আমার স্বরচিত কবিতা"দৃষ্টির অগোচর"(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আজ আমি আবারো হাজির হলাম নতুন একটি ভিন্নধর্মী কবিতা নিয়ে আপনাদের মাঝে।কবিতা লিখতে আমার খুবই ভালো লাগে।সেই ভালো লাগা থেকেই আমি মন থেকে লেখার চেষ্টা করি।

IMG_20221030_140246.jpg
সোর্স

বাস্তব জীবনে ভালোবাসা সবসময় গভীর স্মৃতি বহন করে।কিন্তু সেটা কখনো সুখকর হয়, আবার কখনো ক্ষত-বিক্ষত জীবনের প্রতিফলন ঘটায়।সেই স্মৃতিগুলো হতে পারে কয়েক বছরের,কয়েক মাসের,কয়েক দিনের,কয়েক ঘন্টার আবার কয়েক মুহূর্তের।কিন্তু কখনো সেগুলো পুরোনো হয় না। সবসময় জীবন্ত হয়ে বেঁচে থাকে মানুষের মনে।তেমনি একটি সুভাসময় রাতের স্মৃতির কথা কবিতায় উল্লেখ করা হয়েছে।ঘুটঘুটে অন্ধকার রাতে ভালোবাসার টানে ছুটে চলে অনেক প্রেমিকেরা।সময় কাটাতে কাটাতে ভোরের সূর্য উঠে রাতের অন্ধকার ম্লান হয়।পুনরায় দিনের শেষে এই রাতের স্মৃতি কোনো একদিন আচমকা দাগ কাটে হৃদয়ে।যখন ছুটে যেতে চাইলে ও যাওয়া যায় না ভালোবাসার মানুষের কাছে।ক্ষত -বিক্ষত মনে মেনে নিতে হয় অনেক কিছু। যাইহোক এই ভাবনায় লিখে ফেললাম কয়েকটি লাইন।আশা করি ভালো লাগবে কবিতাটি আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক----

দৃষ্টির অগোচর

কে তুমি?
রাতের ঘুটঘুটে আঁধারে সদ্য ফোঁটা এক গন্ধরাজ,
সেদিনই অন্ধকারে মোহিত করেছিলে আমায়,
আমি তোমার সুগন্ধে--ছুটে গিয়েছিলাম।
কালো চাদরে ঢাকা অন্ধকারে আমি ভেবেছিলাম--
সারাজীবন পথ চলবো তোমার সুগন্ধি মেখে,
কিন্তু যখন পূব আকাশে সূর্য চোখ মেলে
দেখলাম- ছড়ানো ছিটানো রূপের মাধুর্য জ্যোতির্ময়,
সুবাসে উদ্ভাসিত এই পৃথিবী।
দৃষ্টির অগোচরে ডাকছে আমায়,
রঙিন জগতের উত্তাল ঢেউয়ে এসে দাঁড়ালাম,
প্রকৃতি প্রেমের মায়ায় বাঁধলো আমায়।
এই পৃথিবীর গভীর বন্ধনে---
নিমিষেই উধাও হয়ে গেল গন্ধের সুশোভন!
পশ্চিম আকাশের সঙ্গে বিদায় নিল,
আমার সুখের সূর্যের আলো।
পুনরায়ের মতো জগৎ আচ্ছাদিত কালো আভায়,
মনের গভীরে জাগ্রত হলো তোমার স্মৃতিচিহ্ন,
হরিণীর মতো ছুটে যেতে চাইলো মন আমার,
অন্তরে ক্ষত-বিক্ষতের চিহ্ন একে দিল কে যেন?
মৃদু চাঁদের রশ্মি, দুই আঁখিতে ভাসমান দৃশ্য---
মাতাল হাওয়ায় তুমি আজ অন্যের ঘরে।

------------------- সমাপ্ত ------------------

আশা করি আমার আজকের লেখা কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

চমৎকার লিখেছেন দিদি ! আপনার কবিতার কথা গুলো খুবই ভালো ছিল । আসলেই ভালোবাসা কখনো আমাদের জীবনের সুখকর আবার কখনোই বেদনা দিয়ে থাকে । স্মৃতি হয়ে থেকে যাই শুধু !

