Diy-"একটি ড্রাগনের চিত্র অঙ্কন" (10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমি সপ্তাহে একটি করে অঙ্কন পোষ্ট করার চেষ্টা করি।তাই আজও চলে আসলাম নতুন একটি অঙ্কন নিয়ে।সেটি হলো - "একটি ড্রাগনের চিত্র অঙ্কন"।

বন্ধুরা, গতকাল থেকে আমাদের মন ভীষণ খারাপ।অনেকটা চিন্তায় আছি অন্য একটি বিষয় নিয়ে।যার ফলে আজ কমিউনিটিতে কিছু করতে মন চাইছিল না।কারণ মন খারাপের সঙ্গে সঙ্গে শরীরটা ভেঙ্গে পড়েছে।যাইহোক তবুও এখানে পোষ্ট না করলেও ভালো লাগে না।তাই একটি অঙ্কন নিয়ে চলে আসলাম।এখুনি আকলাম বসে বসে ব্যস্ততার মধ্যে,মন বসাতে পারছিলাম না ঠিকভাবে।তবুও আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন অঙ্কনটি শুরু করা যাক---

IMG_20220609_160447.jpg

■উপকরণ:

1.সাদা কাগজ
2.কালো রঙের বলপেন
3.রং পেনসিল
4.পেনসিল

■অঙ্কনের পদ্ধতি:

ধাপঃ 1

IMG_20220609_160539.jpg

প্রথমে আমি অঙ্কনের উপকরণগুলি নিয়ে নিলাম।

ধাপঃ 2

IMG_20220609_160555.jpg

এরপর ড্রাগনের মুখ আকলাম কালো রঙের বলপেন দিয়ে।

ধাপঃ 3

IMG_20220609_160614.jpg

এবারে আমি ড্রাগনের কান একে শরীরের বাঁকা দাগ দিয়ে নিলাম।

ধাপঃ 4

IMG_20220609_160630.jpg

এরপর পুরো শরীরের গঠন একে নিয়ে ড্রাগনের পা একে নিলাম।

ধাপঃ 5

IMG_20220609_160646.jpg

ড্রাগনের শরীরের মধ্যে ডেরা ডেরা দাগ একে নিলাম ।

ধাপঃ 6

IMG_20220609_160703.jpg

এরপর ড্রাগনের পায়ের পাতা, লেজ ,গায়ের লোম ও মুখের দুটি লম্বা সরু দাড়ি একে নিলাম।

ধাপঃ 7

IMG_20220609_160723.jpg

এবারে ড্রাগনের গায়ের লোম নীল পেনসিল রং দিয়ে একে নিলাম এবং হাতের ছবি তুলে নিলাম আমার।

ধাপঃ 8

IMG_20220609_160745.jpg

এরপর পেনসিল ও কালো বলপেন দিয়ে ড্রাগনের কিছু কিছু স্থান একে কালো রঙ করে নেব।

সর্বশেষ ধাপ:

IMG_20220609_160504.jpg

সবশেষে আমার নাম লিখে দিলাম ড্রাগনের বডির নিচে।তো অঙ্কন করা হয়ে গেল আমার "একটি ড্রাগনের চিত্র অঙ্কন"।যেটি দেখতে খুব সুন্দর লাগছিল।

আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের আর্টটি।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

খুব সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন আপনি। আর্ট টি দারুন হয়েছে বলে বুঝাতে পারব না। প্রতিটি ধাপ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু,আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

 2 years ago 

খুব সুন্দর একটি চিত্র এঁকে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু ।এত সুন্দর ড্রাগনের চিত্র দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম ।কলম দিয়ে আকার পরে আপনি যেভাবে রং পেন্সিল দিয়ে রং করে নিলেন এটি দেখতে অনেক বেশি আকর্ষণীয় দেখাচ্ছে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু,কালার করার পর সেটি দেখতে আকর্ষণীয় হয় বেশি।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এখানে পোষ্ট না করলেও ভালো লাগে না।

আপনার মত আমারও একই অবস্থা দিদি কমিউনিটি তে পোস্ট না করলে কোন ভাবেই মনের মধ্যে শান্তি পায়। যতই ব্যস্ত অথবা অসুস্থ থাকি না কেন চেষ্টা করি প্রত্যেকদিন কমিউনিটিতে পোস্ট করতে।

আজকে আপনি আমাদের মাঝে খুবই চমৎকার ভাবে একটি ড্রাগন এর চিত্র অঙ্কন করে শেয়ার করলেন দিদি। আপনার অংকন করার ড্রাগনের এই চিত্রটি সত্যিই অনেক সুন্দর হয়েছে।

 2 years ago 

আপনার মতামত জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

দিদি আপনি আজকে চমৎকার ভাবে একটি ড্রাগনের চিত্র অঙ্কন করেছেন। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। ইউনিক আইডিয়া ছিলো দেখে ভীষণ ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

আপনার অনুভূতি প্রকাশ করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

একটি ড্রাগনের চিত্র অঙ্কন অনেক সুন্দর হয়েছে আপু। আপনি অনেক সুন্দর ভাবে ড্রাগনের চিত্র অঙ্কন করেছেন। সত্যি আপু আপনার অঙ্কনের দক্ষতা খুবই প্রশংসনীয়। দারুন একটি চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার মন খারাপ জেনে খারাপ লাগলো দিদি। শরীর খারাপ থাকলে আসলেই কিছু করতে চায়না। তবে আমাদের কাজ না করতে পারলে ভালো লাগেনা তেমন। যায়হোক, আপনার ড্রাগন আর্টটি সুন্দর হয়েছে দিদি।

 2 years ago 

মনখারাপ ছিল ভাইয়া, শরীর খারাপ নয়।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার অনুভূতি জেনে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসাধারণ একটি চিত্রাংকন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ড্রাগনের চিত্রাংকন টি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। শুধুমাত্র পেন্সিল দিয়েও ভালো লাগার মত কিছু অঙ্কন করা যায় আপনার চিত্রাঙ্কনটি দেখে বুঝতে পারলাম। ড্রাগনের চিত্রাংকন টি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনুপ্রাণিত হলাম,সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ড্রাগনের চিত্রাংকন টি বেশ দারুন ই দেখাচ্ছে। খুব সুন্দর ভাবে ড্রাগনের চিত্রাংকন করে আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সুন্দর একটি ড্রাগনের চিত্রাংকন আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। এভাবেই এগিয়ে যান।

 2 years ago 

আপনার জন্য ও শুভকামনা ও ভালোবাসা রইলো আপু।মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর একটি ড্রাগন এর চিত্র অঙ্কন করেছেন। আপনার চিত্রাংকন টি দেখেই বুঝা যাচ্ছে আপনার হাতে জাদু আছে। আপনার চিত্রাংকন টি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

না আপু ☺️☺️হাতে জাদু নেই,আপনার মজার মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69547.43
ETH 2494.07
USDT 1.00
SBD 2.54