বাড়ীর আশেপাশেই লুকিয়ে আছে জাদুকরী টোটকা

in আমার বাংলা ব্লগ3 years ago

বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন।শরীর সুস্থ তো মন ও সুস্থ।তাই আপনাদের আর ও ভালো রাখতে এবং সুস্থ রাখতে আমি শেয়ার করবো আজ কিছু অতি পরিচিত জাদুকরী উদ্ভিদ। আমাদের সকলের বাড়ির আনাচে -কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এসব উদ্ভিদ।কিন্তু আমরা এর উপকারীতা না জেনেই আগাছা ভেবে উপড়ে ফেলে দিয়ে থাকি। আমি সেই সমস্ত জিনিস আজ তুলে ধরবো আপনাদের মাঝে ।তো জেনে নেওয়া যাক এর উপকারীতা বা গুনাগুন সম্পর্কে-

        ঘুম শাক

IMG_20210626_072454.jpg

ঘুম শাক খেলে প্রচুর ঘুম হয় বলে এর নাম ঘুম শাক।এটা দেখতে গ্রাম বাংলার ক্ষেতে হওয়া আমরুল শাকের মতো।তবে ঘুম শাক আকারে একটু বড়ো পাতা সম্পূর্ণ। কিন্তু এটা হালকা জল জমা মাঠে কিংবা স্যাঁতসেঁতে জায়গায়, ছোট ছোট জলা ভূমিতে এই শাক দেখা যায়।

IMG_20210626_072435.jpg

এটা খেতে আমরুল শাকের মতো টক নয়। তবে খেতে একটু দ্বিধা হলে ঘুম শাক হালকা সেদ্ধ করে জলটা ফেলে দিয়েও ভেঁজে নেওয়া যায় কিংবা এমনি ভেঁজে ও খেতে পারেন।যাদের ঘুম হয় না, অবসাদে ভুগছেন তাদের জন্য এটি খুবই উপকারী।

              ঝাউ গাছ

IMG_20210626_071808.jpg

আমি এর বৈজ্ঞানিক বা ইংরেজি নাম তো জানি না।তবে ছোটবেলা থেকেই ঝাউ গাছ নামেই চিনি একে।

IMG_20210626_071742.jpg

ঝাউ গাছের সঙ্গে ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে।হয়তো যাঁরা গ্রামের তাঁদের ও ছোটবেলা আমার মতো কেটেছে।ছোট বেলায় ঝাউ গাছের ফুলের ডাটি রিং এর মতো তৈরি করে ঝাউ এর আঠা রিংয়ের ভিতরে দিয়ে কত বেলুন উড়িয়েছি।এখনো চেষ্টা করি মাঝে মাঝে পুরোনো দিন ফিরে পাওয়ার।

IMG_20210626_072645.jpg

ঝাউ গাছের ডাল ভাঙলে এক ধরনের ঘন আঠা বের হয়।শরীরের কোনো কেটে যাওয়া অংশের উপর সাথে সাথে এই ঝাউ গাছের আঠা লাগিয়ে দিলে সেই অংশ জোড়া লাগে এবং রক্তক্ষরণ বন্ধ হয়ে ভালো হয়ে যায়।এটা ম্যাজিকের মতো কাজ করে।আপনারা ও কেটে যাওয়া অংশে তৎক্ষণাৎ প্রয়োগ করে দেখতে পারেন ।

             কুলেখারা শাক    

IMG_20210626_072603.jpg

কুলেখারা শাক ও মাঠে ঘাটে দেখা যায়। এটা ঝোঁপের মত হয়।কুলেখারা শাক খেলে শরীরে রক্তল্পতা থাকে না।এটি শরীরে রক্ত তৈরি করতে সাহায্য করে।প্রতিদিন সকালে কুলেখারার রস কিংবা এর তারকারী ঝাল ছাড়া রান্না করে খেলে খুবই উপকার হয়।

IMG_20210626_072625.jpg

কুলেখারা শাকের গায়ে ছোট ছোট লোম থাকে। কুলেখারা শাক কচি অবস্থায় খেতে হয়।কারন একটু বড় হলেই এই গাছে বড়ো বড়ো কাটা জন্মায় এবং ডাটাগুলো শক্ত হয়ে যায়।

           থানকুনি শাক

IMG_20210626_072744.jpg

থানকুনি শাক সবার অতি পরিচিত ।এই শাকের উপকারীতাও সবার জানা।সকালে খালি পেটে থানকুনি পাতা খেলে গ্যাসের সমস্যা হতে মুক্তি পাওয়া যায়। গ্যাসের সমস্যা, বমি বমি ভাব এবং পেট জ্বালা সংক্রান্ত সমস্যা দূর করে।

IMG_20210626_072719.jpg

এটি গ্রাম্য বাড়ির আঙিনায় দেখা যায়।এটা ফুলের টবেও লাগানো যায়।এছাড়া এটা ঝাল ছাড়া তারকারী করে এবং থানকুনি পাতা বেঁটে লবণ, পেঁয়াজ ,সরষের তেল দিয়ে ও মেখে খাওয়া যায়।আপনাদের গ্যাসের সমস্যা থাকলে অবশ্যই থানকুনি পাতা খান।

আমাদের এসব ছোটো ছোটো সমস্যার সমাধান করে এক নিমেষেই চিন্তা মুক্ত করতে পারে এইসব জাদুকরী উদ্ভিদ। তাই এসব গাছকে উপড়ে ফেলে না দিয়ে আমাদের সযত্নে গুরুত্ব দেওয়া উচিত।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

ঘুম শাকের ব্যাপারটি আমার কাছে ভীষণ মজা লেগেছে ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

আপনাকে ও ধন্যবাদ ভাইয়া।

শাক নিয়ে অনেক সুন্দর পোস্ট দিয়েছেন।

 3 years ago 

ধন্যবাদ দাদা আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

নতুন কিছু জানতে পারলাম। ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্টটি পড়ার জন্য।

 3 years ago 

অনেক কিছু জানতে পারলাম দিদি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ দাদা মনোযোগ দিয়ে পড়ার জন্য

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 58000.61
ETH 3105.20
USDT 1.00
SBD 2.42