"ছবিও কথা বলে নিজস্ব ভাষায়"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।যাইহোক আজও আমি হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন কোনো বিষয় নিয়ে। মাঝে মাঝে এইসব অনুভূতিগুলো আমাকে ভাবাতে সাহায্য করে।সেটি হলো-"ছবিও কথা বলে নিজস্ব ভাষায়"।

ছবিও কথা বলে নিজস্ব ভাষায়:

IMG_20230217_083915.jpg
সোর্স

আমার ধারণায়,ছবি মানেই জীবন্ত ইতিহাস।একটি মানুষের মনের সুপ্ত বাসনাকে স্পষ্ট তুলে ধরার নামই ছবি। কথায় বলে, একটি ছবি হাজার শব্দের সমান।অর্থাৎ একটি ছবি মানুষের মনের হাজারো কথা ব্যক্ত করতে পারে,যেটা মুখে বলে বোঝানোটা অনেক সময় খুবই কঠিন বিষয় হয়ে পড়ে।আসলে ছবি আমাদের অতীত থেকে বর্তমানের নানান বিষয় জানতে সাহায্য করে।সেটা হতে পারে কোনো শিল্পীর হাতের ছোঁয়ায় অঙ্কিত চিত্র আবার ক্যামেরা বন্দিত কোনো ছবি।একজন শিল্পীর একাগ্রতায় তৈরি হয় একটি ছবি।কখনো বা ছবির মধ্যে সূক্ষ্ম মনের অনুভূতিগুলি জাগ্রত হয়ে ফুটে ওঠে গুচ্ছাকারে।



ছবি মানেই স্মৃতি।যেটা ফেলে আসা পুরনো দিনের কথা স্মরণ করতে সাহায্য করে।মনের গোপন কথাগুলো যুক্ত হয় একটু একটু করে অঙ্কনের মধ্যে রঙের তুলিতে। একজন শিল্পী তার জীবনের সুখ, দুঃখ,বেদনার কথাগুলো স্পষ্ট করে ফুটিয়ে তোলেন জানা অজানায় ছবির মধ্যে।কিছু ছবি আবার হৃদয়ে গভীর উদ্বেগের বা যন্ত্রণার সৃষ্টি করে।আবার কিছু ছবি আমাদের আনন্দ দেয় আবার কিছু ছবি অসহায় করে তোলে জীবন্ত ভাষায়।ছবি কখনো মিথ্যা কথা বলে না।ছবি হাজারো কথা বলে দিতে পারে সত্যের পথ ধরে।মানুষের আবেগ মিশ্রিত ছবি যেন এক প্রমাণিত সত্যের বাণী।



ছবি মানেই গল্প।এক একটি ছবির মধ্যে পিছনের দিনগুলোর এক একটি গল্প লুকিয়ে থাকে।ছবি সবসময় অনেক অর্থ বহন করে। শিল্পীরা মনের কল্পনা দিয়ে ছবি আঁকেন অনুভূতি মিশিয়ে যার ভাষা বোঝা অনেক জটিল।শিল্পীর নিজ চিন্তার সম্পূর্ণ বহিঃপ্রকাশ এই ছবি। যিনি ছবি আঁকেন তিনিই একমাত্র তার সঠিক মর্মার্থ ব্যাখ্যা করতে পারেন।যেকোনো ছবির নিজস্ব সত্ত্বা বা বৈশিষ্ট্য রয়েছে।কিন্তু সেটা বোঝার জন্য ও আলাদা মনের প্রয়োজন হয়।আমরা প্রকৃতি ,কল্পনা,বাস্তব জীবন ও জনমানবের নানান ছবি দেখতে পাই।প্রত্যেকটি ছবিই আলাদা তাই প্রতিটি ছবি তার নিজস্ব ভাষায় কথা বলে।

আশা করি আমার আজকের লেখা ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 last year 

অনেক ভাল লিখেছেন।আসলেই ছবি থেকে আমরা অনেক কিছু জানতে পারি।যেমন গুহাচিত্রগুলো থেকেই আমরা প্রাচীণ সভ্যতার মানুষ সম্পর্কে অনেক কিছু জেনেছি।তবে ছবিও মিথ্যা বলে যদি শিল্পী বলাতে চায়। ধন্যবাদ সুন্দর পোস্টটির জন্য।

 last year 

একদমই👍 তাই,ছবির সত্য ও মিথ্যা শিল্পীর উপর নির্ভর করে।ধন্যবাদ দাদা।

 last year 

একদম ঠিক বলেছেন আপু একটা ছবি অনেক কথা বলে। যেটা ভালোভাবে অনুভব করতে পারলেই বুঝতে পারা যায়। বিভিন্ন রকমের ছবি থাকে কোনটা বেদনাদায়ক কোনটা কষ্টের কোনটা আনন্দের কোনটা মজার। অনেক ভালো লাগলো আপনার কথাগুলো পড়ে।

 last year 

আপনার সুমন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year (edited)

ছবি যে কথা বলে এটা আপনার মতো গুরুত্ব দিয়ে কখনও ভাবা হয়নি আপু।খুব সুন্দর করে নিজের মনের অভিব্যক্তি গুলো ফুটিয়ে তুলেছেন আপনি।প্রতিটি ছবি অর্থবহুল শিল্পী নিজের মনের মাধুরী মিশিয়ে প্রতিটি চিত্র তৈরি করে থাকেন।ধন্যবাদ আপু আপনার মনের অভিব্যক্তিগুলো ব্লগ আকারে শেয়ার করার জন্য।

 last year 

আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 last year 

দিদি অনেক সুন্দর কিছু কথা বলেছেন ৷ এটা সত্যি যে ছবিও কথা বলে ৷ উদাহরন হিসেবে পুরনো ছবি গুলো যখন দেখি ৷ তখন সেই সময়ে কাটানো মুহূর্ত সৃতি সব মনে পড়ে ৷
আবার যারা শিল্পিরা ছবি আকেঁ তারা সেই ছবির সম্পর্কে ভালো কিছু জানে ৷
সর্বোপরি এটাই সত্যি যে ছবিও কথা বলে ৷

 last year 

আসলেই, শিল্পীরা প্রধান কারিগর।ধন্যবাদ দাদা।

 last year 

আপনি ঠিক বলেছেন ছবির মাধ্যমে মানুষ তার মনের সুপ্ত বাসনাকে তুলে ধরতে পারে। একজন শিল্পী যখন ছবি আঁকে বা তুলে তখন অনেক কিছু মাথায় রাখে। শিল্পী তার তার চিন্তাধারা এবং মনের বহিঃপ্রকাশ ছবিতে ফুটিয়ে তুলে। ধন্যবাদ দিদি।

 last year 

শিল্পীর এক একটি সত্ত্বা যেন এই ছবি।ধন্যবাদ ভাইয়া।

 last year 

লেখাগুলো পড়ছি আর ভাবছি , খুব সুন্দর করে যেন আপনি আমার মনের কথাগুলোকে আপনার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আসলে ছবি মনের কথাগুলোকে ফুটিয়ে তুলে। মনের আবেগ অনুভূতিগুলো ছবির মধ্যে লুকায়িত থাকে।একটি ছবি অনেক পুরনো কথার অর্থ বহন করে। যা আমাদের স্মৃতিতেই রয়ে যায়। আপনি প্রত্যেকটি টপিক খুব সুন্দর করে লিখেছেন আপু, ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু,আপনার মতামতের জন্য।

 last year 

আসলে প্রতিটি ছবির পিছনে একটি গল্প লুকিয়ে থাকে। শিল্পী তার নিজের চিন্তার বহিঃপ্রকাশ ঘটান এই ছবির মাধ্যমে। একজন শিল্পী তার মনের তুলি দিয়ে তার অনুভূতি গুলো সবার মাঝে তুলে ধরেন এই ছবিরি মাধ্যমে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 last year 

গল্প থেকেই ছবির জন্ম,ধন্যবাদ আপু।

 last year 

আপনি ঠিক বলেছেন আপু, ছবি মানেই জীবন্ত ইতিহাস। একটি ছবি মানে অনেক বড় গল্প আর একজন শিল্পী তার সবটুকু সৃজনশীলতা ঢেলে দিয়ে তার সৃষ্টিকর্ম ফুটিয়ে তোলেন।
ধন্যবাদ আপনাকে লিখনীটি উপহার দেয়ার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আমাকে সুন্দর মন্তব্য দ্বারা উৎসাহ দেওয়ার জন্য।

 last year 

আপু আপনি আজকে খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। আসলেই প্রতিটি ছবি নিজস্ব ভাষায় কথা বলে। প্রতিটি ছবি নিজস্ব ইতিহাস বর্ণনা করে তার নিজ ভাষায়। একমাত্র দেখার মতো চোখ ও সঠিক মানসিকতা থাকলেই মানুষ প্রতিটি ছবির অর্থ বুঝতে পারে। শিল্পীরা তাদের নিজস্ব অনুভূতি ছবির মাধ্যমে ফুটিয়ে তোলে।

 last year 

সত্যিই ছবি দেখার মতো চোখ ও বোঝার মতো মন থাকাটা জরুরি।ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61026.32
ETH 3397.00
USDT 1.00
SBD 2.56