আমার বাগানের"শ্বেতকাঞ্চন ও মিনি টগর ফুলের আলোকচিত্র"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি বসন্তের শুভ্র সকালের শীতল ঝোড়ো হাওয়ায় সবাই ভালো ও সুস্থ আছেন।আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম কিছু "শ্বেতকাঞ্চন ও মিনি টগর ফুলের আলোকচিত্র" নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

IMG_20220405_132410.jpg

প্রকৃতির মাঝে উন্মুক্ত হাওয়ায় স্বাধীনভাবে মেলে ধরতে ইচ্ছে করে সকলের।তেমনি আমিও একজন প্রকৃতিপ্রেমী মানুষ।প্রকৃতির মাঝে নিরিবিলি সময় কাটাতে বেশ লাগে আমার।তাইতো যখনই সময় পাই তখনই আমার ফুল বাগানে সময় কাটাই ফুলের সঙ্গে।আমি এই ফুলগাছ লাগিয়েছিলাম প্রায় দেড় বছর আগে অনেক দূরের এক মাসির বাড়ি থেকে এনে।একটি ছোট্ট মিনি টগর ফুলের ডাল লাগিয়েছিলাম যত্নসহকারে ও সঙ্গে একটি কাঞ্চন ফুলের চারা।ফলে গতবছর ও ফুল ধরেছিল ।কিন্তু এইবছর বেশি ফুল ফুটেছে এবং সাইজে ফুলগুলো অনেকটা বড়ো হয়েছে।এখন আমার বাগানে দুটি মিনি টগর ফুল গাছ ও একটি শ্বেতকাঞ্চন ফুল গাছ রয়েছে।যদিও গাছগুলো বেশি বড় নয়।আমার বাগানে মোট 15 রকমের আলাদা ফুল গাছ রয়েছে।তবে বসন্তকালে অধিকাংশ ফুল গাছেই ফুল ধরেছে।আগের সপ্তাহে আমি আপনাদের সঙ্গে গন্ধরাজ ও অপরাজিতা ফুলের ছবি শেয়ার করেছিলাম।তো চলুন আমার বাগানের আজকের ফুলগুলি দেখে নেওয়া যাক----

IMG_20220405_131908.jpg

শ্বেতকাঞ্চন ফুলের কুঁড়ি

IMG_20220405_130750.jpg
লোকেশন

CollageMaker_20220405_131335723.jpg

◆কাঞ্চন ফুলের বিভিন্ন প্রজাতি রয়েছে।যেমন -শ্বেতকাঞ্চন,দেবকাঞ্চন,বহুরূপী কাঞ্চন,রক্তকাঞ্চন ও বিভিন্ন রঙের ও জাতের কাঞ্চন ফুল রয়েছে।আমার বাগানে শ্বেতকাঞ্চন ফুল গাছ রয়েছে।আমার জানা মতে এটি একটি গুল্ম জাতীয় উদ্ভিদ অর্থাৎ যার প্রচুর পরিমানে শাখা-প্রশাখা রয়েছে।এটি দক্ষিণ এশিয়ার দেশে জন্মে থাকে।কাঞ্চন ফুলের কুঁড়ি একসঙ্গে অনেকগুলো থাকে।একটি ডালে এক থোকা সুসজ্জিত কুঁড়ি দেখা যায়, যেটি দেখতে খুবই সুন্দর লাগে।

অর্ধফোটা কাঞ্চন ফুল

IMG_20220405_130315.jpg

IMG_20220405_130703.jpg

◆এটি একটি অর্ধফোটা কাঞ্চন ফুল।এই ফুল গাছের ডাল সাপের মতো আঁকাবাঁকা থাকে আর পাতাগুলো দ্বিখন্ডিত ও গোলাকার আকৃতির হয়।পাতাগুলো খুব ভালো লাগে আমার কাছে।এতে ভেষজ গুন রয়েছে।এই ফুলের বীজে চারা জন্মে আর এই ফুলের বীজ চ্যাপ্টা আকৃতির হয়।ফুলটি একদম গাছের গোড়ায় ধরে রয়েছে।

