"জলরঙে করা কিছু পেইন্টিং এর ফটোগ্রাফি পর্ব"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের ব্লগ নিয়ে।সেটি হলো-"জলরঙে করা কিছু পেইন্টিং এর ফটোগ্রাফি পর্ব- 2"।

কথায় আছে-হিন্দুদের বারো মাসে তেরো পার্বন।আর হিন্দুদের সবথেকে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজা শেষ হয়ে গেল কিন্তু তার স্মৃতি থেকে গেছে আমাদের ফোনে।যদিও একটি পোষ্টের মাধ্যমে সব চিত্র তুলে ধরা সম্ভব নয় তাই আজ আবারও চলে আসলাম কিছু পেইন্টিং এর ফটোগ্রাফি নিয়ে।যদিও কিছু পেইন্টিং এর ছবি আমি আপনাদের সঙ্গে ইতিমধ্যে শেয়ার করে ফেলেছি।পুলিশ লাইন আবাসিক বৃন্দ দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা থেকে ছবিগুলো তোলা হয়েছে।এই কমিটির থিম মূলত বাঙালিয়ানার সাধারণ ঘরোয়া সংস্কৃতি বা জীবনযাত্রাকে পেইন্টিং এর আদলে তুলে ধরা হয়েছিল।আর প্রতিটি ছবি ও চিত্রকর্মগুলি দেখার মতো ছিল, কারণ প্রত্যেকটি ছবিই আলাদা মাত্রা বা অর্থকে তুলে ধরে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন দেখে নেওয়া যাক---

IMG_20221012_173729.jpg
লোকেশন

●●●এখানে মহাদেব বা শিবের রূপকে তুলে ধরা হয়েছে।শিব ঠাকুরের ধ্যানরত অবস্থাকে এখানে অঙ্কনের মাধ্যমে দেখানো হয়েছে।যেখানে শিব ঠাকুর তার আখি অর্ধখোলা অবস্থায় রেখে ধ্যানরত ছিলেন।

IMG_20221012_173354.jpg
লোকেশন

●●●এখানে মা দশভুজা অর্থাৎ মা দেবীদুর্গার সুন্দর মুখের অবয়বকে ফুটিয়ে তোলা হয়েছে।যেখানে মায়ের ত্রি নয়নও সম্পূর্ণ খোলা অবস্থায় ছিল।আর এগুলো সবই জল রং দিয়ে অঙ্কন করা হয়েছে।

IMG_20221012_173642.jpg
লোকেশন

●●●এখানে একজন বাঙালি নারীকে তুলে ধরা হয়েছে ।যেখানে একজন মায়ের কোলে তার সন্তান রয়েছে।সুতরাং প্রত্যেক নারীর রূপেই মা দুর্গা বিরাজমান।

IMG_20221012_173303.jpg

●●●প্রত্যেকটি পেইন্টিং আলাদা আলাদা অর্থ বহন করে।ঠিক তেমনি এই চিত্রে দুই বোনের ভালোবাসাকে তুলে ধরা হয়েছে।

IMG_20221012_173219.jpg
লোকেশন

IMG_20221012_173149.jpg

●●●এই চিত্রগুলিতে আধুনিক মেয়েদের চিত্র ফুটে উঠেছে।যাদের চুলকে এখানে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।নানান রং ও ডিজাইনে ফুটিয়ে তোলা হয়েছে অঙ্কনে।

IMG_20221012_174304.jpg
লোকেশন

●●●এখানে ও মায়ের মুখের অবয়ব তুলে ধরা হয়েছে কয়েকটি দাগের মাধ্যমে।যেখানে শিল্পীর চিত্রকর্ম বা প্রতিভাই বেশি গুরুত্ব পেয়েছে।

IMG_20221012_173810.jpg

●●●এখানে একজন নারীর মুখের রং কালো করে অঙ্কন করা হয়েছে।কারণ মেয়েদের ভালো রূপের সঙ্গে সঙ্গে কালো ছায়ার রূপকে তুলে ধরা হয়েছে অর্থাৎ প্রয়োজনে নারীদের রূপ ও বীভৎস আকার ধারন করতে পারে অন্যায়ের বিরুদ্ধে।

IMG_20221012_174414.jpg
লোকেশন

●●●এখানে ও কোনো সাধকের রূপকে তুলে ধরা হয়েছে জলরং দিয়ে।আর এগুলো সবই কাপড়ের উপর চিত্রিত হয়েছে।যেটা দেখতে খুবই আকর্ষণীয়।

IMG_20221012_174327.jpg

●●●এখানে একটি মেয়ের ঘুমন্ত অবস্থাকে তুলে ধরা হয়েছে।

IMG_20221012_173504.jpg
লোকেশন

●●●সবশেষে এই পেইন্টিংটি অনেক ভালো লেগেছে আমার কাছে।কারন সবথেকে বেশি মূল্যবান মাকে তুলে ধরা হয়েছে এখানে ।মাতৃরূপকে তুলে ধরা হয়েছে এই অঙ্কনের মাধ্যমে।

আশা করি, আপনাদের সকলের কাছে ভালো লাগবে আমার আজকের পেইন্টিং এর ফটোগ্রাফিগুলি।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ সকলকে

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

ওয়াও অসাধারণ আপনার তোলা প্রতিটি পেইন্টিং সত্যি মনোমুগ্ধকর ছিল ৷ আপনাদের ওই দিকে যে ভালো পুজো হয় সেটা এবার ভালো দেখতে পেলাম ৷
বাবা ভোলানাথ শিবের পেইন্টিং টি অনেক সুন্দর ছিল ৷

 2 years ago 

হ্যাঁ দাদা,ভোলানাথের ছবিটি সত্যিই ভালো ছিল।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জলরঙের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর এবং ইউনিক হয়েছে আর আপনি যেকোন ফটোগ্রাফি যখন করেন তখন আপনার ফটোগ্রাফির বিষয়টি ব্যতিক্রমভাবে সিলেকশন করেন যা সবার নজর কাড়ে। এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার সুন্দর অনুভূতি জানানোর জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

ওয়াও খুবই অসাধারণ আপনি জল রং দিয়ে এত সুন্দর ফটোগ্রাফি করেছেন। একসাথে এতগুলো পেইন্টিং দেখে খুব ভালো লাগলো আমার। খুব সুন্দর করে যথার্থ বর্ণনা দিয়ে আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য দ্বারা আমাকে উৎসাহিত করার জন্য,ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64349.87
ETH 2775.11
USDT 1.00
SBD 2.65