"সিম্পল মাছের 3d আর্ট"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের একটি 3d আর্ট নিয়ে।আমি প্রতি সপ্তাহে একটি করে অঙ্কন শেয়ার করার চেষ্টা করি।

সিম্পল মাছের 3d আর্ট:

IMG_20231019_223312.jpg

প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই আর্ট করতে আমার বরাবরই খুবই ভালো লাগে।আজ একটি নতুন আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আজ আমি মাছের একটি 3d আর্ট করার চেষ্টা করলাম।যেটার মাধ্যমে মাছ ও তার ছায়ার প্রতিচ্ছবি ফুটে উঠবে।তবে যেকোনো আর্ট করতে খুবই সময় ও ধৈর্য্যের বিষয়।তাই সবসময় ইচ্ছে থাকা সত্ত্বেও সময় হয়ে ওঠে না।ভিন্ন কোনো কিছুর ছবি আঁকতে বেশ ভালোই লাগে।মাছের 3d আর্টটি করার পর বেশ সুন্দর লাগছিল দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে আর্টটি।যাইহোক তো চলুন শুরু করা যাক---

IMG_20231019_223438.jpg

উপকরণ:

1.সাদা কাগজ
2.কালো বলপেন
3.রঙিন জেল পেন
4.রঙিন পেন্সিল
5.রবার

IMG_20231019_223153.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20231019_223210.jpg
প্রথমে আমি একটি পেন্সিলের সাহায্যে একটি মাছ একে নিলাম।

ধাপঃ 2

IMG_20231019_223221.jpg
একইভাবে একটু দূরত্বে আরেকটি মাছ একে নিলাম পাখনা ও লেজযুক্তভাবে।

ধাপঃ 3

IMG_20231019_223237.jpg
এরপর কালো রঙের বলপেন দিয়ে মাছের বর্ডারগুলি একে নিয়ে লেজ ও পাখনাগুলি রঙিন জেল পেন দিয়ে একে নিলাম।

ধাপঃ 4

IMG_20231019_223254.jpg
এখন অপর মাছটিও একইভাবে একে নিলাম।মাছের বডির ভিতরে নীল রঙের পেন্সিল দিয়ে কালার করে একে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20231019_223454.jpg
এরপর মাছগুলির পাশে তারই প্রতিচ্ছবির মতো করে পেন্সিল দিয়ে মাছের সেপ দুটি একে নিলাম।সবশেষে অঙ্কনের নিচে আমার নাম লিখে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।

ছবি উপস্থাপন:

IMG_20231019_223341.jpg

IMG_20231019_223421.jpg

IMG_20231019_223401.jpg
তো অঙ্কন করা হয়ে গেল আমার "সিম্পল মাছের 3d আর্ট"।এটি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিল।


আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার আজকের 3d আর্টটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণী3d আর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 
 last year 

এটা ঠিক বলেছেন দিদি আর্ট শেষ করতে সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। আপনার আজকের মাছের থ্রিডি আর্টটি সুন্দর হয়েছে দিদি। ধাপে ধাপে সুন্দর করে দেখালেন

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

খুব সুন্দর ভাবে আজকে আপনি আমাদের মাঝে সিম্পল একটি থ্রিডি আর্ট করেছেন মাছের। আসলে এ জাতীয় মাছের আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। এমনিতেই থ্রিডি আর্ট গুলো আমি খুবই পছন্দ করে থাকি অবশ্য পারি না। তারপরও চেষ্টা করি এভাবে অঙ্কন করার জন্য। দোয়া করবেন যেন দ্রুত আমি এভাবে আর্ট করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি।

 last year 

আপনিও চেষ্টা করুন অবশ্যই পারবেন ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 last year 

যেকোনো ধরনের আর্ট দেখতে আমার খুবই ভালো লাগে। আর থ্রিডি আর্ট এর কথা বললে তো আর কোন প্রশ্নই আসে না৷ খুবই সুন্দর ভাবে আপনি মাছের আর্ট করেছেন৷ এরকম থ্রিডি আর্ট সব সময় দেখা যায় না। আপনার কাছ থেকে প্রথম এরকম একটি থ্রিডি আর্ট দেখতে পেরে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি থ্রিডি আর্ট শেয়ার করার জন্য।

 last year 

আপনার কাছে আর্টটি ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগলো ভাইয়া, ভালো থাকবেন।

 last year 

যেকোনো ধরনের আর্ট করে তার নিচে ছায়ার প্রতিচ্ছবি দিলেই অনেকটা থ্রিডি ভাব চলে আসে। আপনার আজকের মাছের থ্রিডি আর্টটি খুব চমৎকার হয়েছে। বিশেষ করে মাছগুলো কালারফুল হওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে। অনেক সময় নিয়ে আর্টটি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 last year 

প্রতিচ্ছবি ফুটিয়ে তোলাটাই কঠিন ও সময়ের কাজ বলে আমার মনে হয়।আপনি ঠিকই বলেছেন আপু,ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনি বরাবরের মতোই অনেক সুন্দর সুন্দর আর্ট করেন। আজকে আপনি সিম্পল একটি মাছের থ্রিডি আর্ট করেছেন। সত্যি অনেক ভালো ছিল এবং অনেক দক্ষতা দিয়ে কাজটি সম্পন্ন করেছেন। আপনার চেষ্টার কোনো কমতি ছিল না। যেকোনো আর্ট করতে সময় ও ধৈর্যের খুবই প্রয়োজন হয়।আপনি যে মাছের ছায়ার প্রতিচ্ছবি এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। যার জন্য আপনি অবশ্যই একটি বাহবা পাবেন। সর্বোপরি ভালো ছিল দিদি। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য

 last year 

চেষ্টা করি ভাইয়া আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করার জন্য।ধন্যবাদ আপনার অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য।

 last year 

বাহ্!সিম্পল মাছের 3d আর্ট করেছেন। দেখতে।পুরো রিয়েলিস্টিক মনে হচ্ছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

চেষ্টা করেছি ভাইয়া সুন্দরভাবে ফুটিয়ে তোলার, ধন্যবাদ আপনাকেও।

 last year 

বাহ!! আপু, আপনি তো খুব সহজ করে সিম্পল মাছের থ্রিডি আর্ট করেছেন। এত সহজ করেও যে এত সুন্দর থ্রিডি আর্ট করা যায় তা আপনার পোস্ট থেকে ধারনা পেলাম। খুবই ভালো লাগলো আপু, আপনার থ্রিডি অংকন টি দেখে। অঙ্কনের প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 last year 

আপনাদের কাছে ভালো লাগলেই আমার কাজের সার্থকতা।ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনি অনেক সুন্দর ও সিম্পল ভাবে মাছের থ্রিডি আর্ট করছেন।আপনার মাছের থ্রিডি আর্ট দেখতে খুবই ভালো লাগতেছে। রঙিন জেল পিন ব্যবহার করে মাছির চিত্র অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

ভাইয়া, আপনার মন্তব্যে অনেক বানান ভুল রয়েছে।আশা করি পরবর্তীতে খেয়াল রাখবেন, ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.24
JST 0.038
BTC 94636.84
ETH 3278.73
USDT 1.00
SBD 3.16