 2 years ago 

আপনার অভিমত ব্যক্ত করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

দৃষ্টির অগোচরে ডাকছে আমায়,
রঙিন জগতের উত্তাল ঢেউয়ে এসে দাঁড়ালাম,
প্রকৃতি প্রেমের মায়ায় বাঁধলো আমায়।

দারুন একটি কবিতা লিখেছেন দিদি।
বেশ অর্থবহ এবং মাধুর্যপূর্ণ ছিল প্রতিটি লাইন। উপরের এই কয়েকটি লাইন আমার বিশেষ ভালো লেগেছে। এগিয়ে যান দিদি।

 2 years ago 

আপনার উৎসাহমূলক মন্তব্য পেয়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলেই সত্যি কারের প্রেমের একটি কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতার মাঝে একজন প্রেমিকের ভালোবাসার প্রতি ছুটে চলার বহিঃপ্রকাশ ঘটেছে। কবিতা লিখতে আমার কাছে অনেক ভালো লাগে মনের ভেতরের প্রশান্তি জাগে। দারুণ একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার অনুভূতি প্রকাশ করার জন্য, ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিকই বলেছেন দিদি, ভালোবাসা সব সময় গভীর স্মৃতি বহন করে। এই স্মৃতিগুলো কখনো আমাদের আনন্দ দেয় আবার কখনো দুঃখ দেয়। সত্যি কারের প্রেম নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন দিদি। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম,ধন্যবাদ আপু।

 2 years ago 

সবসময় গভীর স্মৃতি বহন করে। ঠিকই বলেছেন আপু ভালোবাসার স্মৃতি গুলো কারো সুখের হয় আবার কারো দুঃখের হয়।যাই হোক আপু কবিতাটি খুব সুন্দর লিখেছেন। বিশেষ করে কবিতার নামটা বেশি দারুন দৃষ্টির অগোচর।প্রতিটি লাইন বেশ সুন্দর। ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ আপু,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

সত্যি কারের প্রেম নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। আসলে ভালোবাসা এমনি কখনো সুখের আবার কখনো দুঃখের। আপনার কবিতার প্রতিটি লাইনি অসাধারণ ছিল।সত্যিই তো প্রকৃতি প্রেমের মায়ায় বাঁধলো আমায়।এই পৃথিবীর গভীর বন্ধনে---।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আপনার মতামত জানানোর জন্য, ধন্যবাদ আপু।

 2 years ago 

বাহ! আপু আপনি খুবই চমৎকার ভাবে এই কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়তে বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সত্যি আপু যখন সূর্য আকাশে পূর্ব ওঠে চোখ খুলে তাকালেই দেখতে অনেক ভালো লাগে। কবিতাটির প্রতিটি লাইন খুবই অর্থবহ ও মাধুর্যপূর্ণ ছিল যা আমাকে আরো বেশি মুগ্ধ করেছে। এত সুন্দর ভাবে সহজ সরল ভাষায় কবিতা লিখা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া, কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 2 years ago 

ভালবাসার মানুষকে/মনের মানুষকে খুব কম মানুষই কাছে পায়।হাতে গুণা কয়েজনে পাই তাও আবার শত কষ্টের ফলে।একজন মনের মানুষকে কাছে পাওয়ার জন্য এভাবে ছুটে যায় ভালবাসার টানে।না পাওয়ার ব্যাথা বুকে ধারণ করে বাচঁতে হয় সারা জীবন।খুব সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু,কম মানুষই পায় মনের মানুষকে।আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর ভাবে একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়তে বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সত্যি আপু যখন সূর্য আকাশে পূর্ব ওঠে চোখ মিললেই দেখতে অনেক ভালো লাগে। এত সুন্দর ভাবে একটি সহজ সরল ভাষায় কবিতা লিখা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য,ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60752.38
ETH 2453.49
USDT 1.00
SBD 2.63