"একঝাঁক প্রজাপতির মেলার আলোকচিত্র "(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কিছু ফটোগ্রাফি ।সেটি হলো---"একঝাঁক প্রজাপতির মেলা"।

IMG_20211220_054253.jpg

কয়েকটি দিন আগের কথা।তখন প্রায় দুপুর 3 টের কাছাকাছি বাজবে।আমি তখন বাস থেকে নামলাম।আমাদের বাড়ির সামনের মেঠো রাস্তা ধরে বাড়িতে ফিরছি।হঠাৎ চোখ গেল বাড়ির ঠিক পাশের ঝাড়টিতে।যেটি জার্মানি লতায় ভরে ছিল।জার্মানি লতা একটি ঔষুধি গুণসম্পন্ন লতা।যাইহোক জার্মানি লতায় প্রতিটি শাখায় শাখায় ছোট্ট ছোট্ট ফুল ফুটে রয়েছে।সেই ফুলের মধু পান করছিল একঝাঁক প্রজাপতি মনের আনন্দে।আমি ভাবলাম এই সুযোগ হাতছাড়া করা উচিত নয় তাই ক্যামেরাবন্দি করে ফেললাম গোটা কয়েকটি ছবি।আসলে এতভালো লাগছিল প্রজাপতির ছবি তুলতে তাই বার বার তুলতেই থাকলাম।তো চলুন সেগুলো দেখে নেওয়া যাক----

★আলোকচিত্র: 1(প্রজাপতির একটি জুটি)

IMG_20211220_054430.jpg

●সৃষ্টিকর্তার অফুরন্ত সৃষ্টির মধ্যে এই পতঙ্গ একটি স্থান দখল করে আছে।আসলে পৃথিবীতে কয়েক লক্ষাধিক পতঙ্গের সৃষ্টি হয়েছে।তার মধ্যে এই প্রজাপতি পতঙ্গটিও।আসলে আমি গ্রামে থাকি তাই রোজ এই পতঙ্গটি চোখের সামনে দেখতে পাই।গ্রামের প্রকৃতির অপার সৌন্দর্যের মধ্যে উড়ে উড়ে মধু পান করে।দুটি প্রজাপতির একটি জুটিকে তুলে ধরা হয়েছে।

★আলোকচিত্র: 2(মনমুগ্ধকর একঝাঁক প্রজাপতি)

IMG_20211220_054324.jpg

IMG_20211220_054410.jpg

●নানান রং ও সৌন্দর্যে ভরা প্রজাপতিগুলি।ছোটবেলায় যা ধরার জন্য ছুটতে ছুটতে বেলা গড়িয়ে সন্ধ্যা হতো।তবুও ব্যর্থ হতাম,মাঝে মাঝে যখন হাতবন্দি করতাম প্রজাপতিকে।প্রজাপতির সুন্দর রং হাতের ছোঁয়ায় ফিকে হয়ে যেত।কারণ প্রজাপতির গায়ের রং স্থায়ী নয় এবং কয়েকদিন পর পর রং বদল করে প্রজাপতি।এতগুলো মনমুগ্ধকর প্রজাপতি একসঙ্গে দেখে খুবই আনন্দ হচ্ছিল মনে।

★আলোকচিত্র: 3 (রঙ-বেরঙের প্রজাপতি)

IMG_20211220_054304.jpg

IMG_20211220_054337.jpg

●প্রকৃতির জীব প্রকৃতির মাঝেই বেশি মানায়।এই পতঙ্গের রূপের বাহারে মুগ্ধ সবাই।এখানে এক ঝাঁক প্রজাপতি রয়েছে।সবগুলো একই রঙের ও একই জাতের প্রজাপতি তবে একটি -দুটি সাদা জাতের প্রজাপতি রয়েছে।একটি প্রজাপতির ডানায় অনেক প্রকারের রং রয়েছে এবং রঙের সমন্বয়ে অনেক চিত্ৰ ফুটে উঠেছে ডানাগুলিতে।

★আলোকচিত্র: 4 (অর্ধগোলাকার বৃত্ত ডিজাইনের প্রজাপতি)

IMG_20211220_054226.jpg

CollageMaker_20211220_054821150.jpg

●এটি একটি ভিন্ন জাতের প্রজাপতি।ডানা মেলে বসে আছে ঝোপের মধ্যে কিংবা কলের অলের উপর।আমরা যদি জ্যামিতিক চোখ দিয়ে লক্ষ করি তাহলে প্রজাপতির দুটি ডানার ঢেউ খেলানো ডিজাইন অপর পাশের দুটি ডানার সঙ্গে এমনভাবে মিশে গেছে মনে হচ্ছে অর্ধগোলাকার বৃত্ত।

★আলোকচিত্র: 5 (হলুদ-কমলা রঙের প্রজাপতি)

IMG_20211220_054454.jpg

●বিভিন্ন রঙে রঙ্গিন প্রজাপতিটি।এর নির্দিষ্ট রং বলাটা খুবই মুশকিল।তবুও আমি এর নাম দিয়েছি হলুদ-কমলা রঙে মিশ্রিত প্রজাপতি।এই প্রজাপতিটির ডানায় দুটি ছোট চোখ ও দুটি বড়ো চোখ অঙ্কিত রয়েছে।কমলার সঙ্গে কালো রঙটি দারুণ ফুটে উঠেছে প্রজাপতিটির গায়ে।অদ্ভুত সুন্দর দেখতে লাগছিল।

★আলোকচিত্র: 6 (ধূসর-সাদা রঙের প্রজাপতি)

IMG_20211220_054504.jpg

●এই প্রজাপতিকে পুরোপুরি সাদা বলা যায় না,ধূসর-সাদা রঙের বলা চলে।এই প্রজাপতির ডানায় প্রায় 23-24 টি ছোট ছোট বৃত্ত রয়েছে।তবে কোনো কোনো বৃত্ত ফাঁকা কোনো কোনটি আবার চোখের মতো ডিজাইন।খুবই সুন্দর দেখতে লাগছিল।

★আলোকচিত্র: 7 (ডানাভাঙা সাদা প্রজাপতি)

IMG_20211220_054444.jpg

IMG_20211220_054523.jpg

IMG_20211220_054533.jpg
লোকেশন

●প্রজাপতির ছবি তোলা ভারী মুশকিল।কারণ প্রজাপতির পিছনে দৌড়াতে হয় তবুও মাঝে মাঝে নাগাল পাওয়া যায় না,কোথায় হারিয়ে যায়।এই প্রজাপতিগুলি ও বার বার উড়ছিল লতার এ শাখা থেকে ও শাখায়।তবে এই প্রজাপতির মধ্যে সাদা প্রজাপতিটির নিচের একটি ডানা ভাঙা ছিল।

আশা করি, আমার ফটোগ্রাফিগুলি আপনাদের কাছে ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো। খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি প্রজাপতির ছবি গুলো দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন। ছবিগুলো দারুন লেগেছে আমার কাছে।ধন্যবাদ ।

 2 years ago 

প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো।

আমার ও গানটি একটু একটু মনে পড়ে যাচ্ছে দাদা।আপনার কাছে প্রজাপতিগুলির ছবি ভালো লেগেছে জেনে খুশি হলাম দাদা।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

ওয়াও আপু প্রজাপতি গুলোকে দেখতে খুব সুন্দর লাগছে। এতগুলো প্রজাপতি আমি কখনো একসাথে দেখি নি। এ সকল সকাল প্রজাপতিগুলো দেখে মনটাই ভাল হয়ে গেল। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু 🤗

 2 years ago 

আমাদের বাড়িতে অনেক প্রজাপতির মেলা বসে আপু।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে প্রজাপতি গুলোর ছবি তুলেছেন। প্রজাপতি ফুল থেকে মধু সংগ্রহ করছে।

প্রজাপতির ছবি তোলা ভারী মুশকিল।কারণ প্রজাপতির পিছনে দৌড়াতে হয় তবুও মাঝে মাঝে নাগাল পাওয়া যায় না,কোথায় হারিয়ে যায়।এই প্রজাপতিগুলি ও বার বার উড়ছিল লতার এ শাখা থেকে ও শাখায়।তবে এই প্রজাপতির মধ্যে সাদা প্রজাপতিটির নিচের একটি ডানা ভাঙা ছিল।

একদম ঠিক বলেছেন,আমি একদিন প্রজাপতির ছবি তুলতে গিয়ে অনেক কষ্ট করেছিলাম কিন্তু বার বার উরে গিয়েছিল।যাই হোক অনেক কষ্টের পর প্রজাপতির ছবি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার গঠনমূলক সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি অসাধারণ ফটোগ্রাফি করেছেন যার কোনো জুড়ি নেই। আপনি যাওয়ার পথে চোখে পড়ল ঝোপের মাঝে প্রজাপতির কতগুলো। এবং আপনি ফটোগ্রাফ করেছেন সত্যিই অসাধারণ রংবে রঙের প্রজাপতি। এবং অনেক সুন্দর করে বিস্তারিত আলোচনা করেছেন। সত্যিই প্রশংসনীয় ছিল আপনার ফটোগ্রাফি। আমাদের সাথে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল আপু।

 2 years ago 

আমাদের বাড়িতে অনেক প্রজাপতির মেলা বসে ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

 2 years ago 
সত্যি সৌন্দর্যে ভরা প্রজাপতিগুলো দারুন ভাবে ফুটে উঠেছে এবং প্রজাপতি আমাদের চোখের সামনে অলটাইম ঘুরে বেড়ায়। খুবই ভালো লাগে আপনি দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন এবং সুন্দর বর্ণনা দিয়েছেন। দেখে খুবই ভালো লাগলো আপু। আপনার ফটোগ্রাফি দক্ষতা আসাধারণ দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল এবং অনেক রকমের প্রজাপতি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন।
 2 years ago 

প্রজাপতি আমাদের সকলের প্রিয়।আপনার কাছে প্রজাপতিগুলির ছবি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ দিদি! সকাল সকাল এরকম প্রজাপতির কিছু ফটোগ্রাফি দেখে মনটা রিফ্রেশ হয়ে গেলো। প্রজাপতির সবগুলো ফটোগ্রাফি বেশ দারুণ হয়েছে। ছোট বেলায় প্রজাপতির ধরার মুহূর্ত সুন্দর করে বলেছেন। আপনাকে ধন্যবাদ দিদি।

 2 years ago 

তাই ভাইয়া, জেনে খুশি হলাম।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

দিদি এক একটা প্রজাপতি এত সুন্দর!!! আর প্রতিটার ফটোগ্রাফিও এমনভাবে করেছেন যে দেখতেও বেশ মনমুগ্ধকর লাগছে। সবচেয়ে সুন্দর লাগছে ডানাভাঙ্গা ও হলুদ - কমলা প্রজাপতিটাকে দেখতে। অনেক ভালো লেগেছে আমার কাছে এই পোস্টটা। ধন্যবাদ দিদি।

 2 years ago 

আপনার কাছে প্রজাপতিগুলির ছবি ভালো লেগেছে জেনে খুশি হলাম দাদা।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

ওয়াও দিদি আপনার প্রজাপতির ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হলাম।ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে একজন প্রোশোনাল ফটোগ্রাফার মতে লাগছে।ফটোগ্রাফি সাথে উপস্থাপনা অনেক সুন্দর।এতে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।

 2 years ago 

ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে একজন প্রোশোনাল ফটোগ্রাফার মতে লাগছে।

আমি ভালো ফটোগ্রাফি করতে পারি না দাদা,চেষ্টা করেছি মাত্র।অনেক ধন্যবাদ দাদা,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

অনেক সুন্দর কিছু প্রজাপতির আলোকচিত্র আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। সচারাচর প্রজাপতির আলোকচিত্র ধারণ করা অনেক কষ্টসাধ্য হয় কারন এটা খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। আমি নিজেও কয়েকবার প্রজাপতি আলোকচিত্র ধারণ করার চেষ্টা করেছে কিন্তু ভালোভাবে সক্ষমতা অর্জন করতে পারেনি। আপনাকে অবশ্যই ধন্যবাদ এমন সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাধ্যমে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া, প্রজাপতি খুবই দুরন্ত ,স্থায়ীভাবে বসতেই চায় না ।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মতামত প্রকাশের জন্য ।

 2 years ago 

আপু আপনি অনেক লাকি কারণ একসঙ্গে এতগুলো সুন্দর সুন্দর প্রজাপতি দেখতে পেয়েছেন। বিভিন্ন রকমের প্রজাপতি এখানে দেখা যাচ্ছে। প্রজাপতি দেখতে আসলেই চমৎকার লাগে। বিশেষ করে এর পাখার কালার গুলো এত সুন্দর লাগে দেখতে বলে বোঝানো যাবে না। তাছাড়া আপনি প্রতিটি ছবির নিচে সুন্দরভাবে বর্ণনা করেছেন যা পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপনার জন্য এত সুন্দর কিছু প্রজাপতি দেখতে পেলাম।

 2 years ago 

আমাদের বাড়িতে রোজ অনেক প্রজাপতির মেলা বসে আপু।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 66503.40
ETH 3078.67
USDT 1.00
SBD 3.70