"Diy"জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে-"একটি কন্যা সন্তানের ছবি অঙ্কন"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো- "ভারতের জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে একটি কন্যা সন্তানের ছবি অঙ্কন"।

মূলত 24 জানুয়ারি দিনটি পালনের উদ্দেশ্য হচ্ছে-"মেয়েদেরকে এখনো পদে পদে যে বাঁধা ও বিপত্তির সম্মুখীন হতে হয় সেই সম্পর্কে মানুষকে সচেতন করা।

IMG_20220124_210529.jpg

24 শে জানুয়ারি জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয় সারা ভারতবর্ষে।এটি গতকাল ছিল।এই দিনটি 2008 সাল থেকে ভারত সরকার পালন করে আসছে।এই সম্পর্কে দেশ জুড়ে নানা অনুষ্ঠান হয় কন্যাশিশুদের অধিকার ও লেখাপড়া শেখানো,স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার বার্তা দেওয়া হয়।এছাড়া বিভিন্ন অঞ্চলে যে অমানবিক কাজ করা হয় কন্যাশিশুকে নিয়ে তা দূর করে সকলকে মানবিক হওয়ার শপথ গ্রহণ করতে হয়।সুতরাং নারী ও পুরুষ সমান অধিকার সেই বিষয়টি আমাদের সকলের মনে রাখতে হবে।মনে রাখবেন কন্যা সন্তান আমাদের গর্ব ও আমাদের ভবিষ্যৎ।তো চলুন অঙ্কন শুরু করা যাক---

■উপকরণ:

●সাদা কাগজ
●পেন্সিল
●রবার
●নীল রঙের বলপেন
●কালো রঙের বলপেন

■অঙ্কনের পদ্ধতি:

ধাপঃ 1

IMG_20220124_211548.jpg

●প্রথমে আমি অঙ্কনের উপকরণগুলি নিয়ে নেব।তারপর পেন্সিল দিয়ে মাথার ছোট চুল একে নেব।

ধাপঃ 2

IMG_20220124_210303.jpg

●এরপর মেয়েটির মুখ একে নেব।

ধাপঃ 3

IMG_20220124_210315.jpg

●এরপর মেয়েটির দুটি কান ও গলা একে নেব।

ধাপঃ 4

IMG_20220124_211445.jpg

●এটি যেহেতু বাচ্চা মেয়ে সেহেতু অবশ্যই মাথার দুইপাশে খোঁপা দিয়ে বাঁধা চুল একে নেব।

ধাপঃ 5

IMG_20220124_210357.jpg

●তো চুল একে নেওয়া হয়ে গেলে নীল রঙের বলপেন দিয়ে চুলের খোঁপা দুটি একে নেব।

ধাপঃ 6

IMG_20220124_210408.jpg

●এরপর মেয়েটির নাক,চোখ ও ভ্রু একে নেব।

ধাপঃ 7

IMG_20220124_210417.jpg

●এরপর কালো রঙের বলপেন দিয়ে মেয়েটির চোখের মণি একে নেব।

ধাপঃ 8

IMG_20220124_211358.jpg

●তো মেয়েটির চোখ পুরোপুরি অঙ্কন করা হয়ে গেল।এরপর মেয়েটির ঠোঁট একে নেব।

ধাপঃ 9

IMG_20220124_211517.jpg

●এবারে মেয়েটির গাঁয়ের গেঞ্জি একে নেব।এছাড়া চারিপাশ পেন্সিল দিয়ে বর্ডার করে একে নেব।গেঞ্জির মধ্যে ছোট বড়ো ডেরা করে একে নেব।নীল রঙের বলপেন দিয়ে নিজের নামটি নিচে লিখে দেব একই সঙ্গে জাতীয় কন্যাশিশু দিবস ও লিখে দেব।

ধাপঃ 10

IMG_20220124_210519.jpg

●এরপর মেয়েটির গায়ে গেঞ্জির ডেরাগুলি গাড় পেন্সিল দিয়ে সেপ দিয়ে নেব।তো আমার অঙ্কন করা হয়ে গেল "একটি কন্যা সন্তানের ছবি অঙ্কন"।

আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আমার অঙ্কনটি।ধন্যবাদ সবাইকে।সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।💐

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে সুন্দর একটি কন‍্যার চিত্রাঙ্কন করেছেন। আমি জানতামি না আজ কন‍্যা দিবস আপনার পোষ্টটি দেখে মনে পরে গেলো। সুন্দর উপস্থাপন করেছেন। শুভেচ্ছা রইল দিদি।

 3 years ago 

ভাইয়া গতকাল ছিল শিশুকন্যা দিবস।এটি শুধু ভারতবর্ষের, আপনাদের দেশে আলাদা দিনে পালিত হয়।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে দিদি আপনি একটি কন্যা সন্তানের ছবি অঙ্কন করেছেন অনেক সুন্দর হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয় আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, অনুপ্রাণিত হলাম।

 3 years ago 

খুব সুন্দর মেয়েটির চিত্র অংকন করেছেন জাতিয় কন্যা শিশু দিবস উপলক্ষে। খুব ভালো হয়েছে।শুভ কামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অনেক সুন্দর একটি কন্যার ছবি এঁকেছেন আপু।

"মেয়েদেরকে এখনো পদে পদে যে বাঁধা ও বিপত্তির সম্মুখীন হতে হয় সেই সম্পর্কে মানুষকে সচেতন করা।

আপনি ঠিক বলেছেন মেয়েদেরকে এখনো অবহেলিত এবং নির্যাতিত হতে হয়। কন্যা দিবসেই মানুষকে সচেতন করা সম্পর্কে সতর্ক করা হয়। এ দিবসে অসাধারণ একটি পোস্ট করেছেন। দেখে অনেক ভালো লাগলো।

 3 years ago 

হ্যাঁ আপু,মানুষকে আরো সচেতন হতে হবে মেয়েদের প্রতি।অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর মন্তব্যের জন্য।

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে-"একটি কন্যা সন্তানের ছবি অঙ্কন অনেক সুন্দর করেছেন আপু। জাতীয় কন্যা দিবস এর সুন্দর একটা কন্যা চিত্রাংকন শেয়ার করুন আমাদের সাথে। যা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা ধাপ নিখুঁত ভাবে তৈরি করে শেয়ার করুন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

মূলত 24 জানুয়ারি দিনটি পালনের উদ্দেশ্য হচ্ছে-"মেয়েদেরকে এখনো পদে পদে যে বাঁধা ও বিপত্তির সম্মুখীন হতে হয় সেই সম্পর্কে মানুষকে সচেতন করা।

খুবই চমৎকার একটি কথা বলেছেন আপু। আপনি মেয়েটির চিত্র অংকন খুবই নিখুঁত ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন বিশেষ করে আপনি কোন রকম রং ব্যবহার না করেও আমাদের মাঝে চিত্রটি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আপনি অনেক চমৎকার ভাবে একটি কন্যা শিশুর চিত্র অঙ্কন করে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আপু। আপনার এই অংকনটি দেখে সত্যিই আমি মুগ্ধ হয়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এরকম একটি কন্যা শিশু অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অনুপ্রাণিত হলাম।

 3 years ago 

আপনার আঁকানো কন্যা শিশুর ছবিটি অনপক সুন্দর হয়েছে। তাছাড়া কন্যা দিবসে আপনি কন্যার ছবিটি তৈরি করেছেন । ধাপগুলেও অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

একটি কন্যা সন্তানের চিত্র অংকন। আসলে আপু অনেক ভাল ছিল। আপনি দিনে দিনে অঙ্কনে পারদর্শী হচ্ছেন। খু্বই দক্ষতার সহিত তৈরি করে থাকেন। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, উৎসাহ পেলাম।

 3 years ago 

অসাধারণ একটি কন্যা সন্তানের ছবি এঁকেছেন।খুব ভালো লাগলো।প্রতিটি ধাপের বর্ণনা করেছেন।খুব ভালো লাগলো। শুভ কামনা রইল আপানার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অনুপ্রেরণা পেলাম।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58986.04
ETH 2580.24
USDT 1.00
SBD 2.53