আমার কলেজ ক্যাম্পাসের বসন্তে ফুলের ফটোগ্রাফি পর্ব - 2||(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন সৃষ্টিকর্তার আশীর্বাদে।আজ আমি আবারো হাজির হলাম বসন্তের কিছু চন্দ্রমল্লিকা ফুলের ঝুলি সাজিয়ে।তো চলুন শুরু করা যাক----

CollageMaker_20220219_104304303.jpg

চন্দ্রমল্লিকা ফুলের মেলা

বসন্তকাল মানেই নানা রঙের ফুলে সুসজ্জিত।প্রকৃতির এই ফুলের মেলা কবি প্রেমিকদের পাগল করে।আর ফুলকে পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া দুষ্কর।জীবনের কোনো শুভ কাজ শুরু হয় ফুল দিয়ে অর্থাৎ ফুলের গুরুত্ব সমগ্র জীবন জুড়ে।আজ আমি আমাদের কলেজ ক্যাম্পাস থেকে তোলা কিছু চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি শেয়ার করবো আপনাদের সামনে।মূলত চন্দ্রমল্লিকা ফুলের বিভিন্ন প্রজাতি রয়েছে ও দেশি ,ছোট -বড়ো বিভিন্ন সাইজের রয়েছে।এই ফুলের প্রধান একটি গুন রয়েছে সেটি হলো সময়ের সঙ্গে সঙ্গে এই ফুটন্ত চন্দ্রমল্লিকা ফুলের রঙ পরিবর্তন হয়।এই ফুল ফোঁটার সময় এক রং থাকে এবং সেটি শুকনো অবস্থা আসতে আসতে সম্পূর্ণ ভিন্ন রঙ ধারণ করে।

IMG_20220219_065510.jpg
লোকেশন

আলোকচিত্র - 1

শ্বেত চন্দ্রমল্লিকা ফুল

IMG_20220219_065607.jpg
লোকেশন

এটি শ্বেত চন্দ্রমল্লিকা ফুল অর্থাৎ সাদা রঙের চন্দ্রমল্লিকা ফুল।সাদা পবিত্রতার প্রতীক,সৌন্দর্যের প্রতীক ও শুভ্রতার প্রতীক ।তাই প্রথমেই সাদা চন্দ্রমল্লিকা ফুল দিয়ে শুরু করলাম।সাদা রঙের পাপড়ির মধ্যে হলুদ রঙের দারুণ একটি কম্বিনেশন রয়েছে।খুবই সুন্দর দেখতে ফুলটি।

আলোকচিত্র - 2

মিশ্রিত চন্দ্রমল্লিকা ফুল

IMG_20220219_065557.jpg

এখানে একটি টবের মধ্যে বিভিন্ন রঙের ফুল ফুটে রয়েছে।নানা রঙ্গের মিশ্রিত ফুল দেখতে খুবই সুন্দর লাগে।যেমন- হালকা গোলাপির সঙ্গে সাদার মিশেল, গাড় গোলাপি রঙ,হালকা বেগুনি ও গাড় বেগুনি রঙের ফুল ফুটে রয়েছে।চন্দ্রমল্লিকা ফুলে হলুদের মিশেল থাকবেই,যা অসম্ভব আকর্ষণীয় করে তোলে ফুলকে।

আলোকচিত্র - 3

লাল,বেগুনি ও গোলাপি চন্দ্রমল্লিকা ফুল

IMG_20220219_065545.jpg
লোকেশন

আলোকচিত্র - 4

IMG_20220219_065635.jpg

থরে থরে পাপড়িতে সাজানো চন্দ্রমল্লিকা ফুলের হালকা উষ্ণ গন্ধ আছে,যার গন্ধে ভ্রমর ছুটে বেড়ায় এই ফুল থেকে ওই ফুলে।এখানে একটি লাল ও বেগুনি রঙের চন্দ্রমল্লিকা ফুলের সঙ্গে অনেকগুলো গোলাপি রঙের চন্দ্রমল্লিকা ফুল ফুটে রয়েছে।আমার সবথেকে বেশি ভালো লাগে গোলাপি রঙের সঙ্গে হালকা সাদা রঙের মিশেলে ফোঁটা ফুলটি।

আলোকচিত্র - 5

লাল চন্দ্রমল্লিকা ফুল

IMG_20220219_065617.jpg

চন্দ্রমল্লিকা ফুল কিছুটা সূর্যমুখী ফুলের ন্যায় দেখতে।এবং এটি দীর্ঘদিন ধরেই সতেজ ও প্রাণবন্ত থাকে।এই টবে একটিই লাল রঙের চন্দ্রমল্লিকা ফুল ফুটে রয়েছে।যেটি দেখতে একদম আলাদা ধরনের অনুভূতি কাজ করছিল মনে।

আলোকচিত্র - 6

বেগুনি চন্দ্রমল্লিকা ফুল

IMG_20220219_065626.jpg
লোকেশন

আলোকচিত্র - 7

IMG_20220219_065454.jpg

চন্দ্রমল্লিকা ফুলগুলো যখন গুচ্ছকারে হয় ও একই রঙের থাকে তখন একটি ভিন্ন দৃশ্যের উদ্ভব হয়।তাছাড়া এই ফুলগুলো আমার কাছে ঝিলে ফুটে থাকা বেগুনি রঙের ছোট ছোট শাপলা ফুলের মতো দেখতে লাগে।ফুল গাছগুলো ছোট থাকা সত্ত্বেও ফুলগুলো বড়ো আকারের ধরে থাকে ,যা দেখতে বেশ চমকপ্রদ লাগে।

