"যাচাই-বাছাই না করাটা মূর্খামি"
নমস্কার
যাচাই-বাছাই না করাটা মূর্খামি:
অভয় ও রাহুলের বাড়ি পাশাপাশি।তার কিছুটা দূরে অতুলের বাড়ি।অভয় ও রাহুলের একেবারে পাশাপাশি থাকায় সম্পর্ক ততটা ভালো ছিল না।অন্যদিকে অভয়রা ঝামেলা ছাড়াই নিজেদের মতোই থাকতে পছন্দ করে।যদিও তারা বিনা স্বার্থে রাহুলদেরকে অনেক সাহায্য করেছে একসময়ে।কিন্তু এখন রাহুল সেগুলো স্বীকার করতে নারাজ বরং কিছুটা দূরে অতুলদের সঙ্গে বেশ ভাব জমিয়েছে।ইতিমধ্যে রাহুলরা একদিন অভয়দের সঙ্গে কথা কাটাকাটি করতে লাগলো।এখানে রাহুলরা অভয়দের নাম করে বানিয়ে একটি খারাপ কথা অতুলদেরকে বলে আসলো নিজে ভালো মানুষী সাজার জন্য।কিন্তু অতুলরা সেখানে এসে সেই কথার সত্যতা না জেনে উল্টে অভয়দের ঘাড়ে দোষ চাপিয়ে দিল।এক্ষেত্রে নির্দোষ মানুষ ফেঁসে গেল।আর দোষীরা আরো দলে ভারী হলো।।
এক্ষেত্রে শুধুমাত্র একজন মানুষের সঙ্গে ভালো মেশার কারণে কারো দোষ-গুন যাচাই না করে কত সহজেই অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া যায় দেখুন!এটা আমার কাছে মূর্খামির পরিচয় বলে মনে হয়।কারণ একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক ভালো থাকতেই পারে।তাই বলে কোনো ভুল কথার যাচাই না করাটা বোকামি আপনারা কি বলুন?কোনো কথা নিজ কানে না শুনে শুধুমাত্র ধারণা কিংবা অন্যের কথার ভিত্তিতে পরিমাপ করা যায় না কখনোই।তাই যেকোনো কথার কতটা সত্যতা রয়েছে তা আগে যাচাই বাছাই করতে হবে।তারপর কোনো মানুষ সম্পর্কে মন্তব্য করা উচিত।
লেখাগুলো নিতান্তই আমার মনের অনুভূতি, সেটাই মন খুলে প্রকাশ করলাম মাত্র।যাইহোক আশা করি আমার আজকের লেখা ভাবনাগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।
টুইটার লিংক
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Thank you so much💝.
এটা একদম সত্যি কথা কোন কিছু যাচাই-বাছাই না করাটা মূর্খামি"।সত্যি আপু যত আপনজন হোক না কেনো সব কিছু যাচাই করা উচিত। এটা অনেকেই করে কিছু হলেই আরেকজনের দোষ দিয়ে দেয়।আর আমাদের সমাজের বর্তমান এটাই বাস্তবতা। ধন্যবাদ আপু সুন্দর লিখেছেন।
সত্যিই আপু,বর্তমান সমাজ এখন রসাতলে।ধন্যবাদ আপনাকে।