"আমার বাংলা ব্লগ" প্রতিযোগীতা -৩৬ || "বোটানিক্যাল ক্যান্ডেল তৈরি"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।এই প্রতিযোগিতার বিষয় পড়ে বুঝলাম এটা গরমকে ঘিরে।তাই প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে থাকতে পারলাম না।তাই আবারো আমি চলে আসলাম বরাবরের মতোই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে।আর আমার যেকোনো diy করতে খুবই ভালো লাগে।তাই সেই ভালো লাগা থেকেই ইউনিক একটি ক্যান্ডেল তৈরি করার চেষ্টা করলাম।এইজন্য বিশেষভাবে ধন্যবাদ ও ভালোবাসা জানাই আমাদের শ্রদ্ধেয় ও প্রিয় বড় দাদাকে।কারন তিনি ছাড়া এইসব কিছুই কল্পনাও করা যেত না।এছাড়া আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন ও মডারেটর দাদা ও দিদিদেরকে এত সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

বোটানিক্যাল ক্যান্ডেল তৈরি:

IMG_20230509_181448.jpg

IMG_20230509_181225.jpg

আমার যেকোনো diy তৈরি করতে খুবই ভালো লাগে। আর এইবারের বিষয়টি যেহেতু diy সংক্রান্ত তাই না করে থাকতে পারলাম না।এখন চলছে গরমকাল।যেহেতু গরমকালে সবাই অতিষ্ট,তাই বারবার লোডশেডিং দেখা যায় রাতের বেলায়।তখনই অন্ধকার মুহূর্তকে আলোয় আলোকিত করে তোলে এই ছোট্ট ক্যান্ডেলগুলি।যদিও ক্যান্ডেল তৈরি করার কোনো পূর্ব অভিজ্ঞতা আমার নেই।তবুও আমার খুবই ভালো লাগছে কমিউনিটিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে।আর আমি বিভিন্ন উদ্ভিদ দিয়ে ক্যান্ডেল তৈরির প্রচেষ্টা করলাম।এটা তৈরি করতে আমার অনেক সময় লেগে গেছে।কিন্তু ক্যান্ডেলটি এমনিতেই খুবই আকর্ষণীয় দেখতে হয়েছিল আর জ্বালানোর পর অনেক সুন্দর দেখতে লাগছিল।আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।মোমবাতির আলোয় আলোকিত হোক সকলের জীবন।চলুন এই প্রত্যাশা নিয়েই ক্যান্ডেলটি তৈরি করা যাক----

IMG_20230509_181106.jpg

★বোটানিক্যাল ক্যান্ডেল তৈরির বিষয়বস্তু :

সকাল বেলা দাঁত ব্রাশ করতে করতেই যখন হঠাৎ চোখে পড়লো অপরাজিতা ফুল গাছে একটি ফুটন্ত ফুল ফুটে আছে।তখনই আমার মনে হলো এইবার ফুল ও উদ্ভিদ দিয়ে কিছু নতুন করবো।আর ক্যান্ডেল তৈরির আইডিয়াটি মাথায় আসলো,তাই মন থেকে লেগে পড়লাম কাজে।আমি মূলত এখানে বেশ কিছু উদ্ভিদ ও ফুল ব্যবহার করেছি।যেমন-(অপরাজিতা ফুল,নিমপাতা,পর্তুলিকা ফুলের পাতা,জবা ফুলের পুংস্তবক এবং নয়নতারা ফুল)ইত্যাদি।আসলে বাড়িতে দীপাবলী উপলক্ষে অনেক ছোট ছোট মোমবাতির প্যাকেট কেনা হয়েছিল।সব মোমবাতি ব্যবহার করা হয়ে গেলেও একটি মাত্র প্যাকেট অবশিষ্ট ছিল।এছাড়া কিছু পুরোনো মোমবাতি ছিল তাই দিয়েই কাজ শুরু করলাম।যদিও সেগুলো গলিয়ে ছোট একটি কান্ডেল হয়েছে।তবে ক্যান্ডেল তৈরির পর নয়নতারা ফুলের কালার চেঞ্জ হয়ে গিয়েছে।

★উপকরনসমূহ:

●মোমবাতি-17 টি
●প্লাস্টিকের গ্লাস-1 টি
●অপরাজিতা ফুল
●নয়নতারা ফুল
●নিমপাতা
●জবা ফুলের পুংস্তবক
●পর্তুলিকা ফুলের পাতা
●নারিকেলের শলা- 1 টি
●সুতা অল্প পরিমাণ
●আঠা
●ছাকনি
●কেচি

GridArt_20230509_175340205.jpg

IMG_20230509_175106.jpg

★প্রস্তুত-প্রণালি:

ধাপঃ 1

IMG_20230509_175045.jpg
প্রথমে আমি বিভিন্ন উদ্ভিদ জাতীয় গাছের পাতা, ফুল ও পুংকেশর সংগ্রহ করে নিয়েছি।

ধাপঃ 2

IMG_20230509_175645.jpg
এখন প্লাস্টিকের একটি ছোট গ্লাস নিয়ে নিয়েছি।

ধাপঃ 3

IMG_20230509_175614.jpg
এরপর আমি আঠা নিয়ে নিলাম।তারপর নয়নতারা ফুলের ডাটি কেচি দিয়ে কেটে সমান করে নিয়ে পাপড়ির গায়ে আঠা লাগিয়ে নিলাম।

ধাপঃ 4

IMG_20230509_175748.jpg
এবারে নয়নতারা ফুল প্লাস্টিক গ্লাসের মধ্যে আটকে নিলাম। একইভাবে নিমপাতার গায়ে সামান্য আঠা লাগিয়ে সাজিয়ে নিলাম গ্লাসের মধ্যে।

ধাপঃ 5

IMG_20230509_175812.jpg
তো নিমপাতাগুলি আমার আটকে নেওয়া হয়ে গেছে প্লাস্টিক গ্লাসের মধ্যে।

ধাপঃ 6

GridArt_20230509_175945909.jpg
এখন পর্তুলিকা ফুলের পাতা,অপরাজিতা ফুল ও জবা ফুলের পুংকেশর আটকে নিলাম গ্লাসের মধ্যে।

ধাপঃ 7

IMG_20230509_180129.jpg
তো প্লাস্টিক গ্লাসটির মধ্যে আমার সব উদ্ভিদগুলি সাজিয়ে নেওয়া হয়ে গেছে।

ধাপঃ 8

IMG_20230509_175700.jpg
এরপর আমি একটি স্টিলের বাটিতে মোমবাতিগুলি ভেঙে ছোট ছোট টুকরো করে নিলাম এবং ভিতরের সুতা বের করে ফেলে দিলাম।

ধাপঃ 9

GridArt_20230509_174914234.jpg
এখন একটি ছোট হাড়িতে অল্প জল নিয়ে গরম করে নেব।জলের মধ্যে মোমের বাটি বসিয়ে দিলাম।

ধাপঃ 10

IMG_20230509_180144.jpg
এবারে মোমগুলি কাঠি দিয়ে নেড়েচেড়ে গলিয়ে নিলাম।

ধাপঃ 11

GridArt_20230509_180253743.jpg
এখন একটি ছাকনি প্লাস্টিক গ্লাসের মুখে দিয়ে নিলাম।

ধাপঃ 12

IMG_20230509_180337.jpg
এরপর ছাকনির মাধ্যমে ছেঁকে প্লাস্টিক গ্লাসের মধ্যে ঢেলে নিলাম গলানো মোমগুলি।

ধাপঃ 13

IMG_20230509_180353.jpg
এখন একটি নারিকেলের শলার গায়ে সুতা জড়িয়ে গলানো মোমের ঠিক মাঝখানে বসিয়ে দিলাম।

ধাপঃ 14

IMG_20230509_180745.jpg
এখন প্লাস্টিক মোমের গ্লাসটি ঠান্ডা করতে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য।

ধাপঃ 15

IMG_20230509_180547.jpg
তো মোমের গ্লাসটি ঠান্ডা হয়ে জমে গেছে এবং ক্যান্ডেল তৈরী হয়ে গেছে।

ধাপঃ 16

IMG_20230509_180611.jpg
এখন ক্যান্ডেলটি প্লাস্টিক গ্লাস থেকে খুবই সাবধানে বের করে নেব।এখানে প্লাস্টিক গ্লাস না কেটেই আমি ক্যান্ডেলটি বের করে নিয়েছি।

ধাপঃ 17

IMG_20230509_180634.jpg

IMG_20230509_180903.jpg
এরপর ক্যান্ডেলের চারিপাশে বাড়তি জবা ফুলের পুংকেশর ও নিমপাতা কেচি দিয়ে কেটে সমান করে নিলাম।

ধাপঃ 18

IMG_20230509_180930.jpg

IMG_20230509_180940.jpg
এবারে ক্যান্ডেলের মাঝে সুতাটি ছোট করে রেখে কেচি দিয়ে কেটে নিলাম।

ধাপঃ 19

IMG_20230509_180915.jpg
তো তৈরি করা হয়ে গেল আমার "বোটানিক্যাল ক্যান্ডেল"।ক্যান্ডেলের চারিপাশ ফুল ও পাতা দিয়ে সুসজ্জিত।

শেষ ধাপঃ

IMG_20230509_181126.jpg

IMG_20230509_181340.jpg
সবশেষে ক্যান্ডেলটির পরিপূর্ণ রূপ দিলাম।একটি দেশলাই কাঠি দিয়ে ক্যান্ডেলটি জ্বালিয়ে দিলাম।

ছবি উপস্থাপনা:

IMG_20230509_181023.jpg

IMG_20230509_181040.jpg

IMG_20230509_181359.jpg

IMG_20230509_181415.jpg

IMG_20230509_181433.jpg

IMG_20230509_181504.jpg

বোটানিক্যাল ক্যান্ডেলটি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিল।এটা তৈরি করতে পেরে আমার ও খুবই ভালো লেগেছে।আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার আজকের ক্যান্ডেলটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

পোষ্ট বিবরণ:

বিষয়বোটানিক্যাল ক্যান্ডেল তৈরি
শ্রেণীdiy
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান
Sort:  
 last year 

বাহ্! দারুন একটি ক্যান্ডেল তৈরি করেছো তো বোন । থিমটা অনেক সুন্দর হয়েছে। ক্যান্ডেলটাও খুব সুন্দর দেখাচ্ছে । ক্যান্ডেল তৈরীর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছ। শুভকামনা রইল তোমার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ দিদি,তোমার প্রশংসাভরা মন্তব্য পেয়ে ভালো লাগলো।

 last year 

আপু প্রথমেই আপনাকে কনটেস্ট ৩৬ এর জন্য শুভকামনা জানাই।খুবই সুন্দর একটি বোটানিক্যাল ক্যান্ডেল ডাই আপনি তৈরি করেছেন।অনেকটা সময় নিয়ে করেছেন বোঝায় যাচ্ছে ডাই টি।চমৎকার ছিল এককথায় আপনার উপস্থাপনা।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপনার উৎসাহমূলক মন্তব্য পড়ে ভালো লাগলো,অনেক ধন্যবাদ আপু।

 last year 

প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি ঠিক বলেছেন আপু বিদ্যুৎ চলে গেলে মোমবাতি সবদিকে আলোকিত করে। বোটানিক্যাল ক্যান্ডেল প্রজেক্টটি দারুণ হয়েছে। আপনার আইডিয়ার প্রশংসা করতেই হয়। যাইহোক পোস্টটি দেখে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আপনার প্রশংসাভরা মন্তব্য পেয়ে আরো উৎসাহিত হলাম,অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 62261.29
ETH 2614.53
USDT 1.00
SBD 2.56