"অপেক্ষা নয়"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)
নমস্কার
কেমন আছেন বন্ধুরা, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আসলে করোনার ছুটি হয়ে যখন থেকে সকল শিক্ষা-প্রতিষ্ঠান খুলে গেছে তখন থেকেই সময়টা বড়ো দ্রুত গতিতে চলছে ।এইজন্য খুবই ব্যস্ত সময় পার করতে হচ্ছে আমাকেও।যাইহোক আজ আমি নতুন আর একটি বিষয় নিয়ে আলোচনা করবো।সেটি হলো-"অপেক্ষা নয়"।
অপেক্ষা নয়
অপেক্ষার কোনো বিশেষ সংজ্ঞা হয় না আমার জানা মতে।অপেক্ষা হলো এমন যে- কোনো কিছুর প্রত্যাশা করা বা কোনো কিছুর আশা করে তার পথ চেয়ে বসে থাকা কিংবা প্রতীক্ষা করা।যেভাবেই বলি না কেন একই অর্থ দাঁড়ায় ।কারণ আশা, প্রত্যাশা ,অপেক্ষা সবকিছুই একই ধরনের শব্দ।এই অপেক্ষার জন্য আমরা আমাদের জীবনের মূল্যবান সময় নষ্ট করার সঙ্গে সঙ্গে আরো অনেক মূল্যবান বিষয়কে হারিয়ে ফেলি,যার ফলে পরবর্তীতে আমাদের মনে হতাশা বা আক্ষেপের জন্ম হয়।আর মনে আফসোস নামের শব্দটি বাসা বাঁধে।কিন্তু সময় থাকতে আমরা সেটি উপলব্ধি করি না বা করার চেষ্টা করি না।এক্ষেত্রে আর অপেক্ষা নয় ,এটা থেকে পুরোপুরিভাবে বের হয়ে আসতে হবে।তার জন্য আমাদের যেটা করা প্রয়োজন---
1.শুরু করো নতুনভাবে
2.সময়ের সঠিক মূল্য
●শুরু করো নতুনভাবে
আমাদের জীবনে আমরা অনেক সময় অপমানিত হয়ে থাকি নানা বিষয়ে।এতে করে আমাদের মস্তিষ্ক আঘাতের সম্মুখীন হয় এবং দুশ্চিন্তা ও হতাশা মনের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে।ফলে অন্যের জন্য অপেক্ষা করতে করতে আমাদের মূল্যবান সময়কে হারিয়ে ফেলি।তাই কারো জন্য অপেক্ষা না করে নতুনভাবে শুরু করার চেষ্টা করতে হবে।শুরুতেই আমাদের কোনো কিছু ঠিক হবে না, সবকিছু এলোমেলো হবে কিংবা ভুল হবে।তবে সেই ভুলই আমাদের শিক্ষা দেবে সঠিক পথের।কোনো না কোনো কিছুর জন্য শুরুটা করতে হবে।সেই কাজের পথ খুব একটা সহজতর না হলেও মনের আত্মতৃপ্তি মেটাবে।আর কাজের প্রতি আত্মবিশ্বাস ও ভালোবাসা জন্মাবে।
●সময়ের সঠিক মূল্য
আমাদের সময়ের মূল্যটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।কারো জন্য অপেক্ষা না করে প্রথমে আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে।আর এই নিজেকে তৈরি করতে পারলেই অনেকেই গুরুত্ব দেবে।কোনো বিষয় নিয়ে হতাশায় ভুগলে অনেক সময় মানুষ বিভিন্ন পথ বেছে নেয় যেটি অধিকাংশই ভুল পথ এবং নিজের জীবনকে শেষ করার।কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে অনেক কিছুর জন্য নতুন করে শুরু করার ভাবনা আনতে হবে।কোনো কাজে সংকোচ না করে মন থেকে করতে হবে। কাজের শুরুর পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা আমাদের সময়ের মূল্যটাকে খুব সহজে পেয়ে যাব।এটাই একসময় সফলতা আনবে।
আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা অনুভূতিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।
টুইটার লিংক
খুবই মূল্যবান কথা ব্যক্ত করেছেন আমাদের মাঝে। আপনার এত সুন্দর কথা পড়ার অনেক আগেই আমি সেই শিক্ষা পেয়েছি। তাই আর কোন কিছুতে ওয়েট করতে মন চায় না। মাঝখানে জীবনে অনেকটা সময় নষ্ট করেছি । এই অপেক্ষার জন্য শুধু আমারই ক্ষতি হয়েছে। যার ক্ষতির মাশুল আমার নিজেকেই দিতে হয় ,যার জন্য ক্ষতি হয়েছে তার কোন খবর নাই।
আশা করি আপনি আপনার সময়কে দেরি হলেও কাজে লাগাতে পেরেছেন, ধন্যবাদ ভাইয়া।
আপনার এই সব কথা আমার খুবই ভালো লেগেছে। সময়ের মূল্য অনেক মানুষ বুঝে না। সময় কারো জন্য অপেক্ষা করে না।তাই সবাই কে সময়ের মূল্য দিতে হবে।কারো জন্য অপেক্ষা করা যাবে না। আপনার এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।
ঠিক বলেছেন ভাইয়া, সময় একবার চলে গেলে কখনো ফিরে পাওয়া সম্ভব নয়।ধন্যবাদ আপনাকে।
সুযোগের অপেক্ষায় থাকা ভালো তবে সেটা দীর্ঘস্থায়ী হতে দেওয়া যাবে না। অপেক্ষায় না থেকে কাজ শুরু করে দিতে হবে তবেই ভালো কিছুর সম্ভাবনা তৈরি হবে। এবং আমরা আমাদের জীবনের অধিকাংশ সময় অপেক্ষা করেই কাটিয়ে দেয়। আমাদের এটা থেকে বের হয়ে আসতে হবে। কারণ এটাতে সময়ের অপচয় ছাড়া আর কিছুই হয় না।
একদম ঠিক ভাইয়া, সুযোগের অপেক্ষা করা ভালো তবে সময়কে অপচয় করে নয়।অনেক ধন্যবাদ আপনাকে।
আমাদের সকলের উচিত অন্যের জন্য অপেক্ষা করে সময় নষ্ট না করে,বরং জীবনকে নতুন ভাবে শুরু করা। কারণ কারো জন্য অপেক্ষা করে নষ্ট করা সময়গুলোর জন্য আমাদের পরবর্তী জীবনে পস্তাতে হবে। এজন্য বেশি আবেগ পরিহার করে সময়ের সঠিক মূল্যবোধ বুঝে সামনে এগোতে হবে। ধন্যবাদ আপু।
সময়ের মূল্য সর্বদা দেওয়া উচিত, অনেক ধন্যবাদ ভাইয়া।
ইতিহাস ঘাটাঘাটি করলেই দেখা যায় বিখ্যাত হয়েছেন যারা তারাঁ সবাই সময়ের সঠিক ব্যবহারটি করেছেন। সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমেই জীবনে সফলতা আসবে। জীবনে পরাজয়ের পরেই আসে জয়। তবে হাল ছাড়া যাবেনা। আপনি গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করেছেন দিদি। ❤️
একদম সঠিক বলেছেন ভাইয়া, যারা বিখ্যাত তারা কখনো তাদের মূল্যবান সময়কে অপচয় করেননি।অনেক ধন্যবাদ আপনাকে বিষয়টি উপলব্ধ করার জন্য।
অসাধারণ লিখেছেন দিদি। আসলেই সময় আমাদের কারো জন্য অপেক্ষা করে না। আমাদের এই সময়ের মধ্যেই নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। আপনার লেখা পড়ে অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ দিদি।
আপনি অনুপ্রাণিত হয়েছেন জেনে লেখার প্রতি আগ্রহ বেড়ে গেল, অসংখ্য ধন্যবাদ ভাইয়া।