"এসো নিজে করি" বিশেষ ক্রিসমাস সপ্তাহ-"মাটি দিয়ে তৈরি স্যান্টা-ক্লজের মুখের ভাস্কর্য"
নমস্কার
বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?
আশা করি গতকাল বড়দিনের উৎসব কাটিয়ে সবাই অনেক অনেক ভালো আছেন এবং অনেক আনন্দে কাটিয়েছিলেন দিনটি।আমিও মোটামুটি ভালোই কাটিয়েছিলাম দিনটি।আমি আবারো একটি নতুন diy নিয়ে আজ হাজির হলাম আপনাদের সামনে।যাইহোক মেরি ক্রিসমাস উপলক্ষে diy প্রতিযোগিতায় এটি আমার দ্বিতীয় অংশগ্রহণ।এছাড়া মেরি ক্রিসমাস উপলক্ষে এক সপ্তাহ ব্যাপী যে সুন্দর diy প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে কমিউনিটি কর্তৃক।এইজন্য কমিউনিটির প্রতি রইলো আমার অফুরন্ত ভালোবাসা ও সম্মান।
স্যান্টা-ক্লজ,হ্যাঁ যার নাম শুনলেই বাচ্চারা খুবই খুশি হয় ।প্রত্যেক বছর মেরি ক্রিসমাসের দিন যার নাম সবাই স্মরণ করে বাচ্চা থেকে বয়স্ক সবাই।স্যান্টা-ক্লজ বাচ্চাদের সুন্দর সুন্দর জিনিস উপহার দিতেন রাতের অন্ধকারে।তাছাড়া গরিবদেরকে সর্বদা সাহায্য করতেন।স্যান্টা-ক্লজ বাচ্চাদের সবসময় আনন্দ দিতেন।তাই আজ আমি "স্যান্টা-ক্লজের মুখের ভাস্কর্য তৈরি করলাম মাটি দিয়ে"।আসলে ছোটবেলায় মাটি দিয়ে অনেক পুতুল ,পাখি ,ফুল ইত্যাদি তৈরি করা হতো।তাই আজ দীর্ঘদিন পর একটু চেষ্টা করলাম।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন শুরু করা যাক------
উপকরণ:
1.মাটি
2.প্লাস্টিকের কাটা চামচ
3.জল রং (লাল, সাদা,কালো,টিয়ে,বেগুনি)
4.জল
প্রস্তুত প্রনালী:
প্রথমে আমি এখানে মাটি ও একটি প্লাস্টিকের কাটা চামচ নিলাম।
এবার মাটি দুই হাতের তালু দিয়ে গোল করে নিলাম।
মাটিটি গোল করে একটি মুখের আকৃতি বানিয়ে নেব।
মাথার উপরে টুপি তৈরি করে নিলাম মাটি দিয়ে।
এখন হাতে একটু জল নিয়ে মুখের আকৃতিটি সুন্দর করে নেব।মুখে দাড়ির আকৃতি তৈরি করে নেব।
এরপর কাটা চামচের সাহায্যে দাগ কেটে নিলাম দাঁড়িতে।ঠোট তৈরি করে নিলাম।
এইবার মূর্তির নাক,চোখ ও ভ্রু তৈরি করে নিলাম মাটি গোল করে নিয়ে।
এইবার জল রংগুলি নিয়ে নিলাম।
স্যান্টা-ক্লজের মাথার টুপিতে লাল জলরং করে নিলাম হাতের একটি আঙুলের সাহায্যে।
এরপর ভ্রু ও নাকে কালো জলরং করে নিলাম।চোখে সাদা জলরং করে নিলাম।
সাদার উপরে কালো রং করে পুনরায় কালোর মধ্যে সাদা বিন্দু একে নেব।ঠোঁটের মধ্যে বেগুনি জলরং করে নিলাম।
টুপির বাকি অংশ সাদা জলরং করে নেব হাতের আঙুলের সাহায্যে।মুখে টিয়ে জলরং করে নেব।
স্যান্টা-ক্লজের দাড়িটি ও গোঁফে সাদা জলরং করে নিলাম হালকা করে।
তো মাটি দিয়ে বানিয়ে ফেললাম "স্যান্টা-ক্লজের মুখের ভাস্কর্য"।আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আমার diy টি।
ধন্যবাদ সবাইকে।
সকলেই ভালো ও সুস্থ থাকবেন।
দিদি মাটি দিয়ে তৈরি স্যান্টা-ক্লজের মুখের ভাস্কর্য অনেক সুন্দর এবং নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন দেখে অনেক ভালো লাগলো এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন
আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে।
মাটি দিয়ে তৈরি স্যান্টা-ক্লজের মুখের ভাস্কর্য অসাধারণ হয়েছে আপু। আপনার প্রতিভা দেখে আমার খুবই ভালো লাগলো। সত্যি আপু আপনার অনেক প্রতিভার হয়েছে। দারুন একটি ভাস্কর্য তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু। শুভকামনা রইল আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার প্রশংসাভরা সুন্দর মন্তব্য শুনে খুশি হলাম।
আপু আপনার মাকে দিয়ে তৈরি সান্টা-ক্লজের ভাস্কর্যটি দারুন হয়েছে বলতে হবে। মাটি দিয়ে যারা যেকোনো ভাস্কর্য তৈরি করতে পারে তারা আর যাই হোক শিল্পীর থেকে কম হতে পারে না।
খুব সুন্দর করে আপনি ধাপে ধাপে দেখিয়ে দিয়েছেন আপনার আজকের ভাস্কর্যের কৌশল গুলি।
আপনাকে আপু এবং অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার প্রশংসাভরা মিষ্টি মন্তব্যের জন্য।
আপনি সবসময়ই ব্যতিক্রম এবং ইউনিক কিছু করেন যেটা আসলে সবার সঙ্গে মেলে না। এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। ঠিক আজকেও আপনি শান্টা-ক্লজের মুখের যে শিল্পকর্মটি করেছেন মাটি দিয়ে তা অসাধারণ লাগছে।
হ্যাঁ আপু,চেষ্টা করি নতুন কিছু করার।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাকে উৎসাহ দেওয়ার জন্য সুন্দর মন্তব্য দ্বারা।
আপু আপনি মাটি দিয়ে খুবই সুন্দর স্যান্টা ক্লজ তৈরি করেছেন, আপনার স্যান্টাক্লজ এর প্রতিটি ধাপ দেখে আমি মুগ্ধ ও রীতিমতো বাকরুদ্ধ অবস্থা, সত্যি বলতে অনেকটা পরিশ্রম ও সময় এর মাধ্যমে আপনি আপনার দক্ষতা ফুটিয়ে তুলেছেন স্যান্টাক্লজ এর মাধ্যমে। সত্যি আপু আপনি প্রশংসার দাবিদার, শুভকামনা রইল আপনার জন্য।
হ্যাঁ ভাইয়া, সময় একটু লেগেছিল।তবে আপনি মুগ্ধ হয়েছেন এটা জেনে আমার খুবই ভালো লাগছে।অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপু আপনার সৃজনশীল এই কাজটি আমার কাছে অনেক ভালো লেগেছে।মাটি দিয়ে বানানো স্যান্টা-ক্লজের মুখের ভাস্কর্যটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে।বিশেষ করে মাথার উপরের অংশের টুপির আকৃতি প্রদান অসাধারণ ছিল। ধাপগুলোও খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন।শুভেচ্ছা রইল আপনার জন্য।
আপনাদের কাছে ভালো লাগাই আমার চেষ্টার সার্থকতা ভাইয়া।শুনে খুশি হলাম যে আপনার কাছে ভালো লেগেছে কাজটি।অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপু মাটি দিয়ে তৈরি আপনার স্যান্টা ক্লজ অসাধারণ হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। মাটি দিয়ে এটা কিভাবে সম্ভব ?এরকম অসম্ভব একটি কাজ আপনি করে দেখিয়েছেন। খুবই চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। আবার কালার করেছেন। প্রতিটি ধাপ এত সুন্দর করে দেখিয়েছেন যা দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে আপনার বানানোর পদ্ধতি ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর ইউনিক একটি স্যান্টা ক্লজ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু।তবে আমার কাছে বেশি রং ছিল না।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার গঠনমূলক সুন্দর মন্তব্যের জন্য।
অসাধারন ক্রিয়েটিভিটির মধ্যে একটি। মাটি দিয়ে আপনি খুব সুন্দর করে সান্তা ক্লজের মুখমণ্ডল বানিয়েছেন। কালার করাতে মুখটা সুন্দর করে ফুটে উঠেছে দিদি। আমার কাছে ভালো লেগেছে দিদি। ধন্যবাদ
আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগলো ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।
অসাধারণ মাটি দিয়ে তৈরি স্যান্টা-ক্লজের মুখের ভাস্কর্যটি দেখতে যেন সত্যি কারের লাগছে।দিদি আপনার হাত তৈরি করার পদ্ধতিটি অনেক দারুণ।প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করছেন।এদে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ দাদা,আপনার সুন্দর মন্তব্যের জন্য।
এটা দারুন ছিল। মাটি দিয়ে সান্তা ক্লজ তৈরির আইডিয়া। কালার গুলো ঠিকঠাক আছে। প্রতিটি ধাপ সুন্দরভাবে দেখিয়েছেন। ভাস্কর্য্য টি ঘরে সাজিয়ে রাখার মত । ধন্যবাদ
দাদা এই প্রথম তৈরি করলাম তাও আবার ঠিক মতো রং ছিল না আমার কাছে।যাইহোক আপনার প্রশংসা শুনে উৎসাহ পেলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে।