ছোটবেলার গল্প:"ঐক্যবদ্ধ অবলা প্রাণী"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।যাইহোক আজ আমি নতুন আর একটি বিষয় শেয়ার করবো আপনাদের সঙ্গে।মাঝে মাঝেই ইচ্ছে করে মন খুলে ছোটবেলার মজার স্মৃতি বা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে।তো চলুন শুরু করা যাক----

ঐক্যবদ্ধ অবলা প্রাণী

সময়টি ছিল গ্রীষ্মকাল।বিকেলের ফুরফুরে হাওয়ায় স্কুলের মাঠ থেকে খেলা শেষ করে বাড়ি ফিরে এলাম।বিকেল হলেই মাঠে আমাদের কালো,ধলো, লক্ষ্মী,ভগবতীকে নিয়ে আসায় ছিল কাজ।আমিও মায়ের সঙ্গে যেতাম।মা যখন মাঠে যেত,তার আগে মাঝে মাঝেই বিকেলে মাথায় ও কপালে সিঁদুর মাখতেন ।

আমিও তখন অবুঝের মতো বায়না ধরতাম যে আমার কপালে সিঁদুরের ছোট্ট ফোটা দিয়ে দিতে।মা আমাকে ইনিয়ে বিনিয়ে গল্প শোনাতো ।মা বলতেন মাঠে গেলে ছোটদের কপালে সিঁদুরের ফোটা দেখলে মহিষ তাড়া করে।তোকেও করবে,কিন্তু আমি তো ফোটা নিয়েই ছাড়বো।যাইহোক মা ও বাধ্য হয়ে মন বোঝানোর জন্য ছোট্ট করে একটি ফোটা দিয়ে দিতেন।তারপর মাঠে গিয়ে যখন একদল মহিষকে দেখতাম তখন মায়ের কথা মনে পড়তো।কখন মহিষ আমাকে তাড়া করবে এই ভয়ে আমি মায়ের আঁচল ধরে ভয়ে ভয়ে হাটতাম।

pexels-photo-4766349.jpeg
সোর্স

সেইরকমই একদিন মাঠে গিয়েছি।আমি মায়ের থেকে একটু দূরে দাঁড়িয়ে।হঠাৎ দেখি কোথা থেকে একটি কুকুরের আবির্ভাব।কুকুরটি একটি গরুর বাচ্চাকে অনেকক্ষণ ধরে জ্বালাতন করছিল।একবার গরুর বাচ্চাটির কাছে গিয়ে চেঁচিয়ে উঠে ---ভাউ----ভাউ ------ভো-------করে।তখন বাছুরটি ভয় পেয়ে যায়।আমি দূরে দাঁড়িয়ে দৃশ্যটি লক্ষ করছি।

IMG_20220622_214610.jpg
সোর্স

বাছুরটি কিছুটা হাম্বা-----করে উঠলে তার মা ছুটে তার কাছে চলে যায়।কুকুরটি আরো ভয়ংকর ভাবে দাঁত ভাঙ্গিয়ে ---ভো---ভো---- করে জোরে ডাকতে থাকে।তখন মা গরুটি তাকে শিং দিয়ে তাড়া করতে থাকে আর মাত্র একবার জোরে হাম্বা----- বলে ডেকে ওঠে।মুহূর্তেই অবাক করার মতো বিষয় হয় ।

IMG_20220622_221241.jpg
সোর্স

মা গরুর একটি মাত্র ডাকে মুহূর্তের মধ্যে দূরে ঘাস খাওয়া গরুর দল ছুটে আসে।যে যেখানে ছিল সে সেখান থেকেই দৌড়ে চলে আসে এবং একদম প্রশিক্ষণ দেওয়ার মতো গোলাকার হয়ে দাঁড়ায়।সঙ্গে সঙ্গে বাছুরটি তার মায়ের কাছে চলে আসে।সার্কেলের মতো হয়ে দাঁড়ানো গরুর দলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে খেঁকি কুকুরটি ।পালানোর পথ খুঁজছে কুকুরটি কিন্তু চারিদিকের সব পথ বন্ধ।সব গরু রাগে শিং দিয়ে তাড়ানোর প্রস্তুতি নিয়ে,একসময়ে সবাইমিলে একত্রে তাড়া দিল।কুকুরটি ভয়ে চুপচাপ দিল ভো দৌড়----------।

আমি তো পুরো অবাক,যে অবলা প্রাণীর মধ্যে এতটা সংঘবদ্ধ, এতটা ঐক্যবদ্ধ আমি কোথা ও কখনো দেখিনি।তবে একটা কথা বুঝেছি সেইদিন যে বিপদে অবলা প্রাণীও পিছু হাটে না তারাও একত্রে কোনো সমস্যার মোকাবিলা করতে পারে।যেটি আমার আজ ও মনে আছে স্পষ্ট চোখের সামনে ভেসে উঠে দৃশ্যটি।

আশা করি আমার আজকের লেখা গল্পটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 
 2 years ago 

ঠিকই বলেছেন, দুর্বলরা ঐক্যবদ্ধ হলে অনেক অসাধ্য সাধন করতে পারে। তখন অনেক শক্তিশালীও কুপোকাত হয়ে যায়। যেমন আপনার গরুরা সকলে মিলে কুকুরের বিরুদ্ধে করেছিল। দারুন লাগলো আপনার ছোটবেলার ঘটনা। ধন্যবাদ

 2 years ago 

ভাইয়া, ওই গরুগুলো আমাদের ছিল না।আমাদের গরু তো মা কিছুটা দূরে আনতে গিয়েছিল।যাইহোক অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হাহা। কুকুরটি অনেক দুষ্টু। এবার সংঘবদ্ধ গরুর দলের মাঝখানে পড়েছে। আমি থাকলে তো হাসতে হাসতে মরে যেতাম দুষ্টু কুকুরের বেতাল অবস্থার মধ্যে পড়ে যাওয়া দেখে। যাইহোক আপনার লেখাটি পড়ে ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

সত্যি ভাইয়া, কুকুরটির কান্ড দেখে আমার ও মজা লাগছিল।অসংখ্য ধন্যবাদ আপনাকে😊.

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by Blessed-girl

r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord

 2 years ago 

Thank you.♥♥

 2 years ago 

অনেক আনন্দোদায়ক ঘটনার বিস্তারিত একটি গল্প আকারে প্রকাশ করেছেন দিদি যা আমার কাছে অনেক ভালো লাগল। অনেক মজার ছিল ঘটনাটা , সবাই মিলে ঘিরে ফেল্লো কুকুরটিকে , যে কিনা কিছু সময় আগে তার গর্জনে বাচ্চা গরুকে তারা করছিল -আর এখন সে নিজেই পালানোর ফাক খুজ ছিল হাহাহ অনেক মজার । আপনার লেখা গল্প অসাধারন । শুভকামনা

 2 years ago 

কুকুরটি ভারী দুস্টু ছিল ভাইয়া, সত্যিই মজার ছিল দৃশ্যটি।ধন্যবাদ আপনাকে।

হাহাহা কুকুরের কাহিনী টা পড়ে অনেক মজা লাগলো। সত্যি বলেছেন তারা সত্যিই অবলা প্রাণী। কুকুর, গরু এগুলো কিছু বলতে পারে না। আমাদের কখনো উচিৎ নয় তাদেরকে কষ্ট দেওয়া। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলে আমরা ছোটবেলা এরকম অনেক আবদারই না বুঝে মায়ের কাছে করেছি তাই মা আমাদেরকে বিভিন্নভাবে বুঝিয়েছেন। যেমনটি আপনার ক্ষেত্রে হয়েছে ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, তবে আমার লেখার মূল বিষয়বস্তু ছিল গল্পটি।অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 62025.78
ETH 2417.09
USDT 1.00
SBD 2.49