Diy- এসো নিজে করি: "কিউট পান্ডার চিত্ৰ অঙ্কন"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে।আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার একটি অঙ্কিত চিত্ৰ।সেটি হলো- "কিউট পান্ডার চিত্ৰ"।

IMG_20220118_184954.jpg

★পান্ডা★

পান্ডা দেখতে খুবই কিউট,এইজন্য পান্ডা কমবেশি সবারই পছন্দের।তবে একে বাচ্চারা বেশি পছন্দ করে থাকে।পান্ডার প্রধান খাদ্য হচ্ছে বাঁশ ও বাঁশের পাতা।এছাড়া ঘাস,লতা-পাতা ও ফলমূল খেয়ে ও পান্ডা জীবন ধারণ করে। আমরা বিভিন্ন মেলা কিংবা ট্যাডিবিয়ার এর দোকানগুলোতে বিভিন্ন ধরনের পান্ডা দেখতে পাই।পান্ডা ট্যাডিবিয়ারের খুবই চাহিদা ও রয়েছে।খুবই কিউট ও মিষ্টি দেখতে হয় পান্ডাগুলি।পান্ডার প্রজাতির মধ্যে আবার রেড পান্ডাও রয়েছে।তো চলুন অঙ্কন শুরু করা যাক----

■ উপকরন:

1.সাদা রঙের কাগজ
2.পেন্সিল
3.রবার
4.কালো রঙের বলপেন

■ অঙ্কনের পদ্ধতি:

★ধাপঃ 1★

IMG_20220118_184559.jpg

●প্রথমে আমি অঙ্কনের উপকরণগুলি নিয়ে নেব।

★ধাপঃ 2★

IMG_20220118_184608.jpg

●এরপর পেনসিলের সাহায্যে পান্ডার কান ও মুখ একে নেব।

★ধাপঃ 3★

IMG_20220118_184621.jpg

●এরপর পান্ডার একটি হাত একে নেব।

★ধাপঃ 4★

IMG_20220118_184635.jpg

●পান্ডার শরীরের কিছু অংশ ও অপর হাতটি ও একে নেব।

★ধাপঃ 5★

IMG_20220118_184648.jpg

●এরপর পান্ডার একটি পা ও পায়ের নখ একে নেব এমনভাবে যেন মনে হবে পান্ডার একটি হাত হাঁটুর উপর দিয়ে বসে আছে।

★ধাপঃ 6★

IMG_20220118_184705.jpg

●এরপর অপর পা টিও একে নিলাম।

★ধাপঃ 7★

IMG_20220118_184722.jpg

●এবারে পান্ডার নাক ও চোখের গঠন ও মুখ একে নিলাম।

★ধাপঃ 8★

IMG_20220118_184739.jpg

●এরপর পান্ডার কান,চোখের কিছু অংশ, নাকের ডগায় কিছু অংশ এবং মুখের কিছু অংশ পেন্সিল দিয়ে সেপ দিয়ে কালো করে নেব।

★ধাপঃ 9★

IMG_20220118_184754.jpg

●এরপর পান্ডার হাতের লোমের সেপ দিয়ে নেব পেন্সিল দিয়ে।

★ধাপঃ 10★

IMG_20220118_184812.jpg

●এইভাবে আমি পান্ডার দুই হাতেই লোম একে নেব।

★ধাপঃ 11★

IMG_20220118_184846.jpg

●এবারে দুই পায়ের কিছু অংশ লোম একে নেব।

★ধাপঃ 12★

IMG_20220118_184901.jpg

●হাত ও পায়ের নখগুলো একে নেব।

★ধাপঃ 13★

IMG_20220118_184931.jpg

●এরপর কালো রঙের বলপেন দিয়ে পান্ডার গায়ে বর্ডার করে একে নেব এবং নীচে আমার নামটি লিখে নেব।

★সর্বশেষ ধাপ★

IMG_20220118_184942.jpg

●তো আমার অঙ্কন করা হয়ে গেল "কিউট পান্ডার চিত্ৰ"।আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আমার আজকের অঙ্কনটি।সকলেই ভালো ও সুস্থ থাকবেন।ধন্যবাদ সবাইকে।

ক্যামেরা: poco m2


অভিবাদন্তে: @green015


Sort:  
 2 years ago 

আপনার কিউট পান্ডার চিত্র অংকন টি খুবই ভালো লেগেছে এবং কি দারুন ছিল। আমাদের সাথে এত সুন্দর একটা কিউট পান্ডার চিত্র অংকন শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, উৎসাহ পেলাম।

 2 years ago 

দিদি আপনি অনেক সুন্দর করে কিউট পান্ডার চিত্ৰ অঙ্কন করেছেন অসাধারণ হয়েছে দেখে অনেক ভালো লাগলো। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয় আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 
ওয়াও আপু অনেক সুন্দর ছোট পান্ডার ছবি এঁকেছেন। দেখে মনে হচ্ছে অনেক কিউট একটি পান্ডা। ধন্যবাদ আপনাকে। 😇😇😇😇
 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

খুব কিউট একটি পান্ডার মিষ্টি চিত্র অংকন করেছেন আপনি।দেখতে দারুন হয়েছে দিদি।খুব গুছিয়ে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত ব্যক্ত করার জন্য।

 2 years ago 

বাহ্ আপনার কিউট পান্ডার ছবিটি অসাধারণ ছিল ♥️ ভীষণ চমৎকারভাবে অংকনটি করেছেন। অনেক অনেক শুভকামনা রইল দিদি 💚

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া,উৎসাহ পেলাম😊.

 2 years ago 

আপু সত্যি প্রাণটা আমার কাছে অনেক কিউট লাগে। আমাদের ক্লাসের একটা ছেলে আছে আমরা সবাই তাকে পান্ডা বলে ডাকি। আপনি খুব সুন্দর ভাবে পান্ডা অঙ্কন করেছেন আমার খুব ভালো লেগেছে। আপনি ধাপে ধাপে পান্ডা অঙ্কনের প্রক্রিয়া আমাদের মাঝে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু,প্রাণ নয় পান্ডা হয়তো টাইপ মিসটেক।

আমাদের ক্লাসের একটা ছেলে আছে আমরা সবাই তাকে পান্ডা বলে ডাকি।

এটি বেশ মজার বিষয় ছিল আপু,😊আমাদের ক্লাসের একটি মেয়েকে আমরা হাতি বলতাম।অনেক ধন্যবাদ আপু,আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

 2 years ago 

সত্যিই আপু পান্ডার চিত্রাংকন টা আসলেই অনেক কিউট দেখাচ্ছে। আপনিতো খুব সুন্দর একটা পান্ডার চিত্রাংকন করলেন। কাছে খুবই ভালো লেগেছে এ পান্ডার চিত্রাংকন টা দেখেন। এমনিতেই আমার কাছে পান্ডা খুবই ভালো লাগে। গোলুমোলু পান্ডা গুলোকে দেখতে কিনা ভাল লাগে। যেমনি আপনার চিত্রাংকন অসাধারণ ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

পান্ডাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু।অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 
  • পান্ডা চিত্রটি খুবই সুন্দর হয়েছে। দেখে আমার খুবই ভালো লাগলো। অপরূপ সৌন্দর্যময় এই চিত্রটি আমাদের মাঝে শেয়ার করার জন্য, আপনার প্রতি রইল শুভকামনা।
 2 years ago 

চিত্রটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

➡️ ওয়াও খুব সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন আপনি। এটি দেখতে খুব সুন্দর হয়েছে। আমার কাছে খুবই অসাধারণ লেগেছে আপনার এই চিত্র অংকন। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি কিউট পাণ্ডা একেছেন।আমার কাছে খুব ভালো লেগেছে।প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

চিত্রটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65133.17
ETH 3480.37
USDT 1.00
SBD 2.52