"কিছু ভিন্নধর্মী পেইন্টিং এর ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি গরমকে সঙ্গে নিয়েও সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।তবুও সকলকে বেশ সাবধানে থাকতে হবে এমন আবহাওয়াতে।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের ব্লগ নিয়ে।সেটি হলো-"কিছু ভিন্নধর্মী পেইন্টিং এর ফটোগ্রাফি"।

কিছু ভিন্নধর্মী পেইন্টিং এর ফটোগ্রাফি:

শারদীয়া দুর্গাপূজা শেষ হয়ে গেলেও তার স্মৃতি থেকে গেছে আমাদের ফোনের গ্যালারিতে।যদিও পূজার ফটোগ্রাফি পোষ্ট শেয়ার করতে করতে আমার গ্যালারী প্রায় শূণ্যের খাতায়।হাতে গোনা মাত্র কয়েকটি পূজার ছবি পড়ে আছে আমার গ্যালারিতে।[বর্ধমান শহরের পুলিশ লাইন আবাসিক বৃন্দ দুর্গোৎসব কমিটির দুর্গা পূজামন্ডপ থেকে ছবিগুলো তোলা হয়েছে।এই কমিটির থিম মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের **সহজ পাঠ** বা প্রথম সংস্করণের এর আদলে তুলে ধরা হয়েছে।প্রতিবছর এখানে প্যান্ডেলে বিভিন্ন ধরনের আর্টকে কেন্দ্র করে করা হয়।ভিন্ন ভিন্ন বিষয় দিয়ে কাগজ কিংবা কাপড়ের উপর আর্ট করে সাজানো হয় প্যান্ডেলটি।]আশা করি জলরঙে করা ফটোগ্রাফিগুলো ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো আর কথা না বাড়িয়ে চলুন ফটোগ্রাফিগুলি দেখে নেওয়া যাক----

আলোকচিত্র: 1

IMG_20240521_113329.jpg

এই পেইন্টিংটি করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দামোদর শেঠ কবিতার আদলে।এটি ভীষণই মজার কবিতা, যেখানে দামোদর শেঠের শরীরের ভারে কোনো জামা-ই ঠিকভাবে হয় না।আর তার খাবারের ফর্দ ইয়া বড় এবং ভেটকি,মুড়কি এবং ঘি ছাড়া তিনি আহার করতেন না।

আলোকচিত্র: 2

IMG_20240521_120425.jpg

এই পেইন্টিংটি কিছুটা জটিল বিষয়কে কেন্দ্র করে।যদিও এর অর্থ আমি বুঝতে পারিনি তবে ছবিটি সহজ বলে মনে হয়।একজন ব্যবসায়ী কিছু কাঠ ও কিছু মাটির বড় হাড়ি বিক্রি করছে সম্ভবত।আর আগেকার যুগের সেই ধূমপান করতেও দেখা যাচ্ছে তাকে।

আলোকচিত্র: 3

IMG_20240521_120143.jpg

এই পেইন্টিংটি করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের ছোট নদী কবিতার আদলে।এই কবিতাটি ভীষণই সুন্দর এবং ছোটবেলায় এই কবিতাটি আমার খুবই প্রিয় ছিল।একদমে মুখস্ত বলে ফেলতাম কবিতাটি,নদীকে কেন্দ্র করে গরু ,মাছ সকল কিছু ফুটে উঠেছে এতে।

আলোকচিত্র: 4

IMG_20240521_120520.jpg

এটি একটি কালো রঙের প্রতিচ্ছবি।যেখানে একজন ঢাকি শরৎ আসার আগমনে ঢাক বাজাচ্ছে।ঢাকের মাথায় রয়েছে একগুচ্ছ কাশফুল।আর কাশফুল না হলে যেন শরৎকাল ঠিক পরিপূর্নতা খুঁজে পায় না।

আলোকচিত্র: 5

IMG_20240521_113445.jpg

নাম তার মতিঝিল এই পেইন্টিংটি অসম্ভব সুন্দর।নামের মধ্যেই সকল বিশেষত্ব লুকিয়ে রয়েছে।যেমন ঝিলের পাশে ইয়া বড় গাছ আর তার ছায়ায় চড়ে বেড়াচ্ছে হাঁসেরা।পাখিরা আকাশে উড়ে যাচ্ছে আর ঝিলের পাশে সুন্দর বাড়ি রয়েছে।

আলোকচিত্র: 6

IMG_20240521_120832.jpg

এটি হচ্ছে একটি দুর্গাপূজা মন্ডপের বসার স্থান।যেখানে মন্ডপ পরিচালনাকারীরা বিভিন্ন সম্বর্ধনা পুরস্কার সাজিয়ে রেখেছেন।যাতে দুর্গা মায়ের মুখের অনেক মূর্তি রয়েছে।এখানে মায়ানমারের স্বর্ণমন্দিরের প্যান্ডেল তৈরি করা হয়েছিল।

