"কয়েকটি বুনো ফুলের আলোকচিত্র"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি বসন্তের শুভ্র সকালের শীতল ঝোড়ো হাওয়ায় সবাই ভালো ও সুস্থ আছেন।আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম কিছু "বুনো ফুলের আলোকচিত্র" নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

CollageMaker_20220416_062021643.jpg

বুনো ফুল অর্থাৎ যা রাস্তার পাশে ঝোপঝাড়যুক্ত জায়গায় দেখা যায়, এই ফুলের উদ্ভিদ বুনো হয়ে জন্মে। কিংবা কোনো জলাশয়ের কিনারায় এই ধরনের বুনো ফুল দেখা যায়।যখন আমি গ্রীষ্মের বিকালে একটু হাটাহাটি করছিলাম তখনই চোখে পড়লো জলাশয়ের কিনারায় ফোঁটা ফুলটির দেখে।এগুলো সত্যিই চোখে পড়ার মতো আকর্ষণীয়।তো চলুন দেখে নেওয়া যাক----

IMG_20220416_061803.jpg

IMG_20220416_061816.jpg

IMG_20220416_061837.jpg
লোকেশন

আমি এই ফুলের নাম ঠিক জানি না।তবে ছোটবেলা থেকেই এটি ফার্ন জাতীয় উদ্ভিদ বলেই চিনি।এই ফুলের মাথা বাঁকানো হয়ে থাকে।আর বাঁকানো মাথার উপরে ছোট ছোট অনেক সাদা রঙের ফুল থরে থরে সাজানো অবস্থায় দেখতে পাওয়া যায়। যেটি ফুটন্ত অবস্থায় খুবই সুন্দর দেখতে লাগে।এই ফুলটি দেখলে এক ধরনের কীটের কথা মনে পড়ে।ছোট্ট সাদা ফুলের মধ্যে হলুদ রঙের ছোট্ট বিন্দু থাকে।খুবই সুন্দর দেখতে ফুলটি।

IMG_20220416_061240.jpg

IMG_20220416_061335.jpg
লোকেশন

এই বুনো ফুলটি পুকুরের মধ্যে জন্মে।পাঁচটি পাপড়ির ন্যায় গঠিত ফুলটি দারুণভাবে প্রসারিত হয়ে ফুটে থাকে।অনেক বড়ো ডাটা হয় ফুলটির।তাছাড়া ছিপছিপে সাদা পাপড়ির মধ্যে হলুদ রঙের পরাগরেণু দেখতে পাওয়া যায়।প্রতিটি সাদা পাপড়ির নীচে ভিতরে হলুদ রঙের সুন্দর আকৃতি অঙ্কন করা রয়েছে।একেক ফুলের সৌন্দর্য্য এক এক রকম।তাই একটি ফুলের সুন্দরতা অন্য একটি ফুলের সুন্দরতা দিয়ে বিচার বা তুলনা করা যায় না।

IMG_20220416_061230.jpg

IMG_20220416_061255.jpg

বুনো ফুলগুলি দেখতে সুন্দর কিন্তু এর বিশেষ কোনো গন্ধ নেই।এছাড়া ফুলগুলি কোনো পূজার কাজেও ব্যবহৃত হয় না।এই ফুলের গাছগুলি লতানো মতো হয়ে জলাশয়ের উপর ভাসতে থাকে।ফুলের পাতাগুলো ও গোলাপ ফুলের মতো গঠনের ।যা দেখতে খুবই সুন্দর লাগে।

IMG_20220416_061157.jpg

IMG_20220416_061143.jpg

IMG_20220416_061130.jpg
লোকেশন

এটি ও একটি বুনো ফুল।এই ফুল গাছগুলি খুবই ঝোপঝাড়যুক্ত হয়ে জলাশয়ের কাছে জন্মে।অসংখ্য এই ছোট ছোট ফুল একসঙ্গে ফুটে থাকে।ফুলটিকে ভালোভাবে দেখলে দেখা যাবে দুটি পাপড়ির সমন্বয়ে গঠিত।একটি ফুলের ডালে অনেকগুলো ফুল স্তরে স্তরে সুসজ্জিত আছে।এই ফুল হালকা বেগুনের উপর গাড় বেগুনি রঙের শিরার মতো হয় যেন কেউ অঙ্কন করে দিয়েছে।যাইহোক ফুলটির কুঁড়ি ও ফুলটি অদ্ভুত সুন্দর দেখতে।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

আসলে প্রকৃতির মাঝে অনেক সৌন্দর্য লুকিয়ে থাকে। আসলে আমাদের দেখার মতো চোখ থেকেও নাই। আমাদের পরিবেশের আশেপাশেই ছড়িয়ে-ছিটিয়ে থাকা এই ধরনের ফুলগুলো আমরা সবসময় এড়িয়ে যাই। কিন্তু আপনার আজকের বুনো ফুলের ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারলাম এর সৌন্দর্য অনেক বেশি। বুনো ফুলের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, আসলে একটু খুঁজলেই আমাদের বাড়ির পাশেই অনেক সুন্দর সুন্দর জিনিস চোখে ধরা পড়ে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