শ্বেতকাঞ্চন ফুল

IMG_20220405_130621.jpg
লোকেশন

IMG_20220405_130642.jpg

◆একটি কাঞ্চন ফুল 5 পাপড়ির সমন্বয়ে গঠিত থাকে ।যেটি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগে।এইসময় প্রচুর পরিমানে ধরে থাকে ফুলগুলি।এই ফুলগাছ সমতল ভূমি এবং রোদ্র্জ্জ্বল জায়গায় ভালো জন্মে।বিভিন্ন উদ্যান ও গৃহাঙ্গনে এই ফুল সৌন্দর্য্য বৃদ্ধির জন্য লাগানো হয়।গাছগুলোকে ছেটে অনেকে ছোট করে রাখে।এছাড়া এটি টবে ও লাগানো যায়।

কাঞ্চন ফুলের পরাগরেণু

IMG_20220405_130347.jpg

IMG_20220405_130451.jpg

◆শ্বেতকাঞ্চন ফুলের পরাগরেণু ফ্যাকাসে হলুদ রঙের হয়ে থাকে।যেটি থেকে বিভিন্ন ছোট ছোট পতঙ্গেরা মধু সংগ্রহ করে জীবনধারণ করে থাকে।কাঞ্চন ফুলগাছে তেমন যত্নের প্রয়োজন হয় না।একটি কাঞ্চন ফুল গাছে প্রচুর পরিমানে ফুল ধরে।গাছে পাতা কম ,ফুল বেশি ধরে।সাধারণত শ্বেতকাঞ্চন ফুল বেশি দেখতে পাওয়া যায়।এছাড়া হলুদ রঙের ও কাঞ্চন ফুল দেখা যায়, তবে কম।

বাসী শ্বেতকাঞ্চন ফুল

IMG_20220405_130805.jpg

IMG_20220405_130541.jpg

◆কাঞ্চন ফুল 2-3 দিন পর্যন্ত সতেজ থাকে তারপর ধীরে ধীরে পাপড়িগুলো ঝরে পড়ে যায়।নিচের ছবিটি একদিনের বাসী কাঞ্চন ফুলের।এটি বাসী হয়ে গেলে আবার অর্ধফোটা ফুলের মতো পাপড়িগুলো গুটিয়ে যায়।পাপড়িগুলো বেশ পুরো টাইপের হয়ে থাকে।এই ফুলের হালকা গন্ধ পাওয়া যায়।

মিনিটগর ফুলের কুঁড়ি

IMG_20220405_130919.jpg

◆মিনি টগর ফুল আমাদের অতি পরিচিত একটি ফুল।যেটি সারাবছরেই ধরে থাকে।এছাড়া এই ফুল সাদা রঙের ও 5 টি পাপড়ির সমন্বয়ে গঠিত হয়ে থাকে।ফুলে ফুলে ভরে যায় গোটা মিনি টগর ফুলের গাছ।এটি খুবই কম জায়গায় লাগানো যায়, বিভিন্ন ব্যালকনিতে ও বাড়ির সামনে লাগাতে দেখা যায় ।টগর ফুল 2 প্রকারের দেখা যায়।এই ফুলের কুঁড়ি ছোট্ট ডিম্বাকৃতির হয়ে থাকে।ছোট হলেও এই ফুল দেখতে খুব সুন্দর হয়।

ফুটন্ত মিনিটগর ফুল

IMG_20220405_131003.jpg

IMG_20220405_130939.jpg
লোকেশন

◆টগর ফুল গাছ ঝোপঝাড়যুক্ত হয়ে থাকে।দোয়াশ মাটিতে খুব ভালো জন্মে এই ফুল গাছ।সারাবছর ফুল ধরে বলে এর সৌন্দর্য্য খুবই ভালো লাগে আমার কাছে।তাছাড়া এই ফুল গাছ খুবই ঝোপঝাড় হয় বলে ডাল ছেটে ছোট করে রাখতে হয়।গরমের সময় এই ফুল একটু কম ফোটে।মিনি টগর ফুলে খুবই মৃদু গন্ধ বা গন্ধ নেই বললেই চলে।আমার বাগানেও দুই ধরনের টগর ফুল গাছ রয়েছে।আরেকটি বড়ো জাতের টগর ফুল গাছ রয়েছে ,যেটি পরে একদিন শেয়ার করবো আপনাদের সঙ্গে।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago (edited)
 2 years ago 

শ্বেতকাঞ্চন ফুল এই প্রথম নাম শুনলাম,ফুলটাও নতুন মনে হচ্ছে দেখে।তবে সুন্দর, আর টগর ফুলতো দেখেছি।আপু বাগানের ফুলের ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর। ভালো ছিলো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু,আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।

 2 years ago 

বাসী শ্বেতকাঞ্চন ফুল এতো সুন্দর আগে কখনো দেখিনি। আজকে ফুলটি কে দেখতে পারে খুব ভালো লাগতেছে । ওয়াও অসাধারণ হয়েছে আপু আপনার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো। প্রতিটি ফুলে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপু আপনি অনেক সুন্দর ভাবে বর্ণনা করেছেন। যা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

বাসী ফুল মানে একদিন আগে ফুটেছিল ভাইয়া।আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার বাগানে ১৫ রকমের ফুল গাছ আছে জেনে খুবই ভালো লাগলো। নিশ্চয়ই বসন্তকালে আপনার এই ফুল বাগানে বসে থাকতে খুবই ভালো লাগে। আমারতো এখনি মনে হচ্ছে যে আপনার ফুল বাগানে গিয়ে বসে থাকি। আপনার আজকের ফুলের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। খুব সুন্দর ভাবে ফুটে আছে ফুলগুলো।

 2 years ago 

এখনি চলে আসুন আপু,দুইজন মিলে বসে ফুল বাগানে গল্প করা যাবে।☺️☺️অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দিদি প্রথমে জানাই আপনাকে অন্তরের অন্তর স্থল থেকে ধন্যবাদ যে আপনি সেই আপনার মাসির বাড়ি থেকে ফুল গাছের চারা এনে লাগিয়েছন ৷
আর সকাল সকাল আপনার বাগানের শ্বেত কাঞ্চনও মিনি টগর ফুল গুলো দেখে অনেক ভালো লাগলো৷ফুল হলো সুন্দেরর প্রতীক তা বলার অপেক্ষা রাখে না ৷সত্যি ফুুল আমারও অনেক ভালো লাগে ৷
দিদি অসংখ্য ধন্যবাদ সকাল সকাল এতো ফুল গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷আপনার জন্য শুভকামনা অবিরাম দিদি

 2 years ago 

আপনার কাছে ফুলের ছবিগুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম।অসংখ্য ধন্যবাদ আপনাকে,আপনার সুন্দর মন্তব্যের জন্য দাদা।

 2 years ago 

আপু শ্বেতকাঞ্চন এবং মেনি টগর আপনি এত সুন্দর ফটোগ্রাফি করেছেন যা বলে বোঝাতে পারছি না। অসাধারণ ছিল আপনারা ফটোগ্রাফি গুলো। এবং খুব সুন্দর করে আপনার বাগানের ফুলের বর্ণনা দিয়েছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার প্রশংসামূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু শ্বেতকাঞ্চন ফুলের নামে আমি এই প্রথম শুনলাম। ফুলটি তো খুবই সুন্দর। তার চেয়ে সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি। ছাদবাগানে এত সুন্দর ফুল থাকলে পরিবেশের সৌন্দর্য আরো বেড়ে যায়। শ্বেতকাঞ্চন ও মিনিটের ফুলের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। আপনি কি অনেক ধন্যবাদ এত চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু, আপনার প্রশংসামূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার ফুলেরর ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর লাগছে। এভাবে সাদা কালারের ফুল আমার অনেক ভালো লাগে। আর আপনি এই ফুলের কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আপনি এত সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। নিজের বাগানের ফুলগুলোকে খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন। আমার কাছে বিষয়টি অনেক ভালো লেগেছে। টগর এবং শ্বেতকাঞ্চন ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল। আসলে সাদা রঙের ফুল দেখতে বেশি সুন্দর দেখায়। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে ফুলগুলি ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে আপনার বাগানের"শ্বেতকাঞ্চন ও মিনি টগর ফুলের আলোকচিত্র শেয়ার করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে,আপনার সুন্দর মন্তব্যের জন্য ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68125.63
ETH 3308.80
USDT 1.00
SBD 2.74