আমার স্বরচিত কবিতা "প্রকৃতির ঔজ্জ্বল্যতা"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম নতুন একটি ভিন্নধর্মী কবিতা নিয়ে আপনাদের মাঝে।কবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।বিশেষ করে আমি সবসময় বাস্তবতা ও প্ৰকৃতি নিয়ে লিখতে ভালোবাসি।তো সেই ভালো লাগা থেকেই প্রতি সপ্তাহে আমি একটি করে কবিতা মন থেকে লেখার চেষ্টা করি।তো আজ আমি প্রকৃতি নিয়ে একটি কবিতা লিখেছি।(যেখানে প্রকৃতিতে আগের মতো ঔজ্জ্বল্যতা ও আলোকময় নেই। প্রকৃতিকে নিয়ে লেখকেরা আগের মতো ছন্দে ভাষায় লেখে না।শহরের কালো ধোঁয়ায় গাছেদের জীবন অনেকটাই ক্ষতিগ্রস্ত ।পূর্বের মতো সেই মুক্ত বায়ু আর পাওয়া যায় না।তবুও লেখক তিক্ত শহরে প্রকৃতির বুকেই বেড়ে উঠেছে।)তো এই ভাবনাতেই লিখে ফেললাম কয়েকটি লাইন।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে কবিতাটি।তো চলুন শুরু করা যাক---

IMG_20221227_042724.jpg
সোর্স

প্রকৃতির ঔজ্জ্বল্যতা

আচমকা প্রকৃতিতে দেখা গেছে খরস্রোতা
গাছেদের প্রাণ সংশয়,
নেই লেখকের লেখমালা--নেই লেখকের শব্দগাঁথা--
নেই কালির অক্ষরে লেখা সহস্র দুঃখ-ব্যথা,
নেই শুদ্ধ মানব---নেই মানবতার বজ্র উৎকণ্ঠা---
নেই হাসিম রাজা----
নীরবতার দেশ নেই--সবুজের ঔজ্জ্বল্যতা নেই,
নেই শান্তি---আলোকের অস্থিরতা নেই,
ঝড়-ঝঞ্ঝার করাল গ্রাসে বদ্ধ পৃথিবী---
শুদ্ধ বায়ুর উত্তাল মেলা আর নেই,
পাখির কলতানে গাছেরা নতুন প্রাণ খুঁজে নারে---
খোলা আকাশের তান্ডবতা আর নেই,
নিবিড় নিঃশ্বাসের ছোয়া নেই---
ফুরিয়েছে মানুষের দায়ভার,
শহরের নিস্তব্ধতামাখা তিক্ততায়---
লেখক নেই লেখার ছন্দ, ভাষার ভিড়ে,
প্রকৃতির লালিত্য মেখে---
লেখকের বেড়ে ওঠা।।

আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

প্রকৃতিকে নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। সত্যি প্রকৃতি আগের মতো ঔজ্জ্বল্যতা ও আলোকময় নেই। কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর লিখেছেন । তারপর এই লাইন গুলো -শহরের নিস্তব্ধতামাখা তিক্ততায়---
লেখক নেই লেখার ছন্দ, ভাষার ভিড়ে,। একদম সত্যি। আপনাকে অনেক ধন্যবাদ প্রকৃতিকে নিয়ে সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু,আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলেই নানা দূষণের ফলে প্রকৃতি আস্তে আস্তে নিজের রূপ হারিয়ে ফেলছে।সৃষ্টি হচ্ছে নানা প্রাকৃতিক দুর্যোগ।দারুন লিখেছেন দিদি। আমাদের সবার উচিত প্রকৃতি কে রক্ষায় এগিয়ে আসা।ধন্যবাদ সুন্দর সচেতনতামূলক কবিতাটি শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম তাই👍,প্রকৃতিকে রক্ষা করতে হবে।ধন্যবাদ দাদা।

 2 years ago 

শহরের মানুষ যখন প্রকৃতির ছোঁয়া পায়না, তখন তারা সবুজ প্রকৃতির সান্নিধ্য পেতে চায়। তখন সেই সাথে প্রকৃতি নিয়ে রচিত হয় কবিতা। কবির মনের ভাবগুলো। যাইহোক প্রকৃতির মাঝে বেড়ে উঠছি এটাই অনেক। শহর থেকে দূরে, বহুদূরে। আপনার কবিতা আসলেই চমৎকার।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু,আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য।

 2 years ago 
সবাই প্রকৃতির সুন্দর রূপ নিয়ে কবিতা লিখে। আজ আপনি প্রকৃতি নিয়ে কটা লিখেছেন তবে একটু ভিন্নভাবে। প্রকৃতি যে তার আগের রূপে নেই এবং লেখকেরা আগের মত আগ্রহ বা সেই পরিবেশ পাচ্ছে না উপস্থাপন করার চেষ্টা করেছেন। কবিতা পড়ে আমার ভাল লেগেছে। ধন্যবাদ আপু।
 2 years ago 

হ্যাঁ ভাইয়া, চেষ্টা করেছি ভিন্নভাবে কবিতা লেখার।আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম, ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি বাস্তবতা এবং প্রকৃতি নিয়ে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনি এই কবিতাটির মাধ্যমে খুবই সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। আপনি কবিতাটি খুবই সুন্দর ভাবে ছন্দের সাথে ছন্দ মিলিয়ে লিখেছেন। কবিতা পড়তে আমি ভীষণ ভালোবাসি বিশেষ করে এরকম কবিতাগুলো। আপনি এই কবিতাটির মাধ্যমে খুবই সুন্দর একটি টপিক তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা লিখে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আমাদের প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য নানা কারণে ধ্বংস হচ্ছে। প্রকৃতির ঔজ্জ্বল্যতা নামক ভিন্ন ধরনের এ কবিতাটি খুব ভালো লাগলো।শহরের নানা রকম জটিলতায় হারিয়ে যাচ্ছে লেখকের লেখনির সেই পরিবেশ। অনেক ধন্যবাদ দিদি সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মতামত প্রকাশ করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে সব সময় আকৃষ্ট করে। প্রাকৃতিক সৌন্দর্য আসলে উপভোগ করার মত। যারা শহরে থাকে তারা প্রাকৃতিক সৌন্দর্য খুব উপভোগ করতে পারে না। আপনি সে প্রাকৃতিক ঔজ্জ্বল্যতা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনার অনুভূতি তুলে ধরার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন শহরের কালো ধোঁয়ায় গাছেদের জীবন অনেকটাই ক্ষতিগ্রস্ত। সত্যিই আগের মতো সেই মুক্ত বায়ু ও এখন আর পাওয়া যায় না। আগের মতো সেই মুক্ত আবহাওয়া আর নেই। শহরের সেই কালো ধোয়ার জন্য এখন প্রকৃতি ক্ষতিগ্রস্ত। যাইহোক আপনি আজকে প্রকৃতি নিয়ে এত সুন্দর একটি কবিতা লিখেছেন যা পড়ে মনটা ভরে গেল। আসলেই কবিতার নামটিও কিন্তু খুবই ভালো ছিল "প্রকৃতির ঐজ্জল্যতা"। একেবারেই ঠিক বলেছেন প্রকৃতিকে নিয়ে লেখকেরা আগের মতো ছন্দের ভাষা আর লেখে না এখন।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু,আপনার চমৎকার মন্তব্য পড়ে অনুপ্রেরণা পেলাম।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76530.78
ETH 3054.36
USDT 1.00
SBD 2.63