আলোকচিত্র: 7

IMG_20240521_120327.jpg

এটি হচ্ছে ল্যাম্প এর ছবি।এটিও বিলুপ্তির পথে, আগেকার সময়ে নানা ডিজাইনের ল্যাম্প পাওয়া যেত।আমাদের বাড়িতে এখনো ল্যাম্প রয়েছে।আমার দিদিমা এই ল্যাম্পকে টেমি বলেন।

আলোকচিত্র: 8

IMG_20240521_120236.jpg

এটি হচ্ছে বিলুপ্ত প্রায় হ্যারিকেনের ছবি।আমরা আমাদের ছোটবেলা কাটিয়েছি এই হ্যারিকেনের আলোতে পড়ে।গ্রামে এখনো দেখা যায় এটি,যদিও এর ব্যবহার অনেক কমে গিয়েছে।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 months ago 

বাহ প্রাচীন কিছু নিদর্শন নিয়ে আপনার আজকের আলোকচিত্রটি সাজিয়েছেন আপনি। রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কয়েকটি দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। এখনতো ল্যাম্প এবং হারিকেন নাই বললেই চলে। প্রত্যেকটা ফটোগ্রাফি যেন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে জানান দিচ্ছে। আশা করছি পরবর্তীতে আরো অজানা এরকম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ।

 2 months ago 

চেষ্টা করবো ভাইয়া, সুন্দর আরও কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।ধন্যবাদ ভাইয়া উৎসাহ দেওয়ার জন্য।

 2 months ago 

আপু আজকে তো আপনি অনেক সুন্দর সুন্দর জিনিস আমাদের মাঝে উপস্থাপন করেছেন। তবে এটা আপনি ঠিকই বলেছেন হারিকেন এখন প্রায় বিলুপ্ত পথে কিন্তু আমাদের বাড়িতে এখনো হারিকেন আছে। যদিও সেটা জ্বালানো হয় না কিন্তু স্মৃতি হিসেবে রাখা হয়েছে। আমার মা বলে এটা নাকি আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার নানীরা দিয়েছিল। এরকম সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 months ago 

আপনার নানীর দেওয়া হ্যারিকেনের কথা জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপু।

 2 months ago 

"সহজ পাঠ" থিম এর কিছু পেইন্টিং মনে হয় আগেও দেখেছিলাম। আজকের গুলো দেখেও রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম বোন। এই ধরনের পেইন্টিং গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আমার। যাইহোক, একদম শেষে শেয়ার করা বিলুপ্ত প্রায় হ্যারিকেনের ছবিটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। কারণ আমি ছোটবেলায় এই হ্যারিকেনের আলোতে পড়াশোনা করতাম।

 2 months ago 

হ্যাঁ দাদা,সহজপাঠ থিমের অনেক ছবিই আমি শেয়ার করে ফেলেছি আগেই আর কয়েকটা মাত্র পড়ে আছে গ্যালারিতে।ধন্যবাদ তোমাকে।

 2 months ago 

সহজপাঠ থিমের অনেক কিছুই দেখার সুযোগ পেয়েছি বোন, তোমার শেয়ার করা ওইসব ফটোগ্রাফি গুলোর মাধ্যমে।

 2 months ago 

😊😊

 2 months ago 

সব গুলো ভিন্নধর্মী পেইন্টিং এর ফটোগ্রাফিই অনেক সুন্দর ছিল। তবে দামোদর শেঠের পেইনটিং ও তার বিশদ বর্ণনা পড়ে হাঁসতে হাঁসতে শেষ। ভেটকি,মুড়কি, ঘি খেয়ে কি বুড়ি বানিয়েছে,কোন কাপড়ই তার আটে না। এইতো বুড়ি নই যেন গোদাম,হা হা হা। ধন্যবাদ।

 2 months ago 

ঠিকই বলেছেন ভাইয়া, কবিতাটিও পড়তে খুবই হাসি পায়।

 2 months ago 

আপনার ভিন্ন ধর্মী পেইন্টিং এর ফটোগ্রাফি গুলো অসাধারণ লাগছে।আজকাল হারিকেন নেই বললেই চলে।তবে হারিকেনের ফটোগ্রাফি টি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল।
সেই ছোটবেলায় হারিকেন দেখেছিলাম। আমাদের ছোট নদী এর ফটোগ্রাফিটি দেখে কবিতার কথা মনে পড়ে গেল। এই কবিতাটি অনেক জনপ্রিয়। বেশ দারুন ছিল আপনার পেইন্টিং গুলো ধন্যবাদ আপু।

 2 months ago 

হ্যাঁ আপু,আসলেই এই কবিতাটি খুবই জনপ্রিয়তা লাভ করেছে।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 67578.10
ETH 3250.74
USDT 1.00
SBD 2.64