"একটি শঙ্খের চিত্র অঙ্কন"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)
নমস্কার
বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের একটি আর্ট নিয়ে।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।যদিও আর্ট করতে খুবই সময় ও ধৈর্য্যের বিষয়।তাই সবসময় ইচ্ছে থাকা সত্ত্বেও সময় হয়ে ওঠে না।যাইহোক আজ আমি একটা শঙ্খের চিত্র অঙ্কন করেছি।সমুদ্রসৈকতে গেলে অসংখ্য প্রজাতির শঙ্খের দেখা পাওয়া যায় ।এক একটি শঙ্খের আকার,গঠন ও রূপবৈচিত্র্য একেক রকম।যা দেখলে চোখ জুড়িয়ে যায়। তাই আমি আজ একটি সাধারণ শঙ্খ অঙ্কন করেছি।তো চলুন অঙ্কনটি শুরু করা যাক---
একটি শঙ্খের চিত্র অঙ্কন:
★উপকরণ:
1.সাদা কাগজ
2.কালো রঙের বলপেন
★অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি সাদা রঙের কাগজের উপর একটি কালো রঙের বলপেন দিয়ে শঙ্খের মুখ অঙ্কন করে নিলাম।
ধাপঃ 2
এরপর শঙ্খের মুখ থেকে দাগ টেনে বডি অঙ্কন করে নিলাম।এক্ষেত্রে শঙ্খের পেটের দিকে একটু ঢেউয়ের মতো করে মোটা করে অঙ্কন করলাম।
ধাপঃ 3
শঙ্খের বডির মধ্যে ঢেউয়ের দাগ কেটে ডিজাইন একে নিলাম।
ধাপঃ 4
এরপর আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনে।
ধাপঃ 5
শঙ্খের পেটের নিচে আরেকটি দাগ টেনে পেন দিয়ে হালকা সেপে ডিজাইনগুলো গাড় করে একে নিলাম।
ধাপঃ 6
তো অঙ্কন করা হয়ে গেল আমার "একটি শঙ্খের চিত্র"। সবশেষে আমার নাম লিখে নিলাম অঙ্কনটির নীচে কালো রঙের বলপেন দিয়ে।এটি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিল।
আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের আর্টটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
টুইটার লিংক
শঙ্খ হলো আমাদের হিন্দু ধর্মীয় এক পবিত্র শব্দ ধ্বনি ৷ এই শঙ্খ বাজালে এর সুরে বাড়ি যেন পবিত্র ও অশুভ শক্তি দুর হয় এমনই বিশ্বাস করি
যা হোক দিদি আপনি কিন্তু ভালোই আর্ট করেন ৷ আর ঠিক বলেছেন যে আর্ট করতে বেশ ধৈর্য আর সময় লাগে ৷ ঠিক যেমন শঙ্খের আর্ট টি অনেক সুন্দর হয়েছে ৷
ধন্যবাদ দিদি
ঠিক বলেছেন দাদা।ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
আপু আপনার অংকন গুলো অনেক সুন্দর হয়, আজ ও তার ব্যতিক্রম হয়নি। শঙ্খের চিত্র অংকন অসাধারণ হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপু,আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
অনেক চমৎকার একটি আর্ট দেখতে পেলাম সকাল সকাল। খুব সুন্দর ও যথাযথ বর্ণনার মাধ্যমে আপনি এই শঙ্খের চিত্র অঙ্কন করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে ভাগাভাগ করে নেয়ার জন্য।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
অনেকদিন পরে এই শঙ্খমালা দেখলাম আপু আপনার পোষ্টের মাধ্যমে। এ শঙ্খ দেখতে যা অনেক ভালো লাগে। অনেকদিন আগে একটা মেলায় গিয়েছিলাম সেখানেই শঙ্খমালা দেখতে পেয়েছিলাম। আপনি খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। শঙ্খমালা চিত্র অংকন অসাধারণ হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে আপনি আমাদেরকে দেখিয়েছেন আপনার জন্য শুভকামনা রইল।
হ্যাঁ, বিভিন্ন ধরনের শঙ্খ দেখতে দারুণ লাগে।ধন্যবাদ ভাইয়া।
ঠিক বলেছেন আপু আর্ট অনেক ধৈর্যের বিষয়, তাই চাইলেও সবসময় করা হয় না।আমি তো মাঝে মাঝে আর্ট করতে বসলে মন মত না হলে মেজাজ খারাপ হয়ে যায়।যাই হোক আপনার আঁকা শঙ্খের চিত্র টা বেশ ভালো হয়েছে। তবে মার্কার দিয়ে কালো দাগগুলো দিলে আরো ভালো লাগতো,মানে ফুটে উঠতো।ভালো লাগলো।ধন্যবাদ
মার্কার পেন ছিল না তাই দেওয়া হয়নি,ধন্যবাদ আপু পরামর্শের জন্য।
সামুদ্রিক শামুকের অনেক সুন্দর একটি চিত্র প্রস্তুত করেছেন ব্ল্যাকপেন ব্যবহার করে খুবই সুন্দর দেখাচ্ছে।
ঠিকই বলেছেন আপনি অনেক ধরনের শামুক রয়েছে যেগুলা দেখতে বাহারি রকমের দেখতে চোখ জুড়িয়ে যায়।।
অংকনের ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।।
আপনার সুন্দর মতামত তুলে ধরার জন্য, ধন্যবাদ ভাইয়া।
শঙ্খের চিত্র অঙ্কন খুবই সুন্দর হয়েছে। সত্যি আপনার চিত্র গুলোর দেখতে খুবই ভালো লাগে। আজকে চিত্রটি খুবই সুন্দর হয়েছে।
ধন্যবাদ ভাইয়া।
দিদি আপনি তো আজকে চমৎকার ভাবে শঙ্খের চিত্র অঙ্কন করেছেন। শঙ্খের চিত্র অংকন দেখতে সত্যিই কারের মতো লাগতেছে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। এধরনের কাজ গুলো দেখতে ভীষণ ভালো লাগে।
আপনার প্রশংসাভরা মন্তব্য শুনে খুশি হলাম।ধন্যবাদ ভাইয়া।