আলোকচিত্র - 8

গোলাপী চন্দ্রমল্লিকা ফুল

IMG_20220219_065533.jpg

সবশেষে গোলাপি রঙের ফুলের ঠিক মধ্যে হলুদ অংশে একটি ভ্রমর বসে বসে মধু পান করছে।যদিও ভ্রমরের ছবিটি একটু ঝাপসা তবে বেশ বোঝা যাচ্ছে।চন্দ্রমল্লিকা ফুল আমার খুবই প্রিয়।আমাদের বাড়িতেও দুটি দেশি চন্দ্রমল্লিকা ফুলের জাত রয়েছে।

আজ এই পর্যন্ত,আবারো নতুন নতুন কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে হাজির হবো পরের পর্বে।আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

🌸🌸🌸ধন্যবাদ সকলকে🌸🌸🌸

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 2 years ago 

চন্দ্রমল্লিকা ফুল আমার খুবই প্রিয় একটি ফুল। এই ফুলটি আমরা বিভিন্ন রঙের দেখে থাকি। সব গুলো রংই আমার কাছে ভালো লাগে। আপনি দেখছি বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা ফুলের ছবি তুলেছেন। সব গুলো ছবিই খুবই সুন্দর হয়েছে দিদি। ছবি গুলো আপনি খুবই নিখুঁত ভাবে ধারণ করেছে। আর আপনার উপস্থাপনাও দারুণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেয়ার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া😊।আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য।

 2 years ago 

ক্যাম্পাসে এতো ফুল এখনো কিভাবে আছে বুজলাম না কিছুদিন আগে তো ভ্যালেন্টাইন্স ডে গেলো কেউ চুরি কেন করল না হা হা।আমার ক্যাম্পাসে এমন হত ভ্যালেন্টাইন্স ডে আসলে গাছে কোন ফুল থাকত না সব নিয়ে যেত। সকালে উঠে দেখা যেত গাছে কোন ফুল নাই। আবার এমন ও হতো গাছসহ নিয়ে গেছে।আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে শুভ কামনা রইল আপনার জন্য

 2 years ago 

😊ভাইয়া,আমাদের কলেজের ফুল আমরা ও তুলতে পারি না।আর আমাদের লেডিস কলেজে 4-5 জন পাহারাদার বসে থাকে ফুল বাগানের সামনে।অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আসলেই আপু চন্দ্রমল্লিকা ফুল গুলো দেখতে অসম্ভব সুন্দর। ফুল গুলো দেখতে খুবই ভালো লাগে। আর আপনার ফটোগ্রাফি গুলো খুব চমৎকার হয়েছে। সাথে উপস্থাপনা টাও খুব সুন্দর ছিল সবমিলে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু😊।আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ সুন্দর তো, আসলে আপনি কয়েকটি কালারের এবং কয়েকটি জাতের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে তুলে ধরেছেন। আসলে এটি দেখতে বেশ চমৎকার লাগতেছে, এবং কালার কম্বিনেশন এবং ক্যামেরার রেজুলেশন সবমিলিয়ে খুব সুন্দর ছিল। অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনা থাকবে আপনার জন্য সব সময় ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া😊।আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য।

 2 years ago 

ফুল আমার অনেক পছন্দের সেটা যে ফুল হয়ে থাকুক না কেন। আপনি অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন এবং অনেক সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফুলের ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যেন ছবিগুলো দেখে মনে বসন্ত চলে এসেছে। আমার কাছে ব্যক্তিগতভাবে লাল টকটকে চন্দ্রমল্লিকা ফুলের সৌন্দর্য সবচেয়ে বেশি ভালো লেগেছে।
সুন্দর সুন্দর ফুলের দৃশ্যপট তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনাদের কলেজ ক্যাম্পাসে অসাধারণ ফুল ফুটেছে আপু। ফুলের এত সুন্দর ফটোগ্রাফি করলেন আপনি আমি তো দেখে একবার অবাক হয়ে গেলাম। সবগুলো ফুলের ফটোগ্রাফি খুবই চমৎকার দেখাচ্ছে। ধাপে ধাপে উপস্থাপনাটা অসাধারণভাবে করলেন। আপনার সব ফুলের ফটোগ্রাফি আমার কাছে চমৎকার লেগেছে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনার কাছে ফটোগ্রাফিগুলি ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

চন্দ্রমল্লিকার সম্ভার এবার আমাদের সাথে শেয়ার করেছেন। প্রতিটি ফুলের ছবি অসাধারন এবং অনেক সুন্দর লেগেছে আমার। এতো সুন্দর ফুলের ছবি সবার মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

চন্দ্রমল্লিকা ফুল আমার ভীষণ ভালো লাগে ☺️
চমৎকার বেশ কিছু ফুলের ছবি দেখলাম 👌
ফুল আমার সবসময়ই ভালো লাগে।
এদের চমৎকার মিষ্টি রং আমাদের মনে আনন্দ যোগায়।
শুভ কামনা রইল আপনার জন্য 💌

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, ফুলের মিষ্টি রং সত্যিই মুগ্ধ করে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া।😊💐

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58665.81
ETH 3153.57
USDT 1.00
SBD 2.44