সময় কাটানোর সুবাদে পরিচয় পর্ব
বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি সময় কাটানোর সুবাদে আপনাদের সঙ্গে আমার পরিচয় পর্বটাও সেরে নেব।
আমার আসল নাম রিপা রায় (@green015)। আমি একজন পড়ুয়ারত ছাত্রী।লেখাপড়ার সুবাদে বেশ কয়েকবছর ভারতের কলকাতার বারাসতে বাসাভাড়ায় কাটিয়েছি।একবছর হল ভারতের বর্ধমান জেলায় নতুন বাড়িতে এখন বসবাস করছি।কিন্তু বর্ধমানের রোদ্রজ্জ্বল আবহাওয়া বেশি হওয়ায় সকাল 10 টার পর প্রচুর তাপ দেখা দেয় যা অন্যান্য অঞ্চলে দেখা যায় না।মাঝে মাঝে লু ঝড় ও প্রবাহিত হতে দেখা যায়।ফলে আমার এবং আমার পরিবারের সবারই গায়ের রঙ পরিবর্তিত হয়েছে।আমরা সবাই পূর্বে ফর্সা ছিলাম।যাইহোক আমরা ভালো আছি।গায়ের রঙ বড়ো বিষয় নয় নিজের বাড়িতে বসবাস করছি এটাই সবথেকে বড় প্রাপ্তি।
আমি একটু ঘরকুনো প্রকৃতির মানুষ।ঘরের মধ্যে থাকতেই বেশি পছন্দ করি।আমি লেখালেখি করতে পছন্দ করি তবে প্রকৃতি নিয়ে লিখতে বেশি ভালোবাসি।এছাড়া কবিতা লিখতে, রান্না করতে, ছবি আঁকতে, মাটি দিয়ে খেলনা বানাতে এবং গাছ লাগাতে খুব ভালোবাসি।আমার বাংলা ব্লগের সুবাদে মাঝে মাঝে ফটোগ্রাফি করার আশা ও জাগে মনে।
অনেক দিন ধরে আমার লেখাগুলি বন্ধ ডায়েরীর নিচে এবং আঁকা ছবিগুলি খাতার অন্ধকূপে আবদ্ধ ছিল।ভেবে ছিলাম সেগুলো কখনো কারো সম্মুখে আসবে না। কিন্তু @rme,@blacks,@hafizullah দাদাদের অনুপ্রেরণায় আমার পূর্বের লেখাগুলি, আঁকা ছবিগুলি বন্ধ ডায়েরী এবং অন্ধকূপ থেকে উন্মোচন করার সুযোগ পেয়েছি।ধন্যবাদ তাদের প্রত্যেককে , ধন্যবাদ তাদের নেওয়া উদ্যোগকে এবং প্রত্যেকটি পদক্ষেপকে।সবার সম্মিলিত প্ৰচেষ্টায় নিজস্ব সৃজনশীলতার দ্বারা সফলতার দিকে এগিয়ে যাক আমার বাংলা ব্লগ।
এবার আসি সময় কাটানোর বিষয়ে----
আমি রবীন্দ্রনাথ ঠাকুরের এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পের বই পড়তে খুব ভালোবাসি।আমি দক্ষিণ ভারতের সামাজিক মুভি দেখতে ও খুব ভালোবাসি এবং এটি ছিল আমার কাছে একটা নেশার মতো।কিন্তু আগের থেকে এখন মুভি দেখার নেশাটা অনেকটা কেটে গিয়েছে। আমার বাংলা ব্লগ আসার পর মন খুলে বাংলায় সবকিছু প্রকাশ করতে পারছি। নিজের পোস্ট ভেবে লিখতে লিখতে, নিজের পোস্টের নিচে কমেন্টগুলি পড়ে উত্তর দিতে দিতে, অন্যের নানা বিষয়ে লেখা পোস্টগুলি পড়তে পড়তে এবং কমেন্ট করতে করতেই সময় যে কখন ফুরিয়ে যাচ্ছে আমি নিজেও বুঝে উঠতে পারছি না।যাইহোক সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।
সবাইকে অনেক ধন্যবাদ।
অভিবাদন্তে: @green015
আপনার লেখার শব্দের ব্যবহার সত্যিই প্রশংসার দাবিদার। ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।আপনার সুন্দর মন্তব্যের জন্য।
♨️ রিপা রায় ♨️
গায়ের রং কখনও বড় বিষয় নয়। মনের সৌন্দর্য সবথেকে বড় উজ্জ্বলতা 💗। আর আপনি যথেষ্ট সুন্দরী দেখতে। ভালো থাকবেন কারোও নজর যেন না লাগে 🥀
♨️ শুভ কামনা অবিরাম♨️
ঠিক বলেছেন ভাইয়া।মনের সৌন্দর্য্য সবথেকে বড় উজ্জ্বলতা। ধন্যবাদ আপনাকে এবং আপনার প্রশংসা ভরা মন্তব্যকে।
অনেক সুন্দর লিখেছেন দিদি
ধন্যবাদ দাদা আপনার মন্তব্যের জন্য।
হুম ঠিক বলেছেন দিদি।
ধন্যবাদ দাদা আপনার সুন্দর মন্তব্যের জন্য।
😋😋😋
পূর্বে আমি আপনার লেখা দেখেছি। আপনি বেশ ভাল ব্লগ লিখতে পারেন। আপনার জন্য শুভকামনা।
ধন্যবাদ ভাইয়া।আপনাদের আশীর্বাদ এবং অনুপ্রেরণাতে আশা করি পরবর্তীতে আরো ভালো ব্লগ উপহার দিতে পারবো। আশীর্বাদ করবেন।
দিদি আপনিতেই অনেক সুন্দর। আপনার জন্য শুভেচ্ছা রইলো।
আপনাকে অনেক ধন্যবাদ আপু ।আপনার শুভেচ্ছা ভরা মন্তব্যে আমি অনেক খুশি ।
তবে এটা আমি স্বীকার করছি দিদি, আপনার লেখা এবং উপস্থাপনার মাঝে বেশ পরিবর্তন লক্ষ্য করেছি। হ্যা, আমার বাংলা ব্লগ অনেককেই নিজের মনের ভাব প্রকাশের দারুন সুযোগ তৈরী করে দিয়েছে। ধন্যবাদ
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।আমার লেখা এবং উপস্থাপনা সবকিছুই আপনাদের আশীর্বাদেই সম্ভব হয়েছে।
আপনার সম্পর্কে জেনে ভালো লাগলো।আসলেই এই প্লাটফর্ম টা আমাদের নিজেদেরকে নতুন করে উন্মোচনের সুযোগ দিয়েছে।
ঠিক বলেছেন ভাইয়া।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপনান সাথে পরিচিত হতে পেরে আমার অনেক ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা।
ধন্যবাদ ভাইয়া আপনাকে।