আমার কলেজ ক্যাম্পাসের কিছু চন্দ্রমল্লিকাফুলের আলোকচিত্র (পর্ব-2)(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা?
শীতের উষ্ণশীতল সকালে আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।বেশ কুয়াশা পড়ছে সকালে আমাদের গ্রামের দিকে।যাইহোক কাল বড়দিন 25 শে ডিসেম্বর।কাল থেকে 1 মিনিট করে বাড়তে শুরু করবে সাথে দিনটি বড়ো হবে ধীরে ধীরে।তাই এই শীতের সকালে সকলের মন আরো সতেজ রাখতে আমি চলে এসেছি কিছু চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি নিয়ে (পর্ব-2) তে।এছাড়া আমি আগের একটি ফুলের ফটোগ্রাফি পোষ্টে কিছু ডালিয়া ফুলের আলোকচিত্র শেয়ার করেছিলাম ।চন্দ্রমল্লিকা ফুল অনেকটাই ডালিয়া ফুলের মতো দেখতে লাগে।তবে সাইজে বেশ ছোট হয়।এখন বাজারে চন্দ্রমল্লিকা ফুলের নানান প্রজাতির চারা বিক্রি হয়।শীতকালে চন্দ্রমল্লিকা ফুল, গাঁদা ফুল ও ডালিয়া ফুলের সমারোহে ভরে যায় বাগানগুলি।খুবই অপূর্ব সুন্দর দেখতে লাগে।তো চলুন দেখে নেওয়া যাক নানান প্রজাতির চন্দ্রমল্লিকা ফুলের আলোকচিত্রগুলি----

CollageMaker_20211224_074416435.jpg
লোকেশন

★আলোকচিত্র: 1


IMG_20211220_175904.jpg

IMG_20211220_175824.jpg

●ফুল পবিত্রতার প্রতীক।আর সাদার মধ্যে হলুদ কালারের ফুল দারুণ দেখতে লাগে।এইফুল গাছগুলো একবার লাগালে ভালোভাবে পরিচর্যা করলে বহুবছর পর্যন্ত ফুল ধরে থাকে এবং গাছ সতেজ থাকে।

★আলোকচিত্র: 2


IMG_20211220_175742.jpg

IMG_20211220_175752.jpg

CollageMaker_20211224_075951096.jpg
লোকেশন

●এই ফুলটি খুব সুন্দর ও মনমুগ্ধকর দেখতে।এই ফুলের প্রতিটা ডালের নীচে ছোট ছোট শিকড় জন্মায়।ফলে এক একটি ডাল বর্ষাকালে ভেঙে মাটিতে পুঁতে দিলে নতুন গাছ হয়ে তাতে ফুল ধরে।

★আলোকচিত্র: 3

--
IMG_20211220_175353.jpg

IMG_20211220_175408.jpg

●যেকোনো ফুল সৌন্দর্য্যের অপূর্ব সৃষ্টি ও সুন্দরের প্রতীক।যা একসময় আমাদের মায়াজালে মুগ্ধতা দিয়ে ঝরে পড়ে মাটিতে।তবুও শেষ মুহূর্ত পর্যন্ত সৌন্দর্য্য বর্ধিত থাকে ফুলের।যেটি আমাদের জীবনে শিক্ষা দেয়।

★আলোকচিত্র: 4


IMG_20211220_175733.jpg

IMG_20211220_175549.jpg
লোকেশন

●শীতকাল ফুলের লীলাভূমি।দিকে দিকে ফুলে ফুলে সমাহিত।এই ফুলের সুন্দরতা মানুষের মনে গেঁথে যায়।একসময় পাপড়িগুলো ফিকে হয়ে যায় সূর্যের আলোকরশ্মিতে।তবুও ফিকে রঙের মধ্যে অপরূপতা রয়েছে।

★আলোকচিত্র: 5


IMG_20211220_175722.jpg

IMG_20211220_175512.jpg

●ফুল সত্যের প্রতীক।প্রতিটা শুভ কর্মে ফুলের ব্যবহার অতুলনীয়।যেখানে ফুলের গুরুত্ব অনেক।সর্বদা সত্যের প্রতিরূপ ও পবিত্রতার সাক্ষী এই ফুল।

★আলোকচিত্র: 6


IMG_20211220_175711.jpg

●এই ফুলগুলোর পাপড়ি কিছুটা সূর্যমুখী ফুলের মতোই।এইজন্য এই ফুলগুলি সূর্যের আলোতে উচ্চশিরে ফুটে থাকে।

★আলোকচিত্র: 7


IMG_20211220_175836.jpg

IMG_20211220_175812.jpg
লোকেশন

●ফুলের বাগানে ভ্রমরগুলি মধু সংগ্রহ করে গুঞ্জন ধ্বনি করে ।খুবই ভালো লাগে সেই গুঞ্জন ধ্বনি শুনতে।ঝাঁকে ঝাঁকে প্রজাপতির মেলা বসে ফুল বাগানে।

আশা করি আমার ফোনে তোলা আলোকচিত্রগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

ক্যামেরা: poco m2


অভিবাদন্তে: @green015


Sort:  

আপু অনেক সুন্দর একটা পোস্ট নিয়ে হাজির হয়েছেন আপনি। আলোকচিত্রের। প্রত্যেকটা আলোকচিত্র আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন। সত্যিই অনেক ভালো লাগলো দেখে।চন্দ্রমল্লিকা ফুল অনেক আগে দেখেছিলাম। আজকে আবার দেখতে পেয়ে সত্যিই অনেক খুশি হলাম। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

 2 years ago 

আপনার কাছে ফটোগ্রাফিগুলি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার কলেজ ক্যাম্পাসের বিভিন্ন ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর হয়েছে। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে খুবই ভালো লাগলো। প্রতিটা ফুলের নিচে দারুন ভাবে বর্ণনা করেছেন। এত সুন্দর একটি ফুলের ফটোগ্রাফির পোস্ট উপহার দেয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে ফটোগ্রাফিগুলি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার ক্যাম্পাসে চন্দ্রমল্লিকা ফুলের গাছ আছে এবং সেগুলোর দাম বাড়বে ক্যামেরাবন্দি করে আমাদের সাথে শেয়ার করেছেন। ফুল গুলো অনেক সুন্দর লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দিদিভাই।

 2 years ago 

ভাইয়া, ক্যাম্পাসের সৌন্দর্যের জন্য ফুল লাগানো হয়, বিক্রির দাম বাড়ানোর জন্য নয়।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শীতকাল ফুলের লীলাভূমি।দিকে দিকে ফুলে ফুলে সমাহিত।এই ফুলের সুন্দরতা মানুষের মনে গেঁথে যায়।

একদম ঠিক কথা বলেছেন আপু শীতের সময়ে প্রায় সবগুলো ফুল ফুটে থাকে। আর এ সময় ফুলের গন্ধে মানুষের মনে এক অন্যরকম সুখ বয়ে যায়।

আপনার কলেজ ক্যাম্পাসের চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি ফুলের ফটোগ্রাফি করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো ।আর সুন্দর বর্ণনাও দিয়েছেন ।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার কাছে ফটোগ্রাফিগুলি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

  • আপনার তোলা ফটোগ্রাফি গুলো দুর্দান্ত হয়েছে। প্রতিটি ছবি আমি ভালো করে দেখেছি। প্রত্যেকটি ছবি আমার খুব খুব ভালো লেগেছে। ফুল আমরা সবাই অনেক ভালোবাসি। এজন্য ফুল দেখলে আমাদের অনেক ভালোলাগা তৈরি হয়।
 2 years ago 

আপনার কাছে ফটোগ্রাফিগুলি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

বেশ কয়েকটা কালারের চন্দ্রমল্লিকা ফুলের অসাধারণ কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন যেগুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে চন্দ্রমল্লিকা ফুল ফুটে শীতকালে মোটামুটি সুগন্ধ ছড়ায় আপনার ফটোগ্রাফি গুলো সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়েছেন আপনি আপনার জন্য শুভকামনা থাকলো

 2 years ago 

ভাইয়া, এই ফুলের বিশেষ কোনো গন্ধ নেই,দেখতে দারুণ লাগে শুধু।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার বাগানে আছে লালের মধ্যে হলুদের ছাপ হালকা মিষ্টি গন্ধ।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, হালকা গন্ধ আছে।আমার বাগানে ও 2 টি দেশি জাতের এই ফুল আছে।কিন্তু কলেজ ক্যাম্পাসের ফুলগুলিতে ছবি তোলার সময় কোনো গন্ধ পেলাম না।ধন্যবাদ ভাইয়া 😊

 2 years ago 

ফটোগ্রাফি গুলো আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে ফুলের ফটোগ্রাফি গুলো করেছেন। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে। সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার কাছে ফটোগ্রাফিগুলি ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

চন্দ্রমল্লিকা ফুলগুলো খুব সুন্দর। আমি এই সবগুলো ফুলই সরাসরি দেখেছি। আমার মামার বাগানে এইসব বিভিন্ন ফুলে ভরপুর। কলেজ ক্যাম্পাসে এত্তসব ফুলের উপস্তিতির কারণে এটি অনেক সুদর্শনীয় হয়ে উঠে। আমাদের মাঝে এই সুন্দর ফুলগুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু।ফুলগুলি সত্যিই আকর্ষণীয়।অনেক ধন্যবাদ আপনাকে,আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার ক্যাম্পাসের চন্দ্রমল্লিকা ফুলগুলো অনেক সুন্দর ছিল।আপনিও অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন।যার জন্য ফুলগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন।শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য।

 2 years ago 

আমার কাছে এই ফুলগুলো ভালো লাগে, তবে অনেক সূর্যমুখীর মতো দেখতে সেগুলোকে বেশী ভালো লাগে। আসলে এটাই সত্য ফুল পবিত্রতার প্রতীক, তাই সবাই ফুলকে ভালোবাসে। ফটোগ্রাফিগুলো ভালো ছিলো। ধন্যবাদ

 2 years ago 

হ্যাঁ ভাইয়া, এই ফুলের আকৃতি অনেকটাই সূর্যমুখী ফুলের সঙ্গে মিল রয়েছে।আমার ও খুব ভালো লাগে চন্দ্রমল্লিকা ফুল।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 68518.46
ETH 3760.02
USDT 1.00
SBD 3.66