"ওভার ব্রিজ তৈরী সমাপ্ত হলো"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন।আমি ও বেশ ভালো আছি।তাই আজ আমি আবারো হাজির হলাম নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে।যদিও কয়েকদিন ধরে ঠিক সময়ে পোষ্ট ও কমেন্ট করতে পারছি না অনেক ব্যস্ততার কারনে।যাইহোক এই ছবিগুলো আমি আমাদের স্টেশন থেকে সংগ্রহ করেছি।তো আশা করি আপনাদেরও ভালো লাগবে দৃশ্যগুলো।তো চলুন দেখে নেওয়া যাক---

ওভার ব্রিজ তৈরী সমাপ্ত হলো:

IMG_20230521_061940.jpg
লোকেশন
আমি কিছুদিন আগেই ওভার ব্রিজ তৈরী সম্পর্কে এবং সেই দৃশ্যের কিছু ছবিও শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে।আসলে আমাদের পালসিট স্টেশনের পাশ দিয়ে দিল্লি রোড অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে চলে গেছে।আগে রোডটি ছিল দুইপাশ দিয়ে গাড়ি যাতায়াতের ব্যবস্থা।কিন্তু মাঝবরাবর উঁচু মাটির টিলার উপর ফুল গাছ লাগানো অংশে এখন ওভার ব্রিজ তৈরি করা হয়েছে।যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে সেহেতু বড়ো দুর্ঘটনা ঘটতেই থাকে যে কোনো সময়।তাই জনসাধারণের যাতায়াতের সুব্যবস্থার কথা চিন্তা করে দুর্ঘটনা এড়াতে এই ওভার ব্রিজ তৈরি করা হয়েছে।এছাড়া রাস্তায় অনেক সিকিউরিটির ব্যবস্থাও করা হয়েছে।

IMG_20230521_061831.jpg

IMG_20230521_061926.jpg
লোকেশন
ওভার ব্রিজের অনেক মর্মান্তিক ঘটনায় মানুষের হৃদয়স্পর্শ করে গেছে। কত স্পর্শকাতর ঘটনার সাক্ষী এই ন্যাশনাল হাইওয়ে।তাছাড়া ওভারব্রিজের কিছুটা দূরে দূরে নীচে ফাঁকা জায়গা রাখা হয়েছে।যেখানে সিকিউরিটি বা ট্রাফিক পুলিশরা দাঁড়িয়ে সুষ্ঠুভাবে তাদের দায়িত্ব পালন করছেন।একদিকের রাস্তার যানবাহন অন্যপাশে চলাচলের ব্যবস্থা এবং মানুষের যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছেন তারা।আমাদের এখানে চলাচলের ব্যবস্থাটা খুবই উন্নত ।দিল্লি রোডের পাশাপাশি রেল স্টেশনেও চলাচলের ব্যবস্থা রয়েছে এখানে।ওভার ব্রিজের ঠিক অপর পাশেও একটি বড় রাস্তা রয়েছে যেটা এখন দেখা যায় না।তাছাড়া ওভারব্রিজটির উচ্চতা অনেকখানি করা হয়েছে।

IMG_20230521_061846.jpg

IMG_20230521_061859.jpg
লোকেশন
ওভার ব্রিজের কাজ খুবই দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়েছে এখানে।4-5 মাসের মধ্যে ওভার ব্রিজটি সম্পন্নভাবে তৈরি করা হয়ে গেছে আমাদের এখানে।যদিও অন্যান্য দিকে কিছুটা বাকি আছে।মানুষের চলাচলের সুবিধার সঙ্গে সঙ্গে কিছুটা হলেও অকাল মৃত্যুর হাত থেকে মানুষ রক্ষা পাবে।যদিও ওভার ব্রিজের উপর যানবাহন চলাচল চালু করা হয় নি।তবে খুব শীঘ্রই রাস্তা সম্পন্ন হয়ে গেলে যানবাহন চালু করা হবে।তখন ওভার ব্রিজের নীচে দিয়ে দুটি রাস্তা এবং উপরে দুটি রাস্তা থাকবে।মোট চারটি রাস্তা দিয়ে যানবাহন চলাচলের সুবিধা থাকবে এখানে।তো এটাই ছিল "ওভার ব্রিজ তৈরী সমাপ্ত হলো" নিয়ে আমার আজকের লেখা ব্লগ।

IMG_20230521_061820.jpg
লোকেশন

আশা করি আমার আজকের লেখা ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 last year 

তাহলে আশা করা যায় এই ওভার ব্রিজ তৈরির কারণে অনেক দুর্ঘটনা কমে যাবে। আসলে হাইওয়ের দুর্ঘটনাগুলো একটু মর্মান্তিকই হয়ে থাকে। কারণ প্রত্যেকটা গাড়ি বেশ দ্রুত গতিতে চলাচল করে। আরে হ্যাঁ আপনি বলেছেন এটা তৈরি করতে চার থেকে পাঁচ মাস সময় লেগেছে তাহলে বোঝা যাচ্ছে ওভার ব্রিজটা খুব দ্রুততার সাথেই তৈরি করেছে। হয়তোবা রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া, এটা যেহেতু দিল্লি রোড তাই খুবই গুরুত্বপূর্ণ এটা তৈরি করা।ধন্যবাদ আপনাকে।

 last year 

দিদি এটি কি ওভার ব্রিজ নাকি ফ্লাইওভার আমি কনফিউজড। তার কারণ আমি যতদূর জানি ওভার ব্রিজ দিয়ে আমাদের দেশে মানুষ যাতয়াত করে। কিন্তু যানবাহন যাতায়াত করা যায় না। যাইহোক আপনাদের রাস্তাঘাট খুব উন্নত সেটা আমি টিভিতেও অনেক দেখেছি। তারজন্য আপনাদের যাতায়াত ব্যবস্থাও খুব উন্নত। আমি শুনেছি আপনাদের এদিকে রাস্তাঘাটে জ্যাম একদমই থাকে না। আপনার এই সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপু, ফ্লাইওভার পুরোপুরিভাবে বলা যাবে না কারন এটা শুন্যতার উপর দাঁড়ানো ব্রিজ নয়।তাছাড়া আমাদের এখানে মানুষ ওভারব্রিজের উপর দিয়ে যাতয়াত করতে পারে না শুধুমাত্র চোখের নিমিষেই যানবাহন চলাচল করে।আর সবখানে জ্যাম না থাকলেও বেশি যানবাহন দ্রুত চলাচলের জন্য দুর্ঘটনা ঘটে।যাইহোক ধন্যবাদ আপনাকে।

 last year 

এটা সত্যি আপু ওভার ব্রিজের কারণে দুর্ঘটনা আসলে কমে যায়।তবে ওভার ব্রিজ করতে অনেক সময় লাগে কিন্তু সেই তুলনায় অনেক তারতাড়ি ব্রিজটি সম্পূর্ণ হয়েছে। সত্যি আপনাদের রাস্তা ঘাট অনেক উন্নত। ধন্যবাদ আপনাকে।

 last year 

ধন্যবাদ আপু,বিষয়টি পড়ার জন্য।

 last year 

যে কোন জায়গায় এই ধরনের বিকাশের কোন কাজ হলে সমগ্র জাতির অনেক সুযোগ-সুবিধা হয়। এই ব্রিজের কাজটা শেষ হওয়াতে আশা করি তোমাদের ওখানে অনেকেরই অনেক সুবিধা হবে। ব্রিজের কাজ যতক্ষণ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত গাড়ি ঘোড়া থেকে শুরু করে সাধারণ মানুষের ভীষণ অসুবিধা হয়। কিন্তু এই কাজটা শেষ হলে সুবিধা আর সুবিধা। চার পাঁচ মাসের মধ্যে একটা ওভারব্রিজ তুলে দেওয়া সত্যিই যথেষ্ট তাড়াতাড়ি কাজ হয়েছে।আশা রাখব ছোট বড় এক্সিডেন্ট এর হাত থেকে এইবার মানুষ একটু নিস্তার পাবে ওই এলাকা।

 last year 

ঠিক বলেছেন দিদি,দুর্ঘটনা এড়াতে ওভারব্রিজের গুরুত্ব অপরিসীম।অনেক দিন পর আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো,ধন্যবাদ আপনাকে।

 last year 

এভাবেই উন্নত হবে একটি রাষ্ট্র এবং রাষ্ট্রের বিভিন্ন প্রান্তর। খুব সুন্দর ভাবে আজ আপনি এই ওভারব্রিজ সম্পর্কে উপস্থাপন করেছেন। এমনিতেই টিভিতে দেখে থাকি এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো। যাই হোক আপনার খুশিতে আমরা খুশি। যেহেতু আপনাদের জন্য ভালো কিছু তৈরি হয়েছে মানুষের জন্য অনেক উপকার হবে। বিশেষ করে শহর অঞ্চল গুলোকে লক্ষ্য করা যায় জ্যামের কারণে এ সমস্ত ফ্লাইওভার তৈরি করা হয়।

 last year 

ঠিক বলেছেন, শহরাঞ্চল গুলোতে বেশি দেখা যায় ওভারব্রিজগুলি।কারন সেখানে যানবাহনের সংখ্যা বেশি থাকে, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64186.90
ETH 2759.80
USDT 1.00
SBD 2.66