"জামরুল গাছের ফুল ও ফলের সম্পূর্ণ আলোকচিত্র" (10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার,

CollageMaker_20220514_094955344.jpg

বন্ধুরা ,প্রতিদিন সন্ধ্যা থেকেই আমাদের এখানে প্রচন্ড ঝড় -বৃষ্টি হচ্ছে।তাই নেট খুবই ধীরে কাজ করছে।আর দিনে ভ্যাপসা গরম, তার মধ্যে কলেজের চাপ।যাইহোক আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি ফুল থেকে ফল উৎপাদনের কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

IMG_20220514_094506.jpg
লোকেশন

আজ আমি আমাদের বাড়ির জামরুল ফলের ছবি শেয়ার করেছি।তবে এর পিছনে একটি গল্প আছে।এই জামরুল গাছটির বয়স 9 মাস।আসলে আমার বাবা আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একজনের বাড়ি থেকে নিজে হাতে কলম করেছিলেন জামরুল গাছের ছোট্ট একটি ডাল।তারপর সেটির শিকড় গজালে বাড়ি এনে গাছটি বসিয়েছিলেন।আস্তে আস্তে গাছের ডাল ,পাতা ছেড়ে ঝাঁকড়া হলো গাছটি,কিন্তু বেশি বড়ো নয়।আর 9 মাস হতে না হতেই ফলন দিল।তো সেই ফুল ও ফলের ছবিই শেয়ার করবো আপনাদের সঙ্গে।তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক---

IMG_20220514_094435.jpg

IMG_20220514_094236.jpg

প্রথম ছবিতে একটি জামরুল গাছের ফুলের কুঁড়ি বা মুকুল দেখানো হয়েছে এবং দ্বিতীয় ছবিতে ওই ছোট্ট মুকুল ধীরে ধীরে বড়ো হয়ে ফুটন্ত ফুলে পরিণত হয়েছে।আর ফুটন্ত ফুলের মধ্য থেকে পিপীলিকা মধু সংগ্রহ করছে।জামরুলের ফুলগুলি দেখতে অসম্ভব সুন্দর।

IMG_20220514_094605.jpg
লোকেশন

এই ছবিতে জামরুল ফলের মধ্যবর্তী অবস্থাকে তুলে ধরা হয়েছে।যখন জামরুল ফুলের নিচ বৃদ্ধি পেয়ে ফুলগুলি ধীরে ধীরে শুকিয়ে পড়ে যায়।আর ফলটি বৃদ্ধি পায়।এক্ষেত্রে জামরুলের কচি ফলটি কিছুটা মুটকি বা ঢাকনার মতো দেখতে লাগে।

IMG_20220514_094646.jpg

IMG_20220514_094752.jpg

জামরুল ফলগুলি থোকা থোকা ধরে থাকে, যেটি দেখতে খুবই ভালো লাগে।আর আমাদের গাছে প্রথম বছরে অনেক জামরুল ধরেছিল,তবে এটিই প্রথম গাছে ধরা থোকা।তাই স্মৃতিতে আবদ্ধ করে রাখলাম।এভাবে একটি ছোট জামরুল ধীরে ধীরে বড়ো হয় এবং একসময় খাওয়ার উপযুক্ত হয়।আর জামরুল যত বড় হয় ততই গাঁয়ের রং সাদা হতে থাকে।এছাড়া জামরুল দিয়ে বিভিন্ন রেসিপি ও তৈরি করা যায়।

IMG_20220514_094818.jpg
লোকেশন

এটি একটি পরিপক্ক বা খাওয়ার উপযুক্ত জামরুল।সাধারণত জামরুল বিভিন্ন রঙের হয়ে থাকে। যেমন- সাদা,টুকটুকে লাল রঙের।তবে আমাদের গাছে যে জামরুল ধরেছিল সেটি সাদা বা লাল নয়,দুটিই মিশিয়ে যে রং সেইরকম।আপনারা দেখেই বুঝতে পারছেন, জামরুলের মুখের দিকটা টুকটুকে লাল আর উপরের দিকে দুই রঙের মিশ্রন।ভারী সুন্দর দেখতে লাগছিলো।আমাদের গ্রামের বাড়িতে সাদা রঙের বড়ো জামরুল গাছ ছিল।তাছাড়া এই জামরুলগুলি বেশ বড় সাইজের হয়েছিল এবং খেতেও খুবই মিষ্টি হয়েছিল।তো এই ছিল আমার আলোকচিত্রগুলি।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

ফুল থেকে কিভাবে ফল হয় তা আপনি এই পোষ্টের মাধ্যমে সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। জামরুল ফলগুলো পরিপক্ক হওয়ার পর অনেক সুন্দর দেখাচ্ছে । এই ফল খুব একটা খাওয়া হয়না। তবে ফল গুলো দেখতে অনেক আকর্ষণীয় লাগে।

 2 years ago 

হ্যাঁ আপু,জামরুল দেখতে খুব সুন্দর হয়ে থাকে।ধন্যবাদ আপনাকে আপু😊.

 2 years ago 

খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দিদি। আপনাদের গাছের জামরুল গুলো দেখতে অনেক আকর্ষণীয়। কারণ এর মধ্যে দুটি রং রয়েছে। লাল রংয়ের কারণে খুব বেশি আকর্ষণীয় লাগছে। যদিও এই ফলটি তেমন একটা খাওয়া হয় না তবে গাছে এত সুন্দর ভাবে ধরে আছে দেখে গাছ থেকে পেড়ে খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ দিদি সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু,দুই রং হওয়ার কারণে খুব সুন্দর দেখতে লাগছিল আর খেতেও খুবই সুন্দর।ধন্যবাদ আপু।

 2 years ago 

গতকাল আমি জামরুল ফল খেয়েছি। রবীন্দ্র সরোবর গিয়েছিলাম সেখাকার এক গাছে দেখি থোকায় থোকায় ধরে আছে এই ফল। পেরে ৪ টা খেয়েছি। বেশি টক ও না বেশি মিষ্টি ও না। ভালই লাগে খেতে। আপনি চমৎকার কিছু ছবি তুলেছেন। ভাল লাগল দেখে। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ঠিক বলেছেন ফলগুলি একটু পানসে খেতে টক ও নয় আবার মিষ্টি ও নয়।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি খুবই সুন্দর করার জামরুল গাছের ফুল এবং ফল এর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু খুবই ভালো লাগছে। আমাদেরও একটা জামরুল গাছ রয়েছে যেটা আমি বাড়িতে গিয়ে ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। নিজেদের গাছ থাকলে আসলে ভালই লাগে

 2 years ago 

নিজেদের গাছের মজাই আলাদা ভাইয়া, ঠিক বলেছেন।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার নিজেদের ছাদেও জামরুল গাছ আছে,যদিও আমি তেমন পছন্দ করি না।তবে জামরুল ফলগুলো ও ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে।আপনি খুব সুন্দর করে বর্ননা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপু,ফুটন্ত ফুলগুলি দেখতে অনেক সুন্দর হয়।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জামরুল গাছের ফুল ও ফলের সম্পূর্ণ আলোকচিত্র দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ফলটি খেলে অনেক উপকারী। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

যেকোনো ফল খুবই উপকারী হয়ে থাকে ভাইয়া।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জামরুল খেতে অনেক মজা। আমাদের হল একটি কাজ আছে জামরুলের কয়েকদিন আগে আমরা পারে খেলাম। আপনি খুব সুন্দর ভাবে জামরুলের ফুল ও ফলের ফটোগ্রাফি করেছেন এবং আমাদের মাঝে তা উপস্থাপন করেছেন। সেইসাথে জামরুল সম্পর্কে আপনার অনুভূতি ও তথ্য গুলো তুলে ধরেছেন। এত সুন্দর একটি ফলের ও ফুলে ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

হুম,আপু জামরুল খেতে খুবই মজা ।আমিও ভালো খাই এটি,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুব সুন্দর জামরুল গাছের ফুল ও ফুলের ছবি তুলেছেন। আর বর্ননা বেশ চমৎকার ছিল।
আমাদের ঈলমার এই ফলটি খুব প্রিয়।
এটি খুব পুষ্টিকর একটি ফল।
ভালো উপস্থাপনা ছিল।

 2 years ago 

এটি ঈলমার পছন্দের ফল জেনে খুব ভালো লাগলো ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জামরুলের ফুল যেমন দেখতে বেশ চমৎকার ফলও খুব চমৎকার হয়ে থাকে, এবং আমার অনেক পছন্দের একটি ফল। এই জামরুলের মধ্যে অনেক জাত এবং অনেক কালার হয়ে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জামরুল ফুল ও ফলের ফটোগ্রাফি আমাদের সাথে তুলে ধরার জন্য।

 2 years ago 

আপনার অনুভূতি জেনে ভালো লাগলো ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.027
BTC 61639.07
ETH 2982.91
USDT 1.00
SBD 2.46