Diy-"একটি পুকুরের বাস্তুতন্ত্র অঙ্কন"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)
একটু চাপে আছি😔🙃ঠিক এইরকম।
চাপটা কিসের!🤔
স্টুডেন্ট লাইফে যে চাপটা বেশি ঘিরে ধরে সকলের সেই পরীক্ষার চাপ😀।একবার শুরু হলেই বুঝতে হবে পরীক্ষা শেষ।কিন্তু সেই শুরুটা যদি বার বার হতে গিয়ে ও না হয় তাহলেই বিপত্তি।এইরকম সমস্যা হলে সব স্টুডেন্টদের মধ্যেই চাপ কাজ করে আমার ধারনায়।যেমন দেখুন না,আমাদের বর্ধমান ইউনিভার্সিটি আমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 22 তারিখে নির্ধারণ করেছিল।কিন্তু ভোট থাকার কারনে পরীক্ষা পিছিয়ে দিল। পরীক্ষার রুটিন পেয়ে গেছি কয়েকদিন আগেই মার্চ মাসের 7 তারিখ মানে আজ (সোমবার)থেকে আমাদের পরীক্ষা হবে বলে।অনলাইনে পরীক্ষা দিতে হবে তাই আগে থেকে প্রস্তুতি তেমন নেই বললেই চলে।তবে কয়েকদিন আগে থেকে একটু প্রস্তুতির চাপ ,একটা ছবিও কোনোরকম আকার চেষ্টা করছিলাম গতকাল সন্ধ্যাবেলা পরীক্ষা সম্পর্কিত। যাইহোক গতকাল রাত 11 টায় যখন ক্লাসের আমাদের হোয়াটসআপ গ্রূপে চোখ রেখে ঘুমাতে যাবো।তখন ম্যাসেজে দেখছি আজ (সোমবার) পরীক্ষা হবে না অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।পরে আবার তারিখ দেওয়া হবে,কবে হবে তাও জানি না।তাই সকালে বসে পড়লাম একটি পোষ্ট লিখতে।
আজকের শুরুটা একটু অন্যরকমভাবে করলাম।এতক্ষন ধরে অনেক কথা বলে ফেললাম, তো আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটি অঙ্কন।সেটি হলো -"একটি পুকুরের বাস্তুতন্ত্র"।আমি এটি মাত্র 15-20 মিনিটে এঁকেছি।তো চলুন শুরু করা যাক---
উপকরণ:
●সাদা কাগজ
●পেনসিল
●রবার
●এবং কালো রঙের বলপেন
অঙ্কনের পদ্ধতি:
ধাপঃ 1
●প্রথমে আমি অঙ্কনের উপকরণগুলো নিয়ে নেব।যেমন-খাতা,পেন্সিলসহ ইত্যাদি।
ধাপঃ 2
--
●এরপর আমি স্কেল দিয়ে চারকোনা একটি বক্স একে নিলাম।
ধাপঃ 3
--
●এবারে বক্সের মধ্যে "u" চিহ্নের মতো একটি চিহ্ন পেনসিল দিয়ে একে নিয়ে।সেই চিহ্নের উপরে দুইপাশে ঘাস একে নেব।
ধাপঃ 4
--
●এরপর ঘাসের মধ্যে বড়ো গাছ ও উদ্ভিদের চিত্র একে নেব দুইপাশে পেনসিল দিয়ে। "u" চিহ্নের ভিতর দিয়ে আরেকটি বর্ডার একে নিয়ে তার মধ্যে পেন্সিলের বিন্দু ও কালো রঙের বলপেন দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু একে নেব।যেটি পুকুরের নিচের কাঁদা ও মাটিকে নির্দেশ করবে।
ধাপঃ 5
--
●এবারে পুকুরের উপরে একটি সূর্য একে নেব।যার আলোকে গাছের পাতায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হওয়াকে নির্দেশ করে।পুকুরের মধ্যে জল একে নেব পেনসিলের দাগ দিয়ে।
ধাপঃ 6
--
●পুকুরের মধ্যে এইবার বিভিন্ন স্তর একে নেব।হাতের ছবিটা তুলে নিলাম।
ধাপঃ 7
--
●এরপর পুকুরের মধ্যে বড়ো মাছ,শাপলা ও শ্যাওলা ,জুপ্ল্যাঙ্কটন একে নেব।যেটি প্রথম স্তর,দ্বিতীয় স্তর ও তৃতীয় স্তরের খাদক একে নেব নির্দেশ করে।
ধাপঃ 8
--
●এবারে পুকুরে বসবাস করা বিভিন্ন ছোট ছোট জীব একে নিলাম।যেমন- হাঁস, মাছ ,কেঁচো,ব্যাকটেরিয়াসহ বিভিন্ন জলপোকা একে নিলাম।তাদের পাশে তাদের নাম লিখে দিলাম ছোট করে।নিচে লিখে দিলাম পুরো চিত্রটির নামটি।
ধাপঃ 9
--
●তো অঙ্কন করা হয়ে গেল ঝটপট আমার "পুকুরের বাস্তুতন্ত্র" চিত্রটি।সবশেষে আমার নাম অঙ্কনের নীচে আজ আর লিখলাম না।এটিই শেষের চিত্র।
আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার চিত্র অঙ্কনটি।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
একটি পুকুরের বাস্তুতন্ত্রের চিত্র অংকনটি অসাধারণ হয়েছে আপু। আপনার চিত্র অংকন থেকে ক্লাস এইট এর কথা মনে পড়ে গেল ।তখন আমাদের ক্লাসে এটা শেখানো হয়েছিল।
আপনার জন্য শুভকামনা রইল।
ভাইয়া, এটি আমাদের কলেজের বাধ্যতামূলক পরিবেশবিদ্যা সাবজেক্ট এর ছোট্ট একটি অংশ মাত্র।তাই আকলাম, অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আপনি পুকুরের বাস্তুতন্ত্র অঙ্কনটি অনেক সুন্দর ভাবে করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। বাস্তুতন্ত্রটি দেখতে খুবই চমৎকার লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ঠিকই বলেছেন দিদি পরীক্ষা শুরু হলেই শেষের অপেক্ষার প্রহর আসতে বেশি সময় লাগে না। কিন্তু সেই শুরুটা যদি হতে গিয়েও না হয় তাহলে বিরক্তির আর শেষ থাকে না। মাছের পুকুরের চিএটা দারুণ একেছন। আমি এইরকম চিএ একেছিলাম একবার আমার কৃষিশিক্ষা বইয়ে ছিল। যাইহোক অনেক সুন্দর একেছেন দিদি।
ভাইয়া, এটি আমাদের কলেজের বাধ্যতামূলক পরিবেশবিদ্যা সাবজেক্ট এর ছোট্ট একটি অংশ মাত্র।তাই আকলাম, অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আপনি অনেক সুন্দর হবে একটি পুকুরের বাস্তুতন্ত্র অংকন করেছেন । সুন্দর ভাবে অংকন করার পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল
অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
অনেক সুন্দর ভাবে একটি পুকুরের বাস্তুতন্ত্র অঙ্কন করেছেন। আসলে এটি বেশ চমৎকার দেখাচ্ছে, কেননা পুরো একটি পুকুরের সম্পূর্ণ উপর এবং পানির নিচে কি রয়েছে সেগুলো বিস্তারিতভাবে আপনি অঙ্কন করেছেন। আর উপস্থাপনাও খুব ভলো করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপু আপনি খুবই প্রতিভার সাথে পুকুরের এই চিত্রটি অঙ্কন করেছেন। আসলে এটা অনেক প্রতিভার কাজ। আপনার প্রতিভা আছে এটা বলতে হবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য যে এত সুন্দর একটি এত সুন্দর একটি চিত্র অঙ্কন করে আমাদেরকে উপহার দিলেন। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
পুকুরের বাস্তুতন্ত্র অংকন খুবই সুন্দর হয়েছে আপু ।আপনার বাস্তুতন্ত্র অংকন এর মাধ্যমে ক্লাস টেনে পড়ার স্মৃতি মনে পড়ে গেল। এত সুন্দর করে বাস্তুতন্ত্র খাদ্যজালের পরিবেশ বান্ধব একটি বিষয় শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভাইয়া, এটি আমাদের কলেজের বাধ্যতামূলক পরিবেশবিদ্যা সাবজেক্ট এর ছোট্ট একটি অংশমাত্র।তাই আকলাম, অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।
একটি পুকুরের বাস্তুতন্ত্র অঙ্কন আইডিয়াটা দারুণ ছিল।
বাহ পানিতে বসবাসকারী প্রায় সবগুলো প্রাণী অবস্থান দেখানোর চেষ্টা করেছেন খুবই ভালো লাগবে চিত্রটি দেখে
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
পরীক্ষার তারিখে দিয়েও সেই পরীক্ষা নাহলে আসলেই খুবই খারাপ লাগে। আপনার এই বাস্তু তন্ত্র পড়েছিলাম স্কুলে থাকতে। অনেকদিন পর আবার আগের ছবিটি দেখতে পেলাম। এই ছবিটিতে জানার আছে অনেক কিছু। শুভকামনা রইল
ভাইয়া, এটি আমাদের কলেজের বাধ্যতামূলক পরিবেশবিদ্যা সাবজেক্ট এর ছোট্ট একটি অংশ মাত্র।তাই আকলাম, অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আসলেই আমিও চাপে আছি। সকল স্টুডেন্টদের একটাই যা পরীক্ষার চাপ। সামনে পরীক্ষা। আসলে প্রস্তুতি নাই বল্লেই চলে। মন দিয়ে পড়ুন যা হবার হবে আপু।একটি পুকুরের বাস্তুতন্ত্র অংকন বেশ দক্ষতার সহিত করেছেন। আসলে এত ছোট ভাবে অঙ্কন করা অনেক দক্ষতার প্রয়োজন হয। আপনি দারুণভাবে এটি তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর উৎসাহমূলক মন্তব্যের জন্য।