ভিন্নধর্মী পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।হঠাৎ করেই একটি বিষয় আমার চিন্তায় আসলো।তাই সম্পূর্ণ আমার অনুভূতিতে লিখে ফেললাম জীবনের একটি দিক সম্পর্কে। আশা করি আমার অনুভূতিতে লেখা বিষয়টি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---

IMG_20230104_052705.jpg
লোকেশন

IMG_20230104_052143.jpg

জীবনটা ধোঁয়াশাময়:

কি ভাবছেন বন্ধুরা!
বছরের শুরুতেই কেন ধোঁয়াশাময় জীবনের কথা বলছি।আসলে রঙিন জীবন কখন কালো জগতে ঢেকে যায় বোঝা বড় মুশকিল।আবার পূর্ব পরিকল্পনাগুলিও অনেক সময় ভেস্তে যায়।জীবন মানেই কাঠিন্যতায় ভরা।একরাশ কুয়াশার সংমিশ্রণে সৃষ্টি হয় ধোঁয়াশার কিন্তু এই ধোঁয়াশা ঠান্ডার শীতল কুয়াশা থেকে সৃষ্টি নয়।বরং উত্তপ্ত অগ্নিকুন্ড থেকে ধোঁয়াশার সৃষ্টি।তেমনি মানুষের জীবনে ও সবসময় সরলভাবে অন্ধকারে পরিণত হয় না কঠিন দুর্ভেদ্যভাবে ও অন্ধকারময় হতে পারে।ভবিষ্যৎ জীবন সম্পর্কে আমরা খুবই উদাসীন।কিন্তু বাহ্যিক উন্নত দেশগুলোর দিকে তাকালে বোঝা যায় তারা ভবিষ্যত সম্পর্কে কতটা চিন্তিত।পূর্ব পরিকল্পনা সবসময় বাস্তবে রূপ নেবে এমন নয় ।আমার কাছে মনে হয় সব পরিকল্পনাগুলি বাস্তবে এসে গুলিয়ে যায়।মানুষের জীবনকে অগ্নিকুন্ডের সঙ্গে তুলনা করা যেতে পারে।

IMG_20230104_052052.jpg
লোকেশন
নতুন বছরের শুরুতে আমরা নবউদ্দামে সব কাজ শুরু করার সংকল্প করি ।কিন্তু ভাবা যতটা সহজসাধ্য তার কয়েক গুণ কঠিন কাজ তা বাস্তবে পরিনত করা।সবসময় শুরুটা বেশ আনন্দময় হলে ও সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পাল্টে যায়।তখন আমাদের চিন্তাধারার ও কিছু পরিবর্তন আসে।আজ ট্রেনে কলেজে আসার সময় এক মজার ব্যাপার দেখলাম।ঠান্ডায় কাঁপতে কাঁপতে অনেকে বই হাতে নিয়ে পড়ছে,ব্যাপারটি ভালোই।কিন্তু 2023 সালের প্রথম তারা পড়া দিয়েই শুরু করছে।আমরাও ছোটবেলায় নতুন বই হাতে পেয়ে কত আনন্দই না পেতাম কিন্তু শেষের দিকে সেই উদ্দীপনাটি কোথায় যেন মিলিয়ে যেত।জীবনের শুরু ও শেষে কোথায় কখন পরিসমাপ্তি ঘটবে তা কেউ ধারণা করতে পারে না।সুতরাং জীবন সবসময় একটা ধোঁয়াশার জালে আবদ্ধ থাকে।

IMG_20230104_052209.jpg

IMG_20230104_052015.jpg
লোকেশন

এবারে আসি এই ছবিগুলোকে নিয়ে।অনেকের কাছেই মনে হতে পারে এখানে কেন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।আসলে এখানে প্রচুর বেনা গাছ অর্থাৎ বুনো কাশফুলের বাগান ছিল।যেখানে বেশ সাপের উপদ্রব তাই বছরের এই সময়ে এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়।যাতে বেনাগাছ পুড়ে গিয়ে পরিষ্কার হয়ে যায় স্থানটি।যদিও বৃষ্টির সময় গাছগুলো আবারো মাথাচাড়া দিয়ে উঠবে। যেমনটি আমাদের পুরোনো বছর বাদ পড়ে নতুন একটি বছর মাথাচাড়া দিয়ে উঠেছে।

আশা করি আজকের ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

যেটা কল্পনা করা যায় সেটা বাস্তবে পরিণত করা অনেক কঠিন কারণ কল্পনার রাজ্যে বসবাস করে বাস্তব জীবনে চলছে তার কিছু বাস্তবতা ছোঁয়া থাকা হয়।সময় পরিবর্তনের সাথে সাথে মানুষের চিন্তাধারারও পরিবর্তন আসে। আপনারে আগুন দেখে আমি বুঝতে পেরেছি যে কাশফুল ছিল সেগুলোকে পুড়িয়ে দেওয়ার জন্য এই আগুন দেয়া হয়েছে।কিন্তু পরে দেখলাম সাপের উদ্রব্য কমানোর জন্যই এই কাশফুলগুলো পড়ে ফেলা হয়েছে আমাদের পুকুর পাড়ে এ ধরনের কাশফুল থাকে এবং সেগুলোকে আমরা আগুন দিয়ে পুড়িয়ে ফেলি।

 2 years ago 

আপনার অনুভূতি জেনে ভালো লাগলো ভাইয়া,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটা কিন্তু সত্যিই জীবন মানেই কঠিন্যতায় ভরা। আমি আপনার টাইটেল পড়েই বুঝেছিলাম আপনি এরকম কিছুই লিখবেন। আমরা যা ভাবি তা বাস্তবে পরিণত করা এটা কিন্তু খুবই কঠিন একটি কাজ। আপনি ঠিকই বলেছেন ছোটবেলায় সবাই নতুন বই পেয়ে খুবই আনন্দ পেত কিন্তু শেষের দিকে সেই উদ্দীপনা টাই যেন খুঁজে পাওয়া যেত না। আপনি খুবই সুন্দর ভাবে প্রত্যেকটি কথা লিখেছেন যা পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু,আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60352.73
ETH 2410.03
USDT 1.00
SBD 2.44