বেশ কয়েকটি বুনোফুল দেখতে পেলাম আপনার পোষ্টের মাধ্যমে। আসলে এই ধরনের ফুল গ্রামেগঞ্জে রাস্তার পাশে ঝোপঝাড়ের ভিতর দেখা যায়। কিন্তু আমরা কখনও খেয়াল করে দেখি না। এগুলোর ভেতরেও একটি আলাদা সৌন্দর্য আছে। ছবিগুলো ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে এই ধরনের ফুল গ্রামেগঞ্জে রাস্তার পাশে ঝোপঝাড়ের ভিতর দেখা যায়।

ঠিক বলেছেন ভাইয়া, গ্রামেই বুনো ফুল বেশি চোখে পড়ে আর এগুলি দেখতে খুবই সুন্দর।আপনার কাছে ছবিগুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কয়েকটি বুনো ফুলের আলোকচিত্র দেখে অনেক ভালো লাগলো। আপু আপনি অনেক সুন্দর ভাবে বুনোফুলের আলোকচিত্র করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আপু আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু ,আপনার কাছে ছবিগুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম।অনেক ধন্যবাদ আপনাকে ,শুভকামনা অবিরাম।

 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর বনফুলের কিছু চিত্রাংকন করেছেন। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার চিত্রাংকন। সত্যিই প্রকৃতির মাঝে অনেক সুন্দর সুন্দর দৃশ্য লুকিয়ে থাকে। আমাদের চারপাশে এরকম অনেক ফুল রয়েছে যেগুলোর মাঝে অনেক সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর বনফুলের কিছু চিত্রাংকন করেছেন। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার চিত্রাংকন।

আপু চিত্রাংকন কোথায় পেলেন ,আমি তো চিত্রাংকন করিনি।আমি তো ফুলের ফটোগ্রাফি পোস্ট শেয়ার করলাম।অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনি তো অনেকগুলো বুনোফুলের ফটোগ্রাফি করেছেন। আসলে এই রকম ফটোগ্রাফি করতে বেশ ভালো লাগে। এগুলো কিন্তু সাধারণ দেখালেও ফটোগ্রাফি করলে অসাধারণ হয়ে ওঠে। আমার কাছে ওই রকম ফটোগ্রাফি ভালো করতে বেশ ভালো লাগে। আমি নিজেও কিছুদিন আগে এরকম ফটোগ্রাফি করেছি। আমাদের কাছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এগুলো কিন্তু সাধারণ দেখালেও ফটোগ্রাফি করলে অসাধারণ হয়ে ওঠে।

সত্যিই তাই,একদম খাটি কথা বলেছেন আপু।অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর অনুভূতি জানানোর জন্য ।

 2 years ago 

আপনার ছবিগুলো আমার বরাবরই ভালো লাগে ☺️
আজকের ছবিগুলো বেশ চমৎকার ছিল।
এই ছোট্ট ফুলের ছবি তোলা বেশ কঠিন অথচ কি সুন্দর তুলে ধরেছেন।
বুনো ফুলের আলোকচিত্র খুব সুন্দর ছিল ♥️

 2 years ago 

এই ছোট্ট ফুলের ছবি তোলা বেশ কঠিন অথচ কি সুন্দর তুলে ধরেছেন।

সত্যিই ভাইয়া জলের ফুলটি ছবি তোলা কঠিন ছিল, কারণ ফোন জলে পড়ে যাওয়ার ভয় ছিল।অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন☺️☺️ ।

বাহ আপনি অনেক সুন্দর করে কয়েকটি ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার উঠানোফটোগ্রাফিক গুলো অনেক চমৎকার হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার বুনোফুলের ফটো গুলো অসম্ভব সুন্দর হয়েছে আপু, সত্যি প্রাকৃতিক মাঝে এমন অনেক সুন্দর সুন্দর বুনোফুল রয়েছে যেগুলো দেখতে অনেক সুন্দর হয়, সত্যি আপনি অনেক সুন্দর কিছু বুনোফুলের ফটো শেয়ার করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

প্রকৃতির সব জিনিসই সুন্দর ,শুধু খুঁজে নিতে হবে।অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।

 2 years ago 

image.png


আমাদের পরিবেশ এর আশেপাশে জন্মানো।এই ফুলগুলো আমাদের পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে। এই ফুলগুলো এমনি এমনিতেই জন্মানোই আমরা এগুলোর প্রকৃত কদর করতে চাইনা। আপনি খুব সুন্দর ভাবে ফুলের ছবি গুলো ক্যামেরাবন্দি করেছেন। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য।


image.png

 2 years ago 

প্রকৃতির প্রত্যেকটি জিনিসকে আমাদের কদর করা উচিত ।ভাইয়া ধন্যবাদ আপনাকে, সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74