"অহরহ ঘটে চলেছে চুরির ঘটনা" (পর্ব-1)

in আমার বাংলা ব্লগ5 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।অনেকদিন পর আমি আজ চলে আসলাম ভিন্ন ধরনের একটি ব্লগ নিয়ে।সেটি হলো-"অহরহ ঘটে চলেছে চুরির ঘটনা"।আসলে এই ঘটনায় চোরেরা ব্যর্থ নাকি সফল হলো সেটাই বলবো আপনাদের সঙ্গে।যাইহোক তো আর কথা না বাড়িয়ে চলুন ব্লগটি শুরু করা যাক----

অহরহ ঘটে চলেছে চুরির ঘটনা (পর্ব-1):

IMG_20240226_134305.jpg
সোর্স

কিছু ঘটনা যেমন অনেক বেশি ভাবনার তেমনি কিছু ঘটনা বেশ হৃদয়বিদারক।যেটা আমাদের মনে দাগ কাটে।আবার কিছু ঘটনা মর্মান্তিক হয়ে থেকে যায় মানুষের স্মৃতিতে।তেমনি এই ঘটনাটি স্পর্শকাতর বা মর্মস্পর্শী না হলেও বেশ ভাবনার।সেই বাস্তবে ঘটে যাওয়া কিছু ঘটনায় শেয়ার করবো আজ আপনাদের সঙ্গে।

আমাদের গ্রামে বাঙালির সংখ্যা অনেক কম।এখানে বাঙালি জাতি বলতে হিন্দু,মুসলিম সকল ধর্মের মানুষের কথা বলে থাকি আমরা।তবে এই গ্রামে কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস না থাকলেও তাদের আনাগোনা খুবই।কিন্তু আমি বলছি সেই সমস্ত মানুষের কথা যারা পুরোপুরি অন্য ভাষী ও অন্য জায়গার হয়েও বাংলার মধ্যে বসবাস করছে এবং বাংলা ভাষায় কথা বলছে।যেমন-বাগদী, অধিবাসী,সাঁওতাল কিংবা বিহারী মানুষদের কথা।যারা অন্য জায়গার হয়েও বর্ধমান,হুগলির দিকে জমিয়ে বসবাস করছে।জানা যায়, পূর্বে জমিদার এবং ব্রাহ্মনরা তাদের অনেক জমি দেখাশোনার জন্য বিহার কিংবা অন্য জায়গা থেকে এক দুইজনকে এনে আশ্রয় দিয়েছিল।আর সেই থেকেই বসতি স্থাপন করে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ।আর সেই জমিদার এবং ব্রাহ্মণ পরিবারের কিছু লোকজন থাকলেও বাকি সবাই কলকাতা কিংবা বিদেশে গিয়ে বসবাস করছে।তাই বাঙালির সংখ্যা এখানে কম হওয়াতে আদিবাসীরা প্রচুর হিংসা করে তাদের উপর।

অন্যদিকে বাঙালিরা একাই একশো।অর্থাৎ নিজেদের মধ্যে কোনো মিল নেই,অথচ ভিন্ন জাতির মানুষের নিজেদের মধ্যে কত মিল।তো বাঙালিদের এই দুর্বল সুযোগটাই কাজে লাগিয়ে চুরির কাজ করে আদিবাসীরা।এক্ষেত্রে কেউ মনে করতে পারেন সরাসরি তাদেরকে কেন দোষারোপ করছি!তাহলে বলবো,এই ঘটনার সাক্ষী আমরাও।অর্থাৎ চোখের সামনে দিয়ে চুরি করে জিনিস নিয়ে গেলেও আমরা কিছুই বলতে পারেনি।তার অনেক কারণ রয়েছে, কারণটা বাঙালির লোকবল কম এখানে।যাইহোক বাঙালি বাড়ির সবজি,মুরগি,ফলমূল,গরু-ছাগল ইত্যাদি চুরি হলেও আদিবাসীদের কিছুই চুরি হয় না।এইতো কয়েকদিন আগের কথা--

একদিন রাত 10 টার দিকে কিছু আদিবাসী ছেলেরা আমাদের বাঁশের ঘেরা ভেঙে কত সবজি চুরি করে নিয়ে গেল।এক কাধী কাজকলা,লঙ্কা গাছ থেকে ইচ্ছেমতো লঙ্কা ,পুঁইশাক ইত্যাদি সবজি।অথচ দিনের বেলা আদিবাসীরা আমাদের কাছে সবজি চাইলেই দেওয়া হয়।কারণ তারা সবজি চাষ তেমন করে না বাড়িতে।শুধু গরু-ছাগল পালন করে।তারপরও তারা বাঙালিদের বাড়ি অত্যাচার করে।আমাদের প্রতিবেশী কয়েক বাড়ি থেকে মুরগির ঘরের তালা ভেঙে হাঁস-মুরগি চুরি করেও নিয়ে গেছে তারা।এমনকি আমাদের প্রতিবেশী একবাড়িতে শুধু একটি মেয়ে থাকে এবং তার বাবা-মা অন্য জায়গায় থাকে।পাশেই তার আত্মীয় বাড়ি বলে সে থাকার ভরসা পেয়েছে।কিন্তু দুপুরবেলা তাদের বাড়ি থেকে মেয়েটির পায়ের নুপুর, কয়েক'শ টাকাসহ পার্টস গায়েব।এমনটা কিন্তু সারাবছর চলতেই থাকে বাঙালিদের বাড়ি থেকে।আসলে আমরা তাদেরকে আপন করে নিলেও তারা আমাদের বাঙালিদের মন থেকে মেনে নিতে পারেনি।তেমনি গতদিন হঠাৎ চেঁচামেচিতে আমার ঘুম ভাঙলো ভোরে,উঠেই মায়ের মুখ থেকে শুনতে পেলাম----(চলবে)


আশা করি আমার আজকের লেখা ব্লগটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 5 months ago 

হয়তো সেখানে বাঙালির সংখ্যা কম এজন্যই আদিবাসীরা বারবার এই অন্যায় কাজগুলো করে পার পেয়ে যাচ্ছে। আমি এতদিন ভাবতাম শুধু বাংলাদেশের আদিবাসীরা এরকম আলাদাভাবে থাকতে চায় কিন্তু ভারতেও একই অবস্থা সেটা আপনার পোস্ট পড়ে জানতে পারলাম।

Posted using SteemPro Mobile

 5 months ago 

হ্যাঁ ভাইয়া, আদিবাসী সম্প্রদায়ের মানুষ খুবই হিংসা করে বাঙালির উপরে।হয়তো সেটা দুই একদিনের ব্যবহারে প্রকাশ পাবে না।

Posted using SteemPro Mobile

 5 months ago 

প্রথমত আপনাদের দিকে আদিবাসী বেশি এবং বাঙ্গালি কম। দ্বিতীয়ত বাঙ্গালি কম থাকলেও, তাদের মধ্যে একতা নেই। আর সেই সুযোগটা কাজে লাগাচ্ছে আদিবাসীরা। প্রকাশ্যে এমন চুরি করার পরেও,আপনারা প্রতিবাদ করতে পারছেন না। তবে এখন যদি আপনারা সবাই এক হয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলতে না পারেন, তাহলে আদিবাসীদের সাহস আরও বাড়তে থাকবে এবং ভবিষ্যতে আপনাদের উপর আরও অত্যাচার করবে। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম আপু।

 5 months ago 

ঠিক বলেছেন ভাইয়া, তবে আমাদের বাড়ি থেকে তাদের পাড়া বেশ দূরে হলেও আধিপত্য তাদেরই বেশি।আদিবাসীরা কম সচেতন ও কম শিক্ষিত।তাছাড়া তাদের জনবল অনেক অনেক বেশি, দুই একজন বাঙালি দিয়ে কিছুই করা সম্ভব নয়।ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আপনাদের ওখানে আদিবাসী বেশি থাকার কারণে তাদের একটু ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। আপনারা যে সকল বাঙালি মানুষজন রয়েছেন তাদের মধ্যে একতা না থাকার কারণে তারা অনেকটাই সাহস পেয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত এভাবে বিভিন্ন ধরনের চুরির ঘটনা ঘটছে৷ যদি আপনারা এর প্রতিবাদ না করেন তাহলে তারা আরো বেশি প্রশ্রয় পেতে থাকবে। তাদের সকল কর্মকাণ্ডগুলো আরও বড় পরিসরে করার পরিকল্পনা করতে থাকবে এবং প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটতে থাকবে৷ পরবর্তী পর্ব দেখার আশায় রইলাম৷

 5 months ago 

ঠিক বলেছেন ভাইয়া, সাধারণত বড় কোনো ঘটনা না ঘটালেও তারা এই চুরি করে বেশি আনন্দ পায়।তাছাড়া আমাদের বাড়ি থেকে তাদের পাড়া বেশ দূরে হলেও আধিপত্য তাদেরই বেশি।

Posted using SteemPro Mobile

 5 months ago 

হুম। দেখলাম। আপনার পোস্ট এর মাধ্যমে অনেক কিছুই জানতে পারলাম। তবে একটু সাবধানে থাকবেন।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ধন্যবাদ ভাইয়া, পরামর্শ দেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

অনেক ভালো লাগলো আপনার রিপ্লাই পেয়ে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

প্রত্যেকটি কাজে একতা খুব জরুরী। কথায় আছে দশের লাঠি একের বোঝা। তাই সকল বাঙ্গালীদের একত্রে হয়ে আপনাদের সচেতন থাকতে হবে তাহলে চুরির প্রবণতা কিছুটা কমে যাবে। প্রকাশ্যে চুরি করা এবং প্রতিবাদ না করতে পারা অনেক কষ্টের। আমার মনে হয় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত তা না হলে আরও দিন দিন সাহস বেড়ে যাবে। পরের পর্ব পড়ার অপেক্ষায় রইলাম।

 5 months ago 

আপু,আদিবাসীরা কম সচেতন ও কম শিক্ষিত।তাছাড়া তাদের জনবল অনেক অনেক বেশি, দুই একজন বাঙালি দিয়ে কিছুই করা সম্ভব নয়।তাদের মাথায় কোনো ভালো বুদ্ধি নেই তবে সব আদিবাসীকে খারাপ বলবো না।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 62907.89
ETH 3379.73
USDT 1.00
SBD 2.50