Diy-"পেন দিয়ে কলকা ডিজাইনের আর্ট"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমি সপ্তাহে একটি করে অঙ্কন পোষ্ট করার চেষ্টা করি।কিন্তু এই সপ্তাহে বেশ ব্যস্ত থাকার জন্য অঙ্কন করা হয়ে ওঠেনি।তাই আজ চলে আসলাম নতুন একটি অঙ্কন নিয়ে।সেটি হলো-"পেন দিয়ে কলকা ডিজাইনের আর্ট"।

IMG_20220808_163633.jpg

অনেকদিন পর একটা ভিন্ন ধরনের আর্ট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে।কলকা ডিজাইন দেখেই আপনারা নিশ্চয়ই কিছুটা বুঝতে পেরেছেন!হ্যাঁ, এই ডিজাইন মেয়েদের বিয়ের সময় কপালে চন্দন ও লাল কিংবা খয়েরি রঙের টিপ দিয়ে করা হয়।এইরকম বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন আছে।যেটি নতুন বউ বা কনে সাজাতে অঙ্কন করা হয় কপালে।এটি বাঙালির একটি বিশেষ রীতি বা ঐতিহ্য বলা যায়।যেটি বহু পুরোনো সময়কাল থেকে চলে আসছে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছেও ডিজাইনটি।তো চলুন অঙ্কনটি শুরু করা যাক-----

IMG_20220808_163616.jpg

■উপকরণ:

1.সাদা কাগজ
2.বলপেন(কালো)
3.মাইক্রোটিভ পেন (লাল)

■অঙ্কনের পদ্ধতি:

ধাপঃ 1

IMG_20220808_163445.jpg
◆প্রথমে আমি অঙ্কনের উপকরণগুলি নিয়ে নিলাম।এবারে সাদা কাগজের উপর লাল রঙের পেন দিয়ে গোল বৃত্ত আকারে টিপ একে নিলাম এবং লাল বৃত্তের চারিপাশে কালো রঙের পেন দিয়ে ছোট ছোট বৃত্ত একে সাজিয়ে নিলাম।

ধাপঃ 2

IMG_20220808_163503.jpg
◆এরপর বিভিন্ন সরু পাতার মতো লাগোয়া ডিজাইন করে নেব বৃত্তের উপরের দিকে।

ধাপঃ 3

IMG_20220808_163523.jpg
◆এরপর বৃত্তের ডানপাশে ভিন্ন ধরনের ডিজাইন একে নেব এবং আমার একটি হাতের ছবি তুলে নিলাম।

ধাপঃ 4

IMG_20220808_163541.jpg
◆বৃত্তের ডানপাশে ডিজাইন করা হয়ে গেলে নিচের দিকে একটু নকশা একে নেব কালো পেন দিয়ে।

ধাপঃ 5

IMG_20220808_163559.jpg
◆এরপর কলকার বামপাশে ডিজাইন করে একে নেব এবং ছোট ছোট ডিজাইন করে আমি অঙ্কনটি করে নিলাম কালো রঙের পেন দিয়ে।অঙ্কনের চারিপাশে মাঝে মাঝেই ছোট ডিজাইনের উপরে লাল রঙ করে একে নিলাম ।ফলে এটি আরো ফুটে উঠেছে।

ধাপঃ 6

IMG_20220808_163656.jpg
◆সবশেষে আমার নাম লিখে নেব অঙ্কনের নিচে কালো রঙের বলপেন দিয়ে।তো অঙ্কন করা হয়ে গেল আমার "পেন দিয়ে কলকা ডিজাইনের আর্ট"।যেটি দেখতে খুব সুন্দর ও আকর্ষণীয় লাগছিল।

আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের আর্টটি।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

কলম দিয়ে অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন।চিত্রাঙ্কনটি দেখতে অনেক সুন্দর লাগছে। দক্ষ হাতে যা করা যায় তাই সুন্দর হয়। এত সুন্দর একটি চিত্র অংকন আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি ।

 2 years ago 

অনেক উৎসাহ পেলাম আপু।অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

প্রিয় আপু মনি তোমার পেন দিয়ে কলকা ডিজাইনের আর্ট" দেখে আমি মুগ্ধ হয়েছি। এত চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে।
♥♥

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু,অনুপ্রাণিত হলাম।💝

 2 years ago 

আপনার আজকের এই আর্টের কালার কম্বিনেশনটা চোখে লাগার মত। খুব সুন্দর কালার কম্বিনেশন এর সাথে সুন্দর বর্ণনার মাধ্যমে এই চিত্রটি আমাদের সাথে তুলে ধরার জন্য ধন্যবাদ ভাল থাকবেন।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য দ্বারা অনুপ্রেরণা পেলাম, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

অসাধারণ একটি ডিজাইন প্রস্তুত করেছেন আপু। দেখতে আমার কাছে খুবই ভালো লাগলো। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।।

 2 years ago 

আপনার কাছে অঙ্কনটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে খুবই ভালো লাগছে। আপনার উপস্থাপনাটাও দারুন ছিল। যা আলপনা ডিজাইন হিসেবেও ব্যবহার করা যাবে। আপনাকে ধন্যবাদ আপু ডিজাইনটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু ,চাইলে আল্পনা ডিজাইন হিসেবেও ব্যবহার করা যায়।অনেক ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

Thank you.💝💝

 2 years ago 

পেন দিয়ে কলকা ডিজাইনের আর্ট অসাধারণ হয়েছে। দারুন একটি আর্ট শেয়ার করেছেন দিদি। আপনার আর্ট তৈরীর প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল দিদি।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্য দ্বারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

Congratulations, your post has been upvoted by The Efficient Seven using @steemcurator04. We are supporting quality posts, so keep creating quality posts to get more support. #art theme

SteemexclusiveClubUpvote(%)bot use
Yes#club505030No

Account Used by: @rosz

 2 years ago 

Thank you so much.💝

 2 years ago 

পেন দিয়ে কলকা ডিজাইনের আর্ট অসাধারণ সুন্দর হয়েছে। আপনার আর্ট তৈরি প্রতিটি ধাপ আপনি দারুন ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আমাদের নিকট। অতি চমৎকার একটি চিত্রাংকন পোস্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59605.49
ETH 2607.69
USDT 1.00
SBD